• Bengali Word ফোটানো, ফুটানো English definition [ফোটানো, ফুটানো] (ক্রিয়া) ১ প্রস্ফুটিত বা বিকশিত করা। ২ ব্যক্ত বা প্রকাশিত করা। ৩ আগুনের উত্তাপে কোনো বস্তু বা পদার্থ সিদ্ধ করা। ৪ উৎকর্ষ বিধান করা। দাঁত ফোটানো (ক্রিয়া) ১ দাঁত দিয়ে কামড় বসানো। ২ (আলঙ্কারিক) বোধগম্য করা; কটিন বিষয়ে প্রবেশ লাভ করা। {(বাংলা) ফোটা+আন, আনো}