Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word জৌ Bengali definition [জোউ] (বিশেষ্য) গালা; লাক্ষা (ব্যবসাদাররা জৌ সংগ্রহে লেগে গিয়েছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) জতু>(প্রাকৃত) জউ>}
  • Bengali Word জৌলুশ, জৌলুস Bengali definition জলুস
  • Bengali Word জ্ঞাতা Bengali definition [গ্যাঁতা] (বিশেষণ) ১ জানে এমন। ২ অভিজ্ঞ (মানুষ দুনিয়ার জ্ঞাতা ও কর্তা-প্রথম চৌধুরী)। জ্ঞাত্রী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √জ্ঞা> তৃ(তুচ্‌)}
  • Bengali Word জ্ঞাতি Bengali definition [গ্যাঁতি] (বিশেষ্য) একই বংশ জাত ব্যক্তি; সগোত্র; দায়াদ। জ্ঞাতিকুটুম্ব (বিশেষ্য) জ্ঞাতিগণ ও কুটুম্বগণ; আত্মীয়-স্বজন। জ্ঞাতিগোত্র (বিশেষ্য) আত্মীয় ও সগোত্র। জ্ঞাতীগোষ্ঠী (বিশেষ্য) একই বংশজাত ব্যক্তিবর্গ; আত্মীয়-স্বজন। জাতিত্ব (বিশেষ্য) ১ জ্ঞাতির সম্পর্ক বা জ্ঞাতির ন্যায় আচরণ বা জ্ঞাতিভাব (জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এসকলে দিলা জলাঞ্জলি?-মাইকেল মধুসূদন দত্ত)। জ্ঞাতি ভাই (বিশেষ্য) জ্ঞাতি সম্পর্কে ভাই। {(তৎসম বা সংস্কৃত) √জ্ঞা+তি(ক্তি)}
  • Bengali Word জ্ঞান Bengali definition [গ্যাঁন্‌] (বিশেষ্য) ১ বোধ; বুদ্ধি; অনুভবশক্তি (বাহ্যজ্ঞান-বিরহিত)। ২ সংজ্ঞা; চেতনা (রোগীর জ্ঞান ফেরে নাই)। ৩ বোঝবার বা বিচার করবার ক্ষমতা (রসজ্ঞান)। ৪ বিবেচনা (পুত্রজ্ঞানে সেবা করা)। ৫ অবগতি (তোমার জ্ঞানে এমন হয়নি)। ৬ পাণ্ডিত্য; শিক্ষা; বিদ্যাবত্তা (শাস্ত্রজ্ঞান)। ৭ অভিজ্ঞতা (বিষয় কর্মের জ্ঞান)। ৮ পরমতত্ত্ব (জ্ঞানচক্ষু, জ্ঞানযোগ)। জ্ঞানকাণ্ড (বিশেষ্য) ১ বেদের দার্শনিক অংশ উপনিষদ ইত্যাদি; philosophy। ২ আক্কেল; হুঁশ; বুদ্ধিশুদ্ধি; বুদ্ধিবিবেচনা। জ্ঞানকৃত (বিশেষণ) জেনে শুনে করা হয়েছে এমন; সজ্ঞানে কৃত; সচেতনভাবে কৃত (জ্ঞানকৃত ত্রুটি)। জ্ঞান-গম্মি, জ্ঞান-গম্যি (বিশেষ্য) ১ বুদ্ধিসুদ্ধি বা জানাশোনা (আমার যা কিছু জ্ঞান-গম্মি তা ঐ আড্ডারই ঝড়তি পড়তি মাল কুড়িয়ে নিয়ে-সৈয়দ মুজতবা আলী)। ২ আক্কেল; কাণ্ডজ্ঞান। জ্ঞানগম্য (বিশেষণ) ১ জ্ঞানের দ্বারা যা বোঝা যায়; বোধগম্য। □(বিশেষ্য) বোধশক্তি; বুদ্ধিসুদ্ধি। জ্ঞানগর্ভ (বিশেষণ) জ্ঞানপূর্ণ; সদুপদেশপূর্ণ (জ্ঞানগর্ভ আলাপ-আলোচনা-মীর মশাররফ হোসেন)। জ্ঞানগোচর (বিশেষণ) ১ জ্ঞানের বিষয়ীভূত; জ্ঞাত। ২ জানা যায় এমন। জ্ঞানগোচরে (ক্রিয়াবিশেষণ) ১ জেনে শুনে। ২ জ্ঞাতসারে। জ্ঞানগৌরব (বিশেষ্য) ১ জ্ঞানের জন্য লব্ধ সম্মান। ২ জ্ঞানের শ্রেষ্ঠত্ব। জ্ঞানচক্ষু (বিশেষ্য) ১ অন্তর্দৃষ্টি; তত্ত্বজ্ঞান; বোঝার ক্ষমতা। □(বিশেষণ) তত্ত্বজ্ঞানরূপ চক্ষুবিশিষ্ট পণ্ডিত। জ্ঞানজ্যেষ্ঠ বিণ। জ্ঞানে গরীয়ান; অধিক জ্ঞানবান; জ্ঞানপ্রবীণ। জ্ঞানত (ক্রিয়াবিশেষণ) জেনে শুনে; জ্ঞাতসারে; সজ্ঞানে। জ্ঞান-তৃষ্ণা, জ্ঞান-পিপাসা (বিশেষ্য) জ্ঞান অর্জনের প্রবল আগ্রহ। জ্ঞানদ (বিশেষণ) জ্ঞান দান করে এমন; জ্ঞান দান করেন; জ্ঞানদাতা। জ্ঞানদা (স্ত্রীলিঙ্গ)। জ্ঞানদগ্ধ (বিশেষণ) সন্ন্যাস; তত্ত্বজ্ঞানী। জ্ঞানদাতা (বিশেষ্য) ১ যিনি জ্ঞান দান করেন; ওস্তাদ; গুরু; শিক্ষক। □(বিশেষণ) জ্ঞানদ। জ্ঞানদাত্রী (স্ত্রীলিঙ্গ)। জ্ঞান না থাকা (ক্রিয়া) ১ খেয়াল না থাকা। ২ বিষয় জ্ঞান না থাকা। জ্ঞাননিষ্ঠ (বিশেষণ) ১ জ্ঞানতপস্বী; পরমার্থ চিন্তায় মগ্ন। ২ সর্বদা জ্ঞানের চর্চা করে এমন। জ্ঞানপাপী (বিশেষণ) জেনে শুনে পাপ করে এমন। জ্ঞানবন্ত (বিশেষণ) জ্ঞানবান; জ্ঞানী (জ্ঞানবন্ত মন হইলে বুঝে মনে মনে-সৈয়দ আলাওল)। জ্ঞানবাদ (বিশেষ্য) জ্ঞানই মুক্তিলাভের উপায়-এই দার্শনিক মতবাদ। জ্ঞানবান (বিশেষণ) ১ জ্ঞানী; বুদ্ধিমান। ২ জানে এমন; অভিজ্ঞ। জ্ঞানবতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। জ্ঞান-বিজ্ঞান (বিশেষ্য) ১ দর্শন, বিজ্ঞান প্রভৃতি। ২ তত্ত্বজ্ঞান; ঈশ্বর ও আত্মা-উপলব্ধি। জ্ঞানবৃদ্ধ (বিশেষণ) ১ জ্ঞানসমৃদ্ধ। ২ জ্ঞানে গরীয়ান। জ্ঞানময় (বিশেষ্য) জ্ঞানস্বরূপ; আল্লাহ। জ্ঞানমার্গ (বিশেষ্য) যে সাধনার পথে জ্ঞানই সর্বশ্রেষ্ঠ উপায়। জ্ঞান-মাহাত্ম্য (বিশেষ্য) জ্ঞানের মহিমা। জ্ঞানযোগ (বিশেষ্য) ১ জ্ঞানরূপ যোগ। ২ জ্ঞানমূলক সাধনাপদ্ধতি। জ্ঞানলীন (বিশেষণ) জ্ঞানের গভীরে ডুবে আছে এমন (প্রাচীন তত্ত্বে আকণ্ঠ হলেন জ্ঞানলীন-মুনীর চৌধুরী)। জ্ঞানশালী, জ্ঞানশীল (বিশেষণ) জ্ঞানী; জ্ঞানবিশিষ্ট। জ্ঞানশিষ্য (বিশেষ্য) কারো প্রচারিত জ্ঞান যে আহরণ করেছে (তাঁদের জ্ঞান-শিষ্যদের জ্ঞান-বিজ্ঞানের আলোচনার স্থান হয় তাইগ্রীস-ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত কুফা ও বসরাতে-আকবর আলী)। জ্ঞানশূন্য, জ্ঞানহীন (বিশেষ্য) ১ অজ্ঞান; অবোধ; মূঢ়; মূর্খ। □(বিশেষণ) সংজ্ঞারহিত; অচেতন। জ্ঞানসঞ্চার (বিশেষ্য) ১ জ্ঞানের উদয়। জ্ঞানসাধন (বিশেষ্য) ১ জ্ঞানলাভের উপায়; ইন্দ্রিয়। ২ তত্ত্বজ্ঞান লাভের প্রয়াস। জ্ঞানহত (বিশেষণ) কিংকর্তব্যবিমূঢ়। জ্ঞানহর (বিশেষণ) জ্ঞাননাশক (কাঁদিছে কভু বা সদা জ্ঞানশূন্য মূঢ় জ্ঞানহর সদা-মাইকেল মধুসূদন দত্ত)। জ্ঞানহারা কভু বা সদা জ্ঞানশূন্য মূঢ় জ্ঞানহর সদা-মাইকেল মধুসূদন দত্ত)। জ্ঞানহারা (বিশেষণ) বিবেচনাশূন্য; কাণ্ডজ্ঞানশূন্য। জ্ঞানাকর (বিশেষ্য) জ্ঞানের আধার; যিনি অনেক বিষয়ে জ্ঞান রাখেন; পরম জ্ঞানী। জ্ঞানাঙ্কুর (বিশেষ্য) জ্ঞানের প্রাথমিক বিকাশ; জ্ঞানের সূচনা; স্বল্প বা সামান্য জ্ঞান। জ্ঞানাঙ্কুশ (বিশেষ্য) ১ জ্ঞানরূপ অঙ্কুশ। ২ ভালো-মন্দ বিচারের প্রবল ক্ষমতা। জ্ঞানাঞ্জন (বিশেষ্য) তত্ত্বজ্ঞানরূপ কাজল যা দ্বারা প্রত্যেক বস্তুর প্রকৃতরূপ উপলব্ধি করা যায় (জ্ঞানাঞ্জনশলাকা)। জ্ঞানাভাব (বিশেষ্য) জ্ঞানের অভাব; অজ্ঞানতা। জ্ঞানাভ্যাস (বিশেষ্য) জ্ঞানচর্চা। জ্ঞানার্জনী (বিশেষণ) জ্ঞানলাভ সম্বন্ধীয়। জ্ঞানার্জন বি। জ্ঞানালঙ্কার (বিশেষ্য) ১ জ্ঞানরূপ অলঙ্কার। ২ জ্ঞানী। জ্ঞানী (বিশেষণ) ১ জ্ঞান আছে এমন; জানেন এমন; জ্ঞানবান; বিজ্ঞ। ২ শাস্ত্রজ্ঞ। ৩ তত্ত্বজ্ঞ। জ্ঞানেন্দ্রিয় (বিশেষ্য) যে ইন্দ্রিয় দ্বারা বাহ্য বিষয় সম্পর্কে বোধ জন্মে; চক্ষু কর্ণ নাসিকা জিহবা ত্বক ও মন-এইগুলো জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানোদয় (বিশেষ্য) ১ চেতনা। {(তৎসম বা সংস্কৃত) √জ্ঞা+অন(ল্যুট্‌)}
  • Bengali Word জ্ঞাপক Bengali definition [গ্যাঁপোক্‌] (বিশেষ্য), (বিশেষণ) ১ যা জানায় তা; যদ্দ্বারা জানা যায়; জ্ঞাপনকারী। ২ সূচক; ব্যঞ্জক; বোধক; নির্দেশক (দৈর্ঘ্য-জ্ঞাপক)। ৩ প্রচারক; প্রকাশক। ৪ সংবাদদাতা। {(তৎসম বা সংস্কৃত) √জ্ঞা+ণিচ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word জ্ঞাপন Bengali definition [গ্যাঁপোন্‌] (বিশেষ্য) ১ জানানো; সংবাদ দান। ২ নিবেদন। ৩ বিজ্ঞাপন। জ্ঞাপনীয় (বিশেষ্য) জানাবার যোগ্য বা জানানো উচিত এমন; নিবেদনীয়। জ্ঞাপয়িতা (বিশেষণ) জ্ঞাপক; নিবেদক। জ্ঞাপয়িত্রী (স্ত্রীলিঙ্গ)। জ্ঞাপিত (বিশেষণ) ১ জানানো হয়েছে এমন। ২ নিবেদিত। {(তৎসম বা সংস্কৃত) √জ্ঞা+ণিচ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word জ্ঞেয় Bengali definition [গেঁয়ো] (বিশেষণ) ১ জানার বিষয়; জ্ঞাতব্য। ২ জ্ঞানসাধ্য। ৩ জানা উচিত বা জানার উপযুক্ত বা জানতে পারা যায় এমন। {(তৎসম বা সংস্কৃত) জ্ঞা+য(যৎ)}
  • Bengali Word জ্বর Bengali definition [জর্‌] (বিশেষ্য) দেহের তাপ বা নাড়ির স্পন্দন বর্ধনকারী রোগ; fever। জ্বরঘ্ন (বিশেষণ) জ্বর নিরাময়কারী; জ্বরনাশক। জ্বরজারি, জ্বরজ্বালা (বিশেষ্য) জ্বর ও তাহার উপসর্গ। জ্বর-জ্বর (বিশেষ্য) ঈষৎ জ্বরের ভাব। জ্বরঠুঁটো (বিশেষ্য) জ্বর হওয়ার ফলে ঠোঁটে যে ঘা হয়। জ্বরাক্রান্ত (বিশেষণ) জ্বর দ্বারা আক্রান্ত। জ্বরাগ্নি (বিশেষ্য) জ্বর হেতু গাত্র-দাহ। জ্বরাতুয়া (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) জ্বরাক্রান্তা বা জ্বরপীড়িতা; তাপকাতর (জ্বৈরাতুরা বসুন্ধরা লুটাইয়া পড়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। জ্বরান্তক (বিশেষণ) জ্বরনাশক; জ্বরঘ্ন। জ্বরে পড়া (ক্রিয়া) জ্বর রোগে আক্রান্ত হওয়া। জ্বোরো (বিশেষণ) জ্বরাক্রান্ত বা জ্বরগ্রস্ত। {(তৎসম বা সংস্কৃত) √জ্বর্‌+অ(ঘ)}
  • Bengali Word জ্বরি ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [জোরি] (বিশেষ্য) জ্বর (এমন পিয়াইলে যায় জ্বরি-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) জ্বর>}
  • Bengali Word জ্বরিত, জ্বরী Bengali definition [জোরিতো, জোরি] (বিশেষণ) ১ জ্বরাক্রান্ত; জ্বরাগ্রস্ত। ২ জ্বরযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) জ্বর+ইত(ইতচ্‌), ইন্‌(ইনি)}
  • Bengali Word জ্বলজ্বল Bengali definition [জল্‌জল্‌] (অব্যয়) ১ উজ্জ্বলতা প্রকাশক। ২ স্পষ্ট বা উজ্জ্বল ভাবে অবস্থান বা স্থিতি (আকাশে তারা জ্বলজ্বল করে)। জ্বলজ্বলন্ত (বিশেষণ) দেদীপ্যমান। জ্বলজ্বলে (বিশেষণ) দীপ্ত; প্রদীপ্ত; অত্যন্ত উজ্জ্বল। {(তৎসম বা সংস্কৃত) √জ্বল্‌+অ(অচ্‌)+ √জ্বল্‌+অ(অচ্‌)}
  • Bengali Word জ্বলতঁহি Bengali definition [জলোতোঁহি] ((ব্রজবুলি)) (ক্রিয়া) জ্বলছে (অতএব সে মঝু মন জলতঁহি অনুখন-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত) জ্বলতি>}
  • Bengali Word জ্বলদগ্নি Bengali definition [জলোদোগ্‌নি] (বিশেষ্য) জ্বলন্ত আগুন (সেই দুঃসহ জ্বলদিগ্নি এখনও নির্বাণ পায় নাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) জ্বলৎ+অগ্নি; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word জ্বলদর্চি Bengali definition [জলোদোর্‌চি] (বিশেষণ) ১ প্রজ্বলিত শিখা। ২ জ্যোতির্ময় (রুদ্র বহ্নি হতে লহো জ্বলদর্চি তূণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। জ্বলদর্চিরেখা (বিশেষ্য) বিদ্যুৎ। জ্বলদর্চি শিখা (বিশেষ্য) জ্বলন্ত অগ্নিশিখা (নেহারিবে যবে নব জ্বলদর্চি শিখা লেলিহান-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) জ্বলৎ+অর্চি; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word জ্বলন Bengali definition [জলোন্‌] (বিশেষ্য) ১ দাহ। ২ ঔজ্জ্বল্য। ৩ জ্বালা। ৪ অগ্নি। {(তৎসম বা সংস্কৃত) √জ্বল্‌+অন(ল্যুট্‌)
  • Bengali Word জ্বলন্ত Bengali definition [জলোন্‌তো] (বিশেষণ) ১ জ্বলছে এমন; প্রজ্বলিত; জ্বলনশীল (জ্বলন্ত আগুন)। ২ তেজোময়; জ্বালাময় (জ্বলন্ত ভাষা)। ৩ প্রত্যক্ষ; আগুনের ন্যায় স্বয়ংপ্রকাশ (জ্বলন্ত নিদর্শন)। ৪ জ্যোতির্ময় (জ্বলন্ত অক্ষরে)। জ্বলন্ত আগুনে ঘি দেওয়া (ক্রিয়া) উত্তেজনা বর্ধিত করা; ক্রোধ উসকানো। {(তৎসম বা সংস্কৃত) √জ্বল্‌+(বাংলা) অন্ত}
  • Bengali Word জ্বলা Bengali definition [জলা] (ক্রিয়া) ১ প্রজ্বলিত হওয়া (আগুন জ্বলা)। ২ প্রদীপ্ত হওয়া (চোখ জ্বালা, আলো জ্বলা)। ৩ পোড়া; দগ্ধ হওয়া (লাকড়ি জ্বলা)। ৪ উজ্জ্বল হওয়া (বাতিল আলোয় রং জ্বলা)। ৫ জ্বালা বা দাহ বোধ হওয়া (মন জ্বলা)। ৬ ক্রোধ লোভ আনন্দ ইত্যাদি কারণে দীপ্ত হওয়া (চোখ জ্বলে ওঠা)। ৭ নষ্ট বা বিকৃত হওয়া (রং জ্বলে গেছে)। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। □(বিশেষণ) দগ্ধ। ২ জ্বলছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √জ্বল্‌+(বাংলা) আ}
  • Bengali Word জ্বলিত Bengali definition [জলিতো] (বিশেষণ) ১ প্রজ্বলিত। ২ জ্বরে গিয়েছে বা জ্বলছে এমন। ৩ দীপ্ত। ৪ প্রভান্বিত। ৫ দগ্ধ। {(তৎসম বা সংস্কৃত) √জ্বল্‌+ত(ক্ত)}
  • Bengali Word জ্বলুনি Bengali definition [জোলুনি] (বিশেষ্য) ১ দহন; দাহ; জ্বলন। ২ জ্বালাবোধ। {(তৎসম বা সংস্কৃত) √জ্বল্‌+(বাংলা) উনি}
  • Bengali Word জ্বলৎ Bengali definition [জলত্‌] (বিশেষণ) জ্বলছে এমন; জ্বলন্ত। {(তৎসম বা সংস্কৃত) √জ্বল+অৎ(শত্‌)}
  • Bengali Word জ্বাল Bengali definition [জাল্‌] (বিশেষ্য) ১ আগুনের তাপ; আগুনের আঁচ (উনুনের জ্বাল বাড়িয়ে দাও)। ২ অগ্নিশিখা। ৩ যাতনা; দাহ; জ্বলন। ৪ ইন্ধন; জ্বালানি (চুলার জ্বাল ঠেলা)। (বিশেষ্য) জ্বালানি (দু’পয়সার জ্বালতির জন্যে এই জীবন-সংশয়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। জ্বালতি দেওয়া (ক্রিয়া) ১ উত্তাপ প্রয়োগ করা। ২ ইন্ধন দেওয়া। ৩ সিদ্ধ করা বা ফুটানো। {(তৎসম বা সংস্কৃত) √জ্বল্‌+অ(ণ)}
  • Bengali Word জ্বালা ১ Bengali definition [জালা] (বিশেষ্য) ১ আগুনের হলকা দমক। ২ অগ্নিশিখা। ৩ দাগ; জ্বলন; যন্ত্রণা। ৪ দাহবোধ; আগুনে পোড়ার মতো যাতনা (চোখ জ্বালা করা)। ৫ বিরক্তিকর বিষয় (কি জ্বালা!) ৫ সন্তাপ (বিরহ-জ্বালা)। ৬ পীড়ন; অত্যাচার বা জ্বালাতন (শত্রুর জ্বালা)। {√জ্বাল্‌+আ}
  • Bengali Word জ্বালা ২ Bengali definition [জালা] (ক্রিয়া) ১ জ্বালানো। ২ আগুন ধরানো (উনান জ্বালা)। □(বিশেষ্য) প্রজ্বলিতকরণ; দীপ্তকরণ। □(বিশেষণ) প্রজ্বলিত; আলোকিত। (তারকা আলোক জ্বালা স্তব্ধ রজনীর-রবীন্দ্রনাথ ঠাকুর)। {√জ্বাল্‌+আ}
  • Bengali Word জ্বালাতন Bengali definition জালাতন
  • Bengali Word জ্বালানি, জ্বালানী, জালানি Bengali definition [জালানি] (বিশেষ্য) ইন্ধন; যা দিয়ে জ্বাল দেওয়া হয়; কাঠ কয়লা ঘুঁটে ইত্যাদি। □(বিশেষণ) জ্বালানোর যোগ্য; জ্বালাবার জন্য ব্যবহৃত (জ্বালানি কাঠ)। ২ জ্বালায় এমন (ঘরজ্বালানি)। {√জ্বাল্‌+আনি}
  • Bengali Word জ্বালানে, জালানে, জ্বালানিয়া Bengali definition [জালানে, জালানে, জালানিয়া] (বিশেষণ) ১ দগ্ধকারী; অগ্নি সংযোগকারী (ঘর-জ্বালানে লোক)। ২ উৎপীড়ক; উত্ত্যক্তকারী (জ্বালানে মহাজন)। ৩ উপদ্রবকারী। জ্বালানি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {জ্বালানি + ইয়া>}
  • Bengali Word জ্বালানো, জ্বলান Bengali definition [জলানো] (ক্রিয়া) ১ আগুন ধরানো বা প্রজ্বলিত করা। ২ পোড়ানো (দেশলাই জ্বলানো)। ৩ দীপ্ত রাখা; প্রজ্বলিত রাখা। ৪ জ্বালাতন করা; যন্ত্রণা দেওয়া (অন্তর জ্বালানো)। {(তৎসম বা সংস্কৃত) √জ্বল্‌+(বাংলা) আনো, আন}
  • Bengali Word জ্বালানো, জ্বালান Bengali definition [জালানো] (ক্রিয়া) ১ প্রজ্বলিত করা; (আগুন জ্বালানো)। ২ দগ্ধ করা; পোড়ানো (পাতা জ্বালানো)। ৩ অগ্নি সংযোগ করা (উনান জ্বালানো)। ৪ জ্বালাতন করা; বিরক্ত করা; উত্ত্যক্ত করা; হয়রান করা। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। □(বিশেষণ) ১ জ্বালিত; দীপ্ত। ২ অগ্নি সংযোজিত। ৩ পোড়া; দগ্ধীভুত। হাড়জ্বালানো (বিশেষণ) উত্ত্যক্ত বিরক্ত বা নির্যাতন করে এমন। {√জ্বাল্‌+আনো}
  • Bengali Word জ্বালামুখী Bengali definition [জালামুখি] (বিশেষ্য) পাঞ্জাবের অন্তর্গত হিন্দুদের তীর্থক্ষেত্র বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) জ্বালা+মুখ+ইন্‌(ইনি); (বহুব্রীহি সমাস)}