Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word জ্বালাশ্বর Bengali definition [জালেশ্‌শর্‌] (বিশেষ্য) হিন্দুদের তীর্থ বিশেষ। {জ্বালা (অগ্নিশিখা)+ঈশ্বর; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word জ্বালিত Bengali definition [জালিতো] বিন ১ প্রদীপ্ত। ২ দগ্ধীভূত; ভস্মীভূত। ৩ উত্ত্যক্ত। ৪ সন্তাপিত। {(তৎসম বা সংস্কৃত) √জ্বল্‌+ই(ণিচ্‌)+ত(ক্ত)}
  • Bengali Word জ্বোরো Bengali definition জ্বর
  • Bengali Word জ্যা Bengali definition [জ্যা] (বিশেষ্য) ১ ধনুকের গুণ; ধনুকের ছিলা। ২ (জ্যা.) বৃত্তাংশের দুই প্রান্ত যোজনকারী সরলরেখা; chord। ৩ পৃথিবী। ৪ মাতা। জ্যাঘাত-বারণ (বিশেষ্য) ধনুকধারীদের চর্ম নির্মিত হস্তাবরণ। জ্যানির্ঘোষ (বিশেষ্য) ধনুকের টঙ্কার; ধনুকের ছিলা টেনে দিলে যে শব্দ হয়। জ্যারোপণ (বিশেষ্য) ধনুকে গুণ চড়ানো; ধনুকে ছিলা লাগানো। {(তৎসম বা সংস্কৃত) √জ্যা+অ(অঙ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word জ্যাকেট Bengali definition [জ্যাকেট্‌] (বিশেষ্য) ১ আঁটসাঁট জামাবিশেষ। ২ পুস্তকের মলাটের আবরণ। {(ইংরেজি) Jacket}
  • Bengali Word জ্যাঠা, জ্যাঠামি Bengali definition জেঠা
  • Bengali Word জ্যান্ত Bengali definition [জ্যান্‌তো] (বিশেষণ) ১ জীবিতো; জীবন্ত; জীয়ন্ত (তারে দেখলে মরা বেঁচে ওঠে জ্যান্ত মানুষ মরে-কাজী নজরুল ইসলাম)। ২ তরতাজা; টাটকা বা অত্যন্ত পরিস্ফুট (জ্যান্ত মিথ্যা কথা)। জলজ্যান্ত (বিশেষণ) অত্যন্ত তাজা; নির্ভেজাল (জলজ্যান্ত মিথ্যা)। {(তৎসম বা সংস্কৃত) জীবন্ত>জিয়ন্ত>জ্যান্ত}
  • Bengali Word জ্যামিতি Bengali definition [জ্যামিতি] (বিশেষ্য) ভূমির পরিমাপ বিষয়ক শাস্ত্র; ক্ষেত্রতত্ত্ব; geometry। জ্যামিতিক (বিশেষণ) ১ জ্যামিতিশাস্ত্রসংক্রান্ত। □(বিশেষ্য) জ্যামিতিবিদ; জ্যামিতি-শাস্ত্রবেত্তা। {(তৎসম বা সংস্কৃত) জ্যা+মিতি; (ইংরেজি) geometry }
  • Bengali Word জ্যালজেলে Bengali definition [জ্যাল্‌জেলে] (বিশেষণ) ১ অশোভনভাবে উজ্জ্বল; এমন চকচকে যা দুষ্টিকটু (একটা জ্যালজেলে আলপাকার কোট—অচিসে)। ২ (আলঙ্কারিক) ঘন নয় এরূপ বুনটের; শিথিলবন্ধ ও ফাঁক বুনটের। {জ্বলজ্বল+ইয়া=জ্বলজ্বলিয়া>}
  • Bengali Word জ্যায়ান Bengali definition [জ্যায়ান্‌] (বিশেষণ) ১ অধিকবয়স্ক। ২ অগ্রজ। ৩ উৎকৃষ্ট। {(তৎসম বা সংস্কৃত) জ্যায়স্‌ ১ মা -(একবচন)}
  • Bengali Word জ্যেঠ, জ্যাঠ Bengali definition [জেঠ] (বিশেষ্য), (বিশেষণ) জ্যেষ্ঠতাত সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) জ্যেষ্ঠ>}
  • Bengali Word জ্যেষ্ঠ Bengali definition [জেশ্‌ঠো] (বিশেষণ) ১ বয়সে বড়; অগ্রে জাত; অগ্রজ। ২ প্রাচীন (বয়োজ্যেষ্ঠ)। ৩ শ্রেষ্ঠ। ৪ প্রধান; মোড়ল; মূখ্য। ৫ বড় ভাই। জ্যেষ্ঠতা (বিশেষ্য) অগ্রে জন্মগ্রহণ। জ্যেষ্ঠতাত (বিশেষ্য) জেঠা; চাচা। জ্যেষ্ঠবর্ণ (বিশেষ্য) হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ। জ্যেষ্ঠা (বিশেষ্য) ১ ((স্ত্রীলিঙ্গ)) অগ্রজা। ২ একটি নক্ষত্রের নাম। ৩ টিকটিকি; জেঠি। ৪ মধ্যমা আঙুল। জ্যেষ্ঠাধিকার (বিশেষ্য) জ্যেষ্ঠ হিসেবে অধিকার; বড় ভাই হিসেবে সম্পত্তিতে অধিকার; পৈতৃক সম্পত্তিতে প্রথম পুত্রের অধিকার। জ্যেষ্ঠাম্বু (বিশেষ্য) চাউল-ধোয়া পানি। জ্যেষ্ঠাশ্রম (বিশেষ্য) ১ গার্হস্থ্য আশ্রম বা জীবন। জ্যেষ্ঠাশ্রমী (বিশেষ্য) গৃহস্থ। {(তৎসম বা সংস্কৃত) বৃদ্ধ+ইষ্ট (ইষ্ঠন্‌); (তৎসম বা সংস্কৃত) জ্য(আদেশ)+স্থ(স্থিত)}
  • Bengali Word জ্যেষ্ঠী Bengali definition [জেশ্‌ঠি] (বিশেষ্য) টিকটিকি; জেঠি। {(তৎসম বা সংস্কৃত) জেষ্ঠা>}
  • Bengali Word জ্যোতি, জ্যোতিঃ Bengali definition [জোতি, জোতিহ্‌] (বিশেষ্য) ১ উজ্জ্বলতা; আলোক; দীপ্তি। ২ গ্রহ-নক্ষত্র প্রভৃতি। ৩ দৃষ্টিশক্তি; চোখের দেখার ক্ষমতা (চোখের জ্যোতি)। ৪ চৈতন্য; আত্মা (জ্যোতির্ময় পুরুষ)। ৫ অগ্নি। ৬ সূর্য। জ্যোতিরত্ন (বিশেষ্য) ১ সূর্য, অগ্নি প্রভৃতি। □(বিশেষণ) জ্যোতির্ময়। জ্যোতিরিঙ্গ, জ্যোতিরিঙ্গণ (বিশেষণ) জোনাকি পোকা; খদ্যোত। জ্যোতির্বিদ, জ্যোতির্বিৎ, জ্যোতির্বেত্তা (বিশেষ্য), (বিশেষণ) ১ জ্যোতি বা জ্যোতিষশাস্ত্রজ্ঞ পণ্ডিত; জ্যোতির্বিদ্যায় পণ্ডিত (ব্যক্তি); জ্যোতিষী; astronomer; astrologer। জ্যোতির্বিদ্যা, জ্যোতিঃশাস্ত্র (বিশেষ্য) গ্রহ-নক্ষত্রাদিবিষয়ক বিজ্ঞান; গ্রহ উপগ্রহ নক্ষত্র ধূমকেতু প্রভৃতির সঞ্চার পরিভ্রমণকাল গ্রহণ প্রভৃতি ব্যাপার নিরূপণবিষয়ক বিদ্যা; astronomy। জ্যোতির্মণ্ডল (বিশেষ্য) গ্রহ-নক্ষত্রাদির সমষ্টি; নভোমণ্ডল। জ্যোতির্ময়ী (বিশেষণ) আলোকময়; উজ্জ্বল; প্রচুর জ্যোতিযুক্ত। জ্যোতির্ময়ী (স্ত্রীলিঙ্গ)। জ্যোতিশ্চক্র (বিশেষ্য) রাশিচক্র; জ্যোতির্মণ্ডল। {(তৎসম বা সংস্কৃত) √দ্যুত্‌+ইস্‌ (ইসিন্‌)}
  • Bengali Word জ্যোতিষ Bengali definition [জোতিশ্‌] (বিশেষ্য) ১ জ্যোতিষশাস্ত্র; ভাগ্যরেখাবিদ; astrologer। ২ ফলিত জ্যোতিষ; গ্রহ-নক্ষত্রাদির অবস্থান অনুসারে শুভাশুভ বিচারের বিদ্যা; astrology। জ্যোতিষিক (বিশেষণ) ১ জ্যোতিষ শাস্ত্রসম্বন্ধীয়। জ্যোতিষী (বিশেষ্য), (বিশেষণ) জ্যোতিষশাস্ত্রজ্ঞ; জ্যোতির্বেত্তা; গণক। {(তৎসম বা সংস্কৃত) জ্যোতিস্‌+অ(অণ্‌)}
  • Bengali Word জ্যোতিষ্ক Bengali definition [জোতিশ্‌কো] (বিশেষ্য) ১ চন্দ্র, সূর্য, গ্রহ-নক্ষত্রাদি জ্যোতির্ময় পদার্থ। ২ চিত্রক বৃক্ষ। জ্যোতিষ্ক মণ্ডল (বিশেষ্য) মেষাদি রাশি ও নক্ষত্রবিশিষ্ট স্থানবিশেষ। জ্যোতিষ্ক মণ্ডলীয় বিণ। {(তৎসম বা সংস্কৃত) জ্যোতিস্‌+ক(কন্‌)}
  • Bengali Word জ্যোতিষ্মান Bengali definition [জোতিশ্‌মান্‌] (বিশেষণ) উজ্জ্বলতাযুক্ত; জ্যোতির্ময়; দীপ্তিবিশিষ্ট। □(বিশেষ্য) সূর্য। জ্যোতিষ্মত্তা বি। জ্যোতিষ্মতী (বিশেষণ) ১ (স্ত্রীলিঙ্গ) জ্যোতির্ময়ী। □(বিশেষ্য) রাত্রি। {(তৎসম বা সংস্কৃত) জ্যোতিস্‌+মৎ(মতুপ্‌)}
  • Bengali Word জ্যোনি, জুনি Bengali definition [জোনি, জুনি] (বিশেষ্য) জোনাকি পোকা; খদ্যোত (তাহার কাছে সুজন বাদ্যা জ্যোনি যেমন জলে-(ময়মনসিংহ গীতিকা))। {(তৎসম বা সংস্কৃত) জ্যোতিরিঙ্গণ>জোনাকি>জ্যোনি>জুনি}
  • Bengali Word জ্যোৎস্না Bengali definition [জোত্‌স্না] (বিশেষ্য) ১ চন্দ্রকিরণ; কৌমুদী; চন্দ্রিকা; জোছনা। ২ কান্তি; শোভা। {(তৎসম বা সংস্কৃত) জ্যোতিস+ন+আ(টাপ্‌)}
  • Bengali Word জড় ১ Bengali definition [জড়ো] (বিশেষণ) ১ অচেতন; চেতনাহীন; নির্জীব। ২ ইন্দ্রিয়গ্রাহ্য; ভৌতিক। ৩ নিষ্ক্রিয়; চেষ্টাশূন্য। ৪ অজ্ঞান; মূর্খ; নির্বোধ। ৫ মোহগ্রস্ত; মূঢ়। □(বিশেষ্য) ১ বস্তুর উপাদান। ২ যে বোধশূন্য; নিষ্ক্রিয় ব্যক্তি। ৩ মূর্খ বা অজ্ঞান ব্যক্তি। ৪ অচেতন পদার্থ। জড়ক্রিয় (বিশেষণ) দীর্ঘসূত্রী; বিলম্বে কার্যকরী। জড়চেতনা (বিশেষ্য) তুকতাক বা মন্ত্রতন্ত্র; fetish। জড়চৈতন্যবাদ (বিশেষ্য) ভূতপ্রেত বা মন্ত্রতন্ত্রে বিশ্বাস। জড়জগৎ (বিশেষ্য) ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ। জড়তা, জড়ত্ব (বিশেষ্য) ১ জড়ের ভাব (গতিকে না মানলে হয়তো চলে না জীবনের জড়ত্ব ঘুচাবার ক্ষমতা তারি হাতে-মোতাহের হোসেন চৌধুরী)। ২ আচ্ছন্নতা; বুদ্ধি বা চেতনার অভাব। ৩ আড়ষ্টতা বা অস্পষ্টতা। ৪ শিথিলতা। ৫ আলস্য বা অস্বাচ্ছন্দ্যের ভাব। ৬ স্ফূর্তিশূন্যতা বা নিষ্প্রাণ ভাব; শৈথিল্য। ৭ শৈত্য। জড়ত্বজয়ী (বিশেষণ) জড়তাকে জয় করেছেন বা পরাভূত করেছেন এরূপ (জাগে জড়ত্বজয়ী-রবীন্দ্রনাথ ঠাকুর)। জড় পদার্থ (বিশেষ্য) যে সকল বস্তুর চেতনা নেই; matter; ক্ষিতি অপ্‌ তেজ মরুৎ ব্যোম-এই পঞ্চভূত। জড়পিন্ড (বিশেষ্য) ১ স্থূল জড়পদার্থ। ২ জড়বৎ; নিশ্চেষ্ট ব্যক্তি। জড়পুত্তলী (বিশেষ্য) ১ নিষ্প্রাণ পুতুল। ২ (আলঙ্কারিক) গতিহীন আড়ষ্ট বা অলস ব্যক্তি। জড়প্রকৃতি (বিশেষ্য) ১ জড় জগৎ; ভৌতিক জগৎ। ২ অচেতন পদার্থের স্বভাব; নিষ্ক্রিয়তা। □(বিশেষণ) জড়ের প্রকৃতির মতো প্রকৃতিবিশিষ্ট। জড়প্রায় (বিশেষণ) জড়ের ন্যায় নিস্পন্দ বা অচেতন। জড়বস্তু (বিশেষ্য) জড়পদার্থ (অসংখ্য জড়বস্তু প্রকৃতির স্থানপ্রাপ্ত হইয়া এতোবৎকাল পর্যন্ত ভীত কম্পিতভাবে পূজিত হইতেছিল-শেখ আবদুর রহিম)। জড়বাদ (বিশেষ্য) আত্মার চৈতন্যময়ত্বে অবিশ্বাস; দেহাত্মাবাদ; জড়প্রকৃতির উর্ধ্বে আত্মার কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই এই মত; materialism। জড়বাদী (বিশেষ্য), (বিশেষণ) যাঁরা আত্মার চৈতন্যময়তা স্বীকার করেন না; নৈয়ায়িক; materialist। জড়বিজ্ঞান (বিশেষ্য) প্রাকৃতিক বিজ্ঞান। জড়ভরত (বিশেষ্য) পৌরাণিক রাজাবিশেষ। □(বিশেষণ) ১ কুঁড়ে; অকর্মণ্য; নিরুদ্যম; নিষ্ক্রিয়। ২ স্থূলবুদ্ধি ও জড়ভাবাপন্ন ব্যক্তি। ৩ আড়ষ্ট বা জবুথবু। জড়সড় (বিশেষণ) ১ ভীত ও আড়ষ্ট। ২ সংকুচিত; গুটিসুটি। {(তৎসম বা সংস্কৃত) √জট্‌ বা √জল্‌+অ(অচ্‌)}
  • Bengali Word জড় ২, জড়ো Bengali definition [জড়ো] (বিশেষণ) ১ একত্র সমবেত। ২ একত্রীকৃত; স্তূপীকৃত। {(তৎসম বা সংস্কৃত) জটা>(প্রাকৃত) জডা>}
  • Bengali Word জড় ৩ Bengali definition [জড়] (বিশেষ্য) শিকড়; মূল (গাছের জড়)। ২ আদি কারণ; গোড়া (নষ্টের জড়)। ৩ বিষাক্ত বা বিশেষ প্রতিষেধক মূল বা শিকড় (সঙ্গে লইল জড়ের লাড়ু-(ময়মনসিংহ গীতিকা))। জড়মারা (ক্রিয়া) ১ মূল বা শিকড় তুলে ফেলা। ২ আদি কারণ ধ্বংস করা; মূল নষ্ট করা। {(তৎসম বা সংস্কৃত) জটা>}
  • Bengali Word জড়বফ্‌ত Bengali definition [জড়্‌বফ্‌ত] (বিশেষ্য) সোনা ও চাঁদির তার ও সুতায় বোনা; অতি সূক্ষ্ম বস্ত্রবিশেষ (অতি সুক্ষ্ম ‘জড়বফ্‌ত’ ও শবনম দ্বারা দ্বারসমূহের যবনিকা প্রস্তুত করা হইল-ইসমাইল হোসেন শিরাজী)। {(ফারসি) জর্‌বাফ্‌ত্‌}
  • Bengali Word জড়া Bengali definition [জড়া] (বিশেষ্য) জট (জড়া বাঁধা)। □(বিশেষণ) জড়িয়ে গেছে এমন; গায়ে গায়ে লাগা (জড়া ভাত, জড়া সেমাই)। জড়াজড়ি (বিশেষ্য) ১ আলিঙ্গন; গলাগলি। ২ জাপটা-জাপটি। □(বিশেষণ) বিশেষ ঘনিষ্ঠ; পরস্পর সংহতি (জড়াজড়ি হয়ে বসা)। {জড়২ +আ}
  • Bengali Word জড়ানো, জড়ান Bengali definition [জড়ান্‌, জড়ানো] (ক্রিয়া) ১ বেষ্টন বা আলিঙ্গন করে ধরা। ২ বেষ্টিত করা। ৩ মোড়া বা আবৃত করা। ৪ গুটানো। ৫ মাখানো বা মেশানো। ৬ লিপ্ত বা সংশ্লিষ্ট হওয়া বা করা। ৭ অস্পষ্ট বা আড়ষ্ট হওয়া (কথা জড়ানো)। ৮ অবশ হওয়া (হাত পা জড়ানো)। ৯ পিণ্ডীকৃত হওয়া (ভাত জড়ানো)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √জট্‌>জড়+আনো}
  • Bengali Word জড়াপটকি, জড়াপুটলি Bengali definition [জাড়পোট্‌কি, জড়াপুট্‌লি] (বিশেষ্য) তালগোল; অদ্ভুত জট (নানা শাস্ত্রের নানা সূত্রের এহেন জড়াপটকি বাধানো যে সম্ভব-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) √জট্‌>জড়+আ+(তৎসম বা সংস্কৃত) পেটক>পটকি, (তৎসম বা সংস্কৃত) পেটিকা>পুটলি}
  • Bengali Word জড়ি Bengali definition [জোড়ি] (বিশেষ্য) ঔষধ বা তাবিজরূপে ব্যবহারের শিকড়। জড়িবুটি (বিশেষ্য) ১ শিকড় বা জড় থেকে প্রস্তুত ঔষধের বটিকা। ২ টোটকা। ঔষধ। {(তৎসম বা সংস্কৃত) জটা>জড়+ই}
  • Bengali Word জড়িত Bengali definition [জোড়িতো] (বিশেষণ) ১ সংক্রান্ত; সংশ্লিষ্ট; সংলগ্ন। ২ লিপ্ত; ব্যাপৃত। ৩ যুক্ত; মিশ্রিত (ভয়জড়িত)। ৪ জড়তা-পূর্ণ; অস্বচ্ছন্দ; কুণ্ঠাযুক্ত (দ্বিধায় জড়িত পদে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ খচিত। ৬ বেষ্টিত বা আবদ্ধ (ঋণে জড়িত)। ৭ অস্পষ্ট; আড়ষ্ট (জড়িত স্বর)। {(তৎসম বা সংস্কৃত) √জট্‌>জড়+ত(ক্ত)}
  • Bengali Word জড়িমা Bengali definition [জোড়িমা] (বিশেষ্য) ১ জাড্য; জড়তা। ২ অস্পষ্টতা। ৩ আচ্ছন্নতা; ঘোর; আবেশ (স্বপ্ন জড়িমা পলকে ভাঙ্গিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) জড়+ইমন্‌(ইমনিচ্‌)}
  • Bengali Word জড়ীকৃত Bengali definition [জোড়িক্‌কৃতো] (বিশেষণ) নিস্পন্দ করা হয়েছে এমন; জড়ভাবে পরিণত এমন। {(তৎসম বা সংস্কৃত) জড়+চ্বি+√কৃ+ত(ক্ত)}