Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word -জ Bengali definition [-জ] প্রত্যয়বিশেষ; জাত; উৎপন্ন (জলজ, পঙ্কজ, মনোজ)। {(তৎসম বা সংস্কৃত) √জন্‌+অ(ড)}
  • Bengali Word -জাদ ২, -জাদা Bengali definition [জাদ্‌, জাদা] (বিশেষ্য) ১(প্রত্যয়রূপে ব্যবহৃত) পুত্র; ছেলে (সেলাম কর বাদশাজাদে-রবীন্দ্রনাথ ঠাকুর; নবাবজাদা, বাদশাহজাদা)। ২ জাত; জনিত। -জাদি,-জাদী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) কন্যা (নবাবজাদি)। {(ফারসি) জাদাহ্‌}
  • Bengali Word -জীবী (-বিন্‌) Bengali definition [জিবি] (বিশেষণ) ১ জীবন বা জীবনী শক্তিবিশিষ্ট (ক্ষীণজীবী)। ২ জীবিকাবিশিষ্ট বা জীবিকাধারী (বৃত্তিজীবী, পেশাজীবী, দীর্ঘজীবী, বুদ্ধিজীবী, ক্ষণজীবী, আইনজীবী) কোনো গুনকে পুঁজি করে কিংবা কোনো কাজকে আয়ের উৎস করে জীবন ধারণ করে যে সে-ই জীবী। {(তৎসম বা সংস্কৃত) √জীব্‌+ইন্‌(ণিনি)}
  • Bengali Word -জ্ঞা Bengali definition [-গ্‌গোঁ] (বিশেষণ) ১ জানে এমন; জ্ঞাতা। ২ জ্ঞানী; পণ্ডিত (সর্বজ্ঞ)। -জ্ঞা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √জ্ঞা+অ(ক)}
  • Bengali Word জ ১ Bengali definition [জা] অষ্টম ব্যঞ্জনবর্ণ এবং ‘চ’ বর্গের তৃতীয় বর্ণ। এটি প্রশস্ত দন্তমূলীয় (dorso or palate-alvelar) অল্পপ্রাণ (unaspirated) ঘোষ (voiced) স্পর্শ (plosive) ধ্বনি। বাংলাদেশের পূর্বাঞ্চলে কখনো কখনো শিস্‌জাত ধ্বনিরূপে উচ্চারিত হয়। ঢাকার কুট্টিদের মুকে ঘৃষ্ট (affricate) ধ্বনিরূপেও উচ্চারিত হয়।
  • Bengali Word জ ২ Bengali definition [জা] (বিশেষ্য), (বিশেষণ) ইঞ্চি পরিমাণকে ‘জ’ বলে (দুই জ ঘন)। {(তৎসম বা সংস্কৃত) যব>}
  • Bengali Word জ-কার Bengali definition [জকার্‌] (বিশেষ্য) ১ ‘জ’ এই বর্ণ। ২ জয়ধ্বনি; জোকার; হুলুধ্বনি; উলুধ্বনি (জকার উঠেছে-মবা)। {(তৎসম বা সংস্কৃত) জয়+কার>}
  • Bengali Word জং, জঙ, জংগ ১, জঙ্গ ১ Bengali definition [জঙ্‌, জঙ্‌, জঙ্‌গ্‌, জঙ্‌গ] (বিশেষ্য) মরিচা। জংধরা (বিশেষণ) মরিচা-পড়া; মরিচা ধরেচে এমন (জং ধরা লোহা)। {(ফারসি) জঙ্গ}
  • Bengali Word জংগ Bengali definition জঙ্গ
  • Bengali Word জংগল Bengali definition জঙ্গল
  • Bengali Word জই Bengali definition [জোই্‌] (বিশেষ্য) যবজাতীয় শস্য; এক প্রকার বার্লি (ঘোড়ায় খায় খই, মানুষে খায় জই-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) যব>}
  • Bengali Word জইফ, জঈফ, জয়ীফ Bengali definition [জোয়িফ্‌] (বিশেষণ) ১ দুর্বল; অথর্ব; বৃদ্ধ; জরাজীর্ণ (শহরেতে করিয়া তালাশ দেখিয়া জইফ এক আন মেরা পাশ-সৈয়দ হামজা)। ফকির এবং জঈফ যারা; তাদের সে আশ্রয়-গোলাম মোস্তফা)। ২ অত্যন্ত দুর্বল; হীনবল (আরোর বন্যা দেহ ছুঁয়ে গেল, জয়ীফ কন্ঠে জাগিয়াছে উচ্ছ্বাস-আহসান হাবীব)। জইফি হাল (বিশেষ্য) দুর্বল অবস্থা। {(আরবি) দ’ইফ}
  • Bengali Word জইর Bengali definition [জোইর্‌] (বিশেষ্য) অত্যাচার; জুলুম (বুকটা ভারী হয়ে ওঠে, এও তা একটা মস্ত জইর ‘গজব’-কাজী নজরুল ইসলাম)। ২ উগ্রতা; আক্রমণ। {(আরবি) জবর্‌}
  • Bengali Word জঈফ Bengali definition জইফ
  • Bengali Word জউ, জৌ Bengali definition [জোউ] (বিশেষ্য) লাক্ষা; গালা। জউঘর, জউহর (বিশেষ্য) জতুগৃহ; লাক্ষার তৈরি ঘর। {(তৎসম বা সংস্কৃত) জতু>জউ}
  • Bengali Word জও Bengali definition [জও] (বিশেষ্য) যব। {(তৎসম বা সংস্কৃত) যব; (ফারসি) জর}
  • Bengali Word জওজ, যওজ Bengali definition [জওজ্‌] (বিশেষ্য) স্বামী (নাম, বাপের নাম, মেয়ে হলে জওজের নাম-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। জওজিয়ত (বিশেষ্য) স্বামিত্ব (জওজিয়তের দাবী-মীর মশাররফ হোসেন)। {(আরবি) জওজ}
  • Bengali Word জওশম Bengali definition জওসম
  • Bengali Word জওসম, জওশম, জশম, জসম Bengali definition [জওশম্‌, জওশম্‌, জশম্‌, জশম্‌] (বিশেষ্য) বাহুর অলঙ্কারবিশেষ (বাহুর বাঁকে জওসমের ঝুমকা দুল্‌ছে, সে কি আলিঙ্গনের ইঙ্গিত?-মোহিতলাল মজুমদার)। {(ফারসি) জরশন্‌=বাজু}
  • Bengali Word জওহর, জহর Bengali definition [জওহর্‌, জহর্‌] (বিশেষ্য) বহু মূল্যবান প্রস্তর বা মূল্যবান রত্ন (কে জওহরের খবর দিতে পারে?-আবুল মনসুর আহমদ)। জহরত, জওহেরত (বিশেষ্য) মণিরত্নাদি; বহু মূল্যবান প্রস্তরসমূহ (অনেক মূল্যবান পাথর মতি জওহেরাত-মীর মশাররফ হোসেন)। {(আরবি) জরহর, (ফারসি) গরহর}
  • Bengali Word জওয়ান, জুয়ান Bengali definition [জওয়ান্‌, জুয়ান্‌] (বিশেষ্য) ১ ‍যুবক (তার বিচে ছিল এক নবীন জওয়ান। ওম্মর বৎসরে ষোল তালাব উপর-সৈয়দ হামজা)। ২ বলবান ব্যক্তি। ৩ সেনাবাহিনীর সেপাই। □(বিশেষণ) তরুণ (গাছের তলায় দেখে জওয়ান আওরত-সৈয়দ হামজা)। জওয়ানি (বিশেষ্য) ১ যৌবন (সুরাত জামাল জওয়ানির ঠোঁটে বেকার নওজোয়ান-ফররুখ আহমদ)। ২ যুবা অবস্থা; যৌবনকাল। ৩ তারুণ্য; যৌবনসুলভ তেজস্বিতা। {(ফারসি) জবয়ান্‌}
  • Bengali Word জওয়াব Bengali definition জবাব
  • Bengali Word জকাত Bengali definition জাকাত
  • Bengali Word জকাতি Bengali definition জগাতি
  • Bengali Word জখম Bengali definition [জখোম্‌] (বিশেষ্য) ১ ক্ষত; ঘা। ২ কঠিন আঘাত; চোট। ৩ ক্ষতি; লোকসান; হানি (দশ পনরো হাজার টাকা সরবরাহ করিতে হইবে তাতে কিছুমাত্র জখন নাই-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। □(বিশেষণ) আহত; চোটপ্রাপ্ত (জখম মনের কি করি হায়?-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। জখমি, জখমী (বিশেষণ) আহত; আঘাতপ্রাপ্ত। ২ আঘাতসংক্রান্ত; আঘাত সম্পর্কিত। {(ফারসি) জখ্‌ম্‌}
  • Bengali Word জগ ১ ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [জগো] (বিশেষণ) জগৎ; বিশ্বভূবন (জগ উজিয়ালা-দৌলত উজির বাহরাম খান)। জগজ্জন, জগজন (বিশেষ্য) পৃথিবীর মানুষ; মানুষ; লোক। জগজীবন (বিশেষ্য) ১ জগতের প্রাণস্বরূপ। ২ বায়ু। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+জন, জীবন; (তৎসম বা সংস্কৃত) জগৎ>}
  • Bengali Word জগ ২ Bengali definition [জগ্‌] (বিশেষ্য) পেটমোটা মুখসরু হাতলযুক্ত ধাতবপাত্র বিশেষ (জগে পানি রাখো)। {(ইংরেজি) Jug}
  • Bengali Word জগজগ Bengali definition [জগোজগো] (বিশেষণ) প্রদীপ্ত; ঝলমল; ঝকঝক। জগজগা (বিশেষ্য) রাংতা প্রভৃতির উজ্জ্বল পাত। জগজগানো, জগজগান (ক্রিয়া) ঝকঝক করা; দীপ্তি পাওয়া। জগজগানি বি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word জগজ্জন Bengali definition [জগোজ্‌জন্‌] (বিশেষ্য) পৃথিবীর মানুষ; জগৎবাসী; জগদ্বাসী। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+জন্‌; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word জগজ্জননী Bengali definition [জগোজ্‌জনোনি] (বিশেষ্য) ১ বিশ্বমাতা; জগতের মাতা। ২ পরমেশ্বর। ৩ হিন্দু দেবী দুর্গা। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+জননী; ৬ (তৎপুরুষ সমাস)}