• Bengali Word ফোটা, ফুটা English definition [ফোটা, ফুটা] (ক্রিয়া) ১ বিকশিত বা প্রস্ফুটিত হওয়া (ফুল ফোটা, মুখে হাসি ফোটা)। ২ উদিত হওয়া (আকাশে তারা ফোটা)। ৩ প্রকাশিত হওয়া; ব্যক্ত হওয়া (ছেলের মুখে কথা ফুটেছে)। ৪ অগ্ন্যুত্তাপে বুদ্বুদযুক্ত হওয়া (পানি ফোটা)। ৫ ফেটে যাওয়া (খই ফোটা)। ৬ সিদ্ধ হওয়া (চাল ফোটা)। ৭ উন্মুক্ত হওয়া; উন্মীলিত হওয়া (চোখ ফোটা)। ৮ বিদ্ধ হওয়া (কাঁটা ফোটা)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। কথা ফোটা (ক্রিয়া) অর্থবহ শব্দ উচ্চারিত হওয়া। চোখ ফোটা (ক্রিয়া) ১ কোনো বিশেষ প্রাণীর জন্মের কয়দিন পর চক্ষু উন্মীলিত হওয়া বা দৃষ্টিশক্তি পাওয়া। ২ (আলঙ্কারিক) ভুল ধারণা দূরীভূত হয়ে কারও মধ্যে যথার্থ ধারণা বা জ্ঞানের আবির্ভাব হওয়া (এতদিনে তার চোখ ফুটেছে)। জ্যোৎস্না ফোটা (ক্রিয়া) চাঁদের কিরণ বিচ্ছুরিত হওয়া; চন্দ্রালোক উদ্ভাসিত হওয়া। তারা ফোটা (ক্রিয়া) আকাশে তারকারাজির আবির্ভাব হওয়া। বিয়ের ফুল ফোটা (ক্রিয়া) (আলঙ্কারিক) বিবাহের সম্ভাবনা দেখা দেওয়া। মুখে খই ফোটা (ক্রিয়া) খই ফোটার মতো চটপট দ্রুত কথা বলা। {(তৎসম বা সংস্কৃত) স্ফুট্‌>; (তৎসম বা সংস্কৃত) স্ফোট>(বাংলা) √ফোট্‌+আ}
    • Bengali Word ফোটানো, ফুটানো English definition [ফোটানো, ফুটানো] (ক্রিয়া) ১ প্রস্ফুটিত বা বিকশিত করা। ২ ব্যক্ত বা প্রকাশিত করা। ৩ আগুনের উত্তাপে কোনো বস্তু বা পদার্থ সিদ্ধ করা। ৪ উৎকর্ষ বিধান করা। দাঁত ফোটানো (ক্রিয়া) ১ দাঁত দিয়ে কামড় বসানো। ২ (আলঙ্কারিক) বোধগম্য করা; কটিন বিষয়ে প্রবেশ লাভ করা। {(বাংলা) ফোটা+আন, আনো}
    • Bengali Word আফুটন্ত , আফুটা , আফোটা English definition [আফুটন্‌তো, আফুটা, আফোটা] (বিশেষণ) ১ ফোটেনি এমন; অপ্রস্ফুটিত। ২ অর্ধস্ফুট; অর্ধ প্রস্ফুটিত। ৩ সিদ্ধ হয়নি এমন (আফুটা ভাত)। {(তৎসম বা সংস্কৃত) আস্ফুট>}