• Bengali Word ফিল, ফীল, পিল English definition [ফিল্‌, ফিল্‌, পিল্‌](বিশেষ্য) ১ হাতি। ২ দাবা খেলার গজ। {(ফারসি) ফিল,>পিল}
    • Bengali Word ফিলটার English definition [ফিল্‌টার্‌] (বিশেষ্য) ১ ছাঁকনি। ২ বিচার-ক্ষমতা; ভালোমন্দ; বোঝার শক্তি (আর তীক্ষ্মবুদ্ধির ফিলটার যদি আপনার থাকে-সৈয়দ মুজতবা আলী)। ফিলটার করা (ক্রিয়া) ১ ছাঁকনি দিয়ে ছাঁকা। ২ ভালোমন্দ বিচার করা; গুণাগুণ পরীক্ষা করা (পয়সার পর্যাপ্তি রূপগুণ সবার দোষ ফিলটার করে পাত্রটিকে বিয়ের সভায় হাজির করে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) Filter}
    • Bengali Word ফিলসফি, ফিলজফি English definition [ফিলোসোফি, ফিলোজোফি](বিশেষ্য) দর্শনশাস্ত্র; দর্শনতত্ত্ব (তুমি তো ফিলজফিতে এম. এ. পাস করেছ-রাজশেখর বসু (পরশু))অ {(ইংরেজি) Philosophy}