Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word আনুপাতিক Bengali definition [আনুপাতিক্] (বিশেষণ) ১ হার অনুসারে বিচারিত। ২ (গণিত.) অপর কোনো পরিবর্তনশীল রাশির সহিত স্থির সম্বন্ধযুক্ত; proportional । {(তৎসম বা সংস্কৃত) অনুপাত+ইক(ষ্ণিক্)}
  • Bengali Word আনুপূর্ব , আনুপূর্ব্য Bengali definition [আনুপুর্‌বো] (বিশেষ্য) যথাক্রম; পরম্পরা। আনুপূর্বী (স্ত্রীলিঙ্গ)। আনুপূর্বিক (ক্রিয়াবিশেষণ) যথাক্রমে; প্রথম থেকে। □ (বিশেষণ) ১ ধারাবাহিক। ২ আগাগোড়া। আনুপূর্বিকতা (বিশেষ্য) ধারাবাহিকতা; ক্রমপরম্পরা (তিনি শুধুই সভ্যতার আনুপূর্বিকতা দেখিয়েছেন-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অনু+পূর্ব+অ(অণ্), য}
  • Bengali Word আনুমানিক Bengali definition [আনুমানিক্] (বিশেষণ) ১ অনুমান দ্বারা বোঝা যায় বা স্থির করা যায় এমন; অনুমানসিদ্ধ। ২ আন্দাজি; মোটামুটি। {(তৎসম বা সংস্কৃত) অনুমান+ইক(ঠক্)}
  • Bengali Word আনুরক্তি Bengali definition [আনুরোক্‌তি] (বিশেষ্য) অনুরাগ; আসক্তি। {(তৎসম বা সংস্কৃত) আ+অনু+√রন্‌জ্+তি (ক্তি)}
  • Bengali Word আনুরূপ্য Bengali definition [আনুরূপ্‌পো] (বিশেষ্য) সাদৃশ্য; তুল্যতা (বিশেষ যখন স্বরূপে ঘটে আনুরূপ্য-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) অনুরূপ+য(ষ্যঞ্)}
  • Bengali Word আনুষঙ্গিক , আনুষঙ্গ Bengali definition [আনুশোঙ্‌গিক, আনুশঙ্‌গো] (বিশেষণ) ১ সংশ্লিষ্ট; প্রাসঙ্গিক (আনুষঙ্গিক ব্যয়)। ২ গৌণ; অপ্রধান (আনুষঙ্গ ফল করে সংসারের ক্ষয়-কৃষ্ণদাস কবিরাজ)। □ (বিশেষ্য) সংশ্লিষ্ট বিষয় বা বস্তু (আনুষঙ্গিকের তাড়নায় -বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) ‍অনুষঙ্গ+ইক(ঠক্), অ(অণ্)}
  • Bengali Word আনুষ্ঠানিক Bengali definition [আনুশ্‌ঠানিক্] (বিশেষণ) ১ অনুষ্ঠান সম্বন্ধীয়। ২ বিহিত অনুষ্ঠান অনুযায়ী; রসমি; বিধিবৎ; formal । ৩ শাস্ত্রীয় বিধিসম্মত। ৪ অনুষ্ঠান পালনকারী। {(তৎসম বা সংস্কৃত) অনুষ্ঠান+ইক(ঠক্)}
  • Bengali Word আনূপ , আনুপ Bengali definition [আনুপ্] (বিশেষণ) ১ জনবহুল। ২ জনবহুল স্থান সম্পর্কিত। □ (বিশেষ্য) জলপ্রিয় জন্তু-হাঁস, মহিষ প্রভৃতি। {(তৎসম বা সংস্কৃত) অনুপ+অ (অণ্)}
  • Bengali Word আনেতা (-তৃ) Bengali definition [আনেতা] (বিশেষ্য) আনয়নকারী। {(তৎসম বা সংস্কৃত) আ+√নী+তৃ}
  • Bengali Word আনোট , আনোটা Bengali definition আনট
  • Bengali Word আন্ডারলাইন Bengali definition [আন্‌ডার্‌লাইন্‌] (বিশেষণ) চিহ্নিত; নিচে রেখা টানা (মোটা পেন্সিলে আন্ডারলাইন করা হয়েছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। আন্ডার-লাইনড (বিশেষ্য) নিম্নরেখাঙ্কিত। {(ইংরেজি) underline}
  • Bengali Word আন্ত Bengali definition [আন্‌তো] (বিশেষণ) অন্তঃসম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) অন্তঃ+অ (অণ্)}
  • Bengali Word আন্তর Bengali definition আন্তরিক
  • Bengali Word আন্তরিক , আন্তর Bengali definition [আন্‌তোরিক্, আন্‌তোর্] (বিশেষণ) ১ অকপট; অকৃত্রিম; প্রকৃত; ঐকান্তিক। ২ মনোগত; মানসিক। ৩ অন্তঃকরণ সম্বন্ধীয়; হৃদয়জাত; হৃদ্য। ৪ আভ্যন্তরিক। আন্তরিকতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অন্তর+ইক, অ (অণ্)}
  • Bengali Word আন্তরীক্ষ , আন্তরিক্ষ Bengali definition [আন্‌তোরিক্‌খো] (বিশেষণ) ১ আকাশ সম্বন্ধীয়। ২ আকাশ থেকে আগত (আন্তরীক্ষ বাণী)। □ (বিশেষ্য) আকাশ; মেঘজল। অন্তরীক্ষ (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অন্তরীক্ষ+অ (অণ্)}
  • Bengali Word আন্তরীণ Bengali definition [আন্‌তোরিন্] (বিশেষণ) অন্তরস্থ; অন্তর্বতী (সেই স্বাধীনতাকামী দেশসেবককে আন্তরীণ করে রাখা হলো; আন্তরীণ ব্যবস্থা)। {(তৎসম বা সংস্কৃত) অন্তরীণ+অ (অণ্)}
  • Bengali Word আন্তরে , আন্তরে ( মধ্যযুগীয় বাংলা ) Bengali definition [আন্‌তোরে, অন্‌তোরেঁ] (অব্যয়) জন্য; নিমিত্ত (তোমার আন্তরে গেলোঁ রাধিকার থানে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) অন্তর>}
  • Bengali Word আন্তর্জনীন (বিরল) Bengali definition [আন্‌তোর্‌জোনিন্] (বিশেষণ) অন্তর্জাত; অভ্যন্তরীণ; সংস্রবোৎপন্ন। {(তৎসম বা সংস্কৃত) অন্তর্+জন+ঈন= অন্তর্জনীন>}
  • Bengali Word আন্তর্জাতিক , আন্তর্জাতীয় Bengali definition [আন্‌তোর্‌জাতিক, আন্‌তোর্‌জাতিয়ো] (বিশেষণ) ১ বিভিন্ন রাষ্ট্র সম্বন্ধীয়; সর্বজাতি সম্পর্কিত। ২ সকল জাতি বা রাষ্ট্রের মধ্যে প্রচলিত, international (আন্তর্জাতিক সঙ্ঘ, আন্তর্জাতিক বাণিজ্য)। {(তৎসম বা সংস্কৃত) অন্তর্+জাতি+ইক (ষ্ণিক্), ঈয়(ছ)}
  • Bengali Word আন্তর্মহাদেশীয় Bengali definition [আন্‌তোর্‌মহাদেশিয়ো] (বিশেষণ) সর্বমহাদেশ সংক্রান্ত (আন্তর্মহাদেশীয় সম্পর্ক)। {(তৎসম বা সংস্কৃত) অন্তর্+ মহাদেশ+ ঈয়(ছ)}
  • Bengali Word আন্ত্র , আন্ত্রিক Bengali definition [আন্‌ত্রো, আন্‌ত্রিক্] (বিশেষণ) অন্ত্র সম্বন্ধীয়; অন্ত্রঘটিত (আন্ত্রিক জ্বর)। {(তৎসম বা সংস্কৃত) অন্ত্র+অ(অণ্), ইক(ঠক্)}
  • Bengali Word আন্দর , আন্দর মহল Bengali definition অন্দর
  • Bengali Word আন্দাজ Bengali definition [আন্‌দাজ্] (বিশেষ্য) ১ অনুমান; ধারণা (আন্দাজ হয় মৌত নজদিগ-প্যারি; পরীক্ষার্থী আন্দাজের মার মারিলে সুদক্ষ পরীক্ষক সহজেই তাহা ধরিতে পারেন-খানবাহাদুর আবদুল হাকিম)। ২ অনুভব; টের (বাস চলেছে ঘুমের মধ্যে আন্দাজ পাচ্ছি- মনোজ বসু)। □ (বিশেষণ) ১ অনুরূপ; অনুযায়ী; আনুপাতিক; পরিমিত (এক সের ময়দা, সেই আন্দাজ ঘি ও চিনি)। ২ আনুমানিক (আন্দাজ কত দূর)। আন্দাজি (বিশেষণ) ভিত্তিহীন; ভুয়া (আন্দাজি খবর)। □ (ক্রিয়াবিশেষণ ) অনুমানের উপর নির্ভর করে (অন্ধকারে আন্দাজি কলম ছুটেছে-মনোজ বসু)। {(ফারসি) আন্‌দাজ}
  • Bengali Word আন্দাম Bengali definition [আন্‌দাম্] (বিশেষ্য) শরীর; অঙ্গপ্রত্যঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) আন্দাম}
  • Bengali Word আন্দেশা , আনদেশ Bengali definition [আন্‌দেশা, আন্‌দেশ্] (বিশেষ্য) ১ আশঙ্কা; ভাবনা; সন্দেহ (নেশা যত লাগে অনুরাগে, বুকে তত জাগে আন্দেশা-কাজী নজরুল ইসলাম)। ২ চিন্তা; কল্পনা (আনদেশে ছুরত তার কহিতে নাহি পারি-পূর্ববঙ্গ গীতিকা)। {(ফারসি) আন্‌দীশাহ্}
  • Bengali Word আন্দোলন Bengali definition [আন্‌দোলন্, আন্‌দোলোন্] (বিশেষ্য) ১ বিক্ষোভ; আলোড়ন (ছাত্র আন্দোলন)। ২ বিশেষ উদ্দেশ্য সিদ্ধির জন্য প্রচার বা আলোচনা দ্বারা উত্তেজনা সৃষ্টি করা (ভাষা আন্দোলন)। ৩ দোলন; কম্পন; সঞ্চালন। ৪ দোলায়িত- করণ; সঞ্চালিতকরণ। ৫ বাদানুবাদ; আলোচনা। আন্দোলিত (বিশেষণ) কম্পিত; সঞ্চালিত (সারি দেওয়া সুপারির আন্দোলিত সঘন সবুজে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ((তৎসম বা সংস্কৃত)√আন্দোলি+ অন (ল্যুট)}
  • Bengali Word আন্ধল , আন্ধলা Bengali definition আঁধল
  • Bengali Word আন্ধা - চক্কর Bengali definition [আন্‌ধাচক্‌কোর্] (বিশেষ্য) গোলকধাঁধা (তিনি যেন আন্ধা-চক্করে পড়িয়াছেন-আবুল মনসুর আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) অন্ধচক্র>আন্ধাচক্কর}
  • Bengali Word আন্ধার , আন্ধারিয়া Bengali definition আঁধার
  • Bengali Word আন্ধি Bengali definition আদ্দি