• Bengali Word ফুঁক, ফুক English definition [ফুঁক্‌, ফুক্‌] (বিশেষ্য) ১ মন্ত্রোচ্চারণের সঙ্গে ফুৎকার (এছন পড়িয়া ফুক দিল তালাবেতে-সৈয়দ হামজা)। ২ ফুঁ (শাঁখেতে পাড়িতে ফুঁক চূড়ান্ত নিপুণ-হেম)। ঝাড় ফুঁক করা (ক্রিয়া) (আলঙ্কারিক) মন্ত্র বা ইসম পড়ে ফুঁক দিয়ে রোগ সারানো বা জিনের আছর বা প্রভাব দূর করা। {ধ্বন্যাত্মক ফুৎ>}
    • Bengali Word ঝাড়পোঁছ, ঝাড়পুছ, ছাড়ফুঁক English definition ⇒ ঝাড়া