Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word মহেন্দ্র Bengali definition [মহেন্‌দ্রো] (বিশেষ্য) ১ দেবরাজ ইন্দ্র। ২ একটি পর্বত; পূর্বঘাট পর্বতশ্রেণী। মহেন্দ্রাণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)ইন্দ্রাণী; ইন্দ্রপত্নী; শচীদেবী। মহেন্দ্রনগরী, মহেন্দ্রপুরী, মহেন্দ্রভবন (বিশেষ্য) ইন্দ্রপুরী; অমরাবতী; দেবরাজ ইন্দ্রের নগরী। {(তৎসম বা সংস্কৃত) মহা+ইন্দ্র}
  • Bengali Word মহেশ, মহেশ্বর, মহেশান Bengali definition [মহোশ্‌, মহেশ্‌শর্‌, মহেশান্‌] (বিশেষ্য) মহাদেব; শিব। মহেশী, মহেশ্বরী, মহেশানী (স্ত্রীলিঙ্গ)। মহেশপুরী (বিশেষ্য) কৈলাসপুরী। {(তৎসম বা সংস্কৃত) মহা+ঈশ; ঈশ্বর; ঈশান}
  • Bengali Word মহেষ্বাস Bengali definition [মহেশ্‌শাস্‌] (বিশেষ্য) (বিশেষণ) মহাযোদ্ধা; ধনুর্বিদ্যায় বিশেষ পারদর্শী; মহাধনুর্ধর। {(তৎসম বা সংস্কৃত) মহা+ইষু+আ(তৎসম বা সংস্কৃত) (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word মহেস Bengali definition (মধ্যযুগীয় বাংলা) [মহেশ্‌] (বিশেষ্য) মহেশ; শিব (মহেস করিব বিভা-রাজিয়া মাহবুবই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) মহেশ>}
  • Bengali Word মহোদধি Bengali definition [মহোদোধি] (বিশেষ্য) মহাসমুদ্র; মহাসাগর। {(তৎসম বা সংস্কৃত) মহা+উদধি; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহোদর Bengali definition [মোহদর্‌] (বিশেষণ) মস্ত বড় উদর আছে এমন; বৃহৎ উদর বা পেটবিশিষ্ট। মহোদরী (স্ত্রীলিঙ্গ)দুর্গা দেবী (মহামায়া মহেশ মহিলা মহোদরী-ভারতচন্দ্র রায়গুণাকর)। মন্দোদরী (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) মহা+উদর, (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word মহোদ্যম Bengali definition [মহোদ্‌দম্‌] (বিশেষ্য) অতিশয় উদ্যোগ বা চেষ্টা। □ (বিশেষণ) অতিশয় উদ্যমশীল; মহোৎসাহী। {(তৎসম বা সংস্কৃত) মহা+উদ্যম; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহোদয় Bengali definition [মহোদয়্‌] (বিশেষণ) ১ মহাশয়; মহাত্মা; মহানুভব। ২ অত্যন্ত ঐশ্বর্যশালী বা সমৃদ্ধ। ৩ অত্যুচ্চ; অত্যুন্নত। মহোদয়া (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মহা+উদয়; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহোন্নতি Bengali definition [মহোন্‌নোতি] (বিশেষ্য) অতিশয় শ্রীবৃদ্ধি; অত্যুন্নতি। মহোন্নত বিণ। মহোন্নতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মহা+উন্নতি; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহোপকার Bengali definition [মহোপোকার্‌] (বিশেষ্য) পরম উপকার; অত্যন্ত বড় উপকার। মহোপকারী (বিশেষণ) পরম হিতসাধক। মহোপকারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মহৎ+উপকার; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহোরগ Bengali definition [মহোরগ্‌] (বিশেষ্য) বৃহৎ সর্প; অজগর (মহোরগ ললাটে যেমনি মণি-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) মহা+উরগ; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহোৎসব Bengali definition মহোৎসব [মহোত্‌শব্‌] (বিশেষ্য) ১ বিরাট উৎসব; নৃত্য বাদ্য গীত ভোজ ইত্যাদির বড় অনুষ্ঠান। ২ বৈষ্ণব, বাউল, কর্তাভজা, মতুয়া প্রভৃতি ধর্মসম্প্রদায়ের কীর্তন ও ভোজের উৎসব, মচ্ছব। {(তৎসম বা সংস্কৃত) মহা+উৎসব; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহোৎসাহ Bengali definition [মহোত্‌শাহো] (বিশেষ্য) ১ অতিশয় উদ্যম বা উৎসাহ। ২ মহৎ চেষ্টা। □ (বিশেষণ) অতিশয় উদ্যমশীল। {(তৎসম বা সংস্কৃত) মহা+উৎসাহ; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহৌষধ Bengali definition [মহোউশধ্‌] (বিশেষ্য) যে ওষুধ উৎকৃষ্ট বা অব্যর্থ। {(তৎসম বা সংস্কৃত) মহা+ঔষধ; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহৌষধি, মহৌষধী Bengali definition [মহোউশোধি] (বিশেষ্য) ১ রোগনিবারক উৎকৃষ্ট উদ্ভিদ। ২ রাতে দীপ্তিময় তৃণলতা। ৩ দূর্বা। {(তৎসম বা সংস্কৃত) মহা+ওষধি; ওষধী; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহৎ, মহান Bengali definition [মহোত্‌, মহান্‌] (বিশেষণ) ১ উদার; শ্রেষ্ঠ; মহামতি; উন্নত (মহৎলোক)। ২ বড়; বৃহৎ; বিশাল (মহৎ অরণ্য)। ৩ অতিশয়; অত্যধিক; অত্যন্ত; প্রবল; প্রচণ্ড (মহৎ ভয়)। ৪ গুরু (মহৎ ভার); প্রচুর ওজঃগুণসম্পন্ন (মহৎ ভাব)। □ (বিশেষ্য) উদার চরিত্র বা উন্নত হৃদয়সম্পন্ন ব্যক্তি। মহতী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)বিরাট; বৃহৎ (আপনার মহতী সেনা ব্যতীত ইসলামের মর্যাদা-ইসমাইল হোসেন শিরাজী)। মহত্তত্ত্ব (বিশেষ্য) সাংখ্যের চতুর্বিংশতি তত্ত্বের বুদ্ধি নামক দ্বিতীয় তত্ত্ব। মহত্তম (বিশেষণ) সবচেয়ে মহৎ। মহত্তর (বিশেষণ) অধিকতর মহৎ। মহত্ত্ব (বিশেষ্য) মহৎ ভাব; মহৎ গুণ। মহদাশয় (বিশেষণ) উন্নত মনযুক্ত; সদাশয়। {(তৎসম বা সংস্কৃত) √মহ্‌+অৎ(অতি)}
  • Bengali Word মহড়া, মোহরা, মওড়া, মোহড়া Bengali definition [মহোড়া, মোহোরা, মওড়া, মোহোড়া] (বিশেষ্য) ১ অগ্রভাগ (দইয়ের মহড়া)। ২ বিপক্ষের বা শত্রুপক্ষের অগ্রবর্তী সেনাদল (মহড়া ফেরানো)। ৩ অভিনয়াদির প্রস্তুতি; মহলা; rehearsal (সবাইকে এই মহড়ায় যোগ দিতে হইল-বেগম শামসুন্‌নাহার মাহমুদ)। ৪ কড়ি দিয়ে কাগজে ইত্যাদি মৃসণ ও চকচকে করা। ৫ সামনা-সামনি কথোপথন; মুখোমুখি হওয়া। □ (বিশেষণ) আড়ম্বরের সঙ্গে প্রদর্শন (পাটের মহড়া)। মহড়া নেওয়া বিপক্ষ দলের সম্মুখে থেকে লড়াই করা (এই গোটা পনের লোকের মহড়া নিতে পারব না-আকবর উদ্দীন)। {(আরবি) মুহারারাহ}
  • Bengali Word মা ১ Bengali definition [মা] (বিশেষ্য) ১ মাতা; গর্ভধারিণী; জননী। ২ মাতৃস্থানীয়া নারীর প্রতি সম্বোধন (খুড়িমা, ফুফুমা)। ৩ কনে বা কনেস্থানীয়া নারীকে সম্বোধন (কাঁদিস্‌নে মা, আয় মা, শুনে যা)। □ (অব্যয়) বিস্ময়, ভয় ইত্যাদি সূচক (মাগো! ওমা! কী ভয়ানক!)। মা-মরা (বিশেষণ) মাতৃহীন বা মাতৃহীনা। মায়ের জাত (বিশেষ্য) নারীজাতি। {(তৎসম বা সংস্কৃত) মাতৃ> (প্রাকৃত) মাআ> (বাংলা) মা; √মা+ক্বিপ্‌}
  • Bengali Word মা ২ Bengali definition [মা] (বিশেষ্য) (সনৃ) স্বরগ্রামের মধ্যম বা চতুর্থ সুর। {(তৎসম বা সংস্কৃত) মধ্যম>}
  • Bengali Word মা-গোঁসাই Bengali definition [মাগোঁসাই] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)১ গোস্বামী-পত্নী। ২ গোঁসাই মা; মা-ঠাকুরানী (মা-গোঁসাই জানে কি হবে)। {(তৎসম বা সংস্কৃত) গোস্বামী>গোঁসাই}
  • Bengali Word মা-বাপ Bengali definition [মাবাপ্‌] (বিশেষ্য) ১ মাতা-পিতা। ২ প্রতিপালক; স্নেহশীল, ক্ষমাশীল এবং অসাধারণ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি (হুজুর মা বাপ, গরিবের প্রতি দয়া করুন)। {(তৎসম বা সংস্কৃত) মাতা+বপ্র(> (প্রাকৃত) বপ্প)>}
  • Bengali Word মাংনা Bengali definition ⇒ মাগনা
  • Bengali Word মাংস Bengali definition [মাঙ্‌শো] (বিশেষ্য) গোশ্‌ত; প্রাণীর দেহের হাড় ও চামড়ার মধ্যবর্তী শরীরের অংশবিশেষ। মাংস কষা (ক্রিয়া) অল্প আঁচে মসলা সহযোগে মুখরোচক করে ভাজা (তাড়াতাড়ি মাংসটা কষে নাও)। মাংসপেশি (বিশেষ্য) দেহের যে মাংসপিণ্ড সঞ্চালন-ক্রিয়া সাধন করে (মাংসপেশির আক্ষেপ)। মাংসভোজী(-জিন্‌), মাংসাদ, মাংসাশী(-শিন্‌) (বিশেষণ) মাংস ভোজনকারী; মাংসখাদক। মাংসল (বিশেষণ) ১ মাংসবহুল (মাংসল দেহ)। ২ মোটা। মাংসিক (বিশেষণ) মাংস ব্যবসায়ী; কসাই। {(তৎসম বা সংস্কৃত) √মন্‌+স}
  • Bengali Word মাই Bengali definition [মাই] (বিশেষ্য) (কথ্য.) ১ স্তন; পয়োধর। ২ স্তন্য; মায়ের দুধ (কোন কোন মাতা ছোট ছেলেটিরে জাগায়ে দিতেছে মাই-জসীমউদ্‌দীন)। মাই খাওয়া (ক্রিয়া) (কথ্য.) স্তন্যপান করা। মাই ছাড়া (ক্রিয়া) (কথ্য.) স্তন্য ত্যাগ করা। মাই ছাড়ানো (ক্রিয়া) (কথ্য.) বিশেষ কোনো কারণে স্তন্যপায়ী শিশুকে তার মাতৃস্তন্য পান থেকে নিবৃত্ত করা। মাই দেওয়া (ক্রিয়া) (কথ্য.) স্তন্য পান করানো। মাই ধরা (ক্রিয়া) (কথ্য.) ১ স্তনবৃন্ত মুখে করা। ২ স্তন্য পান আরম্ভ করা। মাইপোষ (বিশেষ্য) শিশুদের দুধ খাওনোর চুষিযুক্ত বোতল। {(তৎসম বা সংস্কৃত) মাতা> (প্রাকৃত) মাই}
  • Bengali Word মাইক Bengali definition [মাইক্‌] (বিশেষ্য) ধ্বনিবর্ধক যন্ত্রবিশেষ; মাইক্রোফোনের সংক্ষিপ্ত রূপ। {(ইংরেজি) microphone}
  • Bengali Word মাইজ Bengali definition ⇒ মাজ
  • Bengali Word মাইঞা Bengali definition ⇒ মাইয়া
  • Bengali Word মাইতওয়ারা Bengali definition ⇒ মাতোয়ারা
  • Bengali Word মাইন Bengali definition [মাইন্‌] (বিশেষ্য) স্থলে বা জলের তলায় বা সমুদ্রের উপরে ভাসমান বিস্ফোরক (আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) mine}
  • Bengali Word মাইনদার, মাইন্দার Bengali definition [মাইন্‌দার্‌] (বিশেষ্য) ১ মাসিক বেতনভুক ভৃত্য। ২ যে ভৃত্য মাসে মাসে বেতন বা মাহিনা পায়; মাহিনাধারী। মাইনদারি (ক্রিয়া) ভৃত্যগিরি করা; চাকরি করা (হয়তো স্বামী কিম্বা ছেলে এখনও কাছারিতে মাইনদারি করে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ফারসি) মহীনাদার মহিয়ানাহদার}