• Bengali Word ফিরোজা, ফিরোজ, ফিরোজী English definition [ফিরোজা, ফিরোজ্‌, ফিরোজি](বিশেষণ) ১ নীলাভ (অপলক চোখে চাহি আকাশের ফিরোজা পর্দা-পানে-কাজী নজরুল ইসলাম; ফিরোজ রঙের চুড়ি পরিলে,,, মানাইবে-রবীন্দ্রনাথ ঠাকুর; রঙীন ফিরোজী পেশোয়াজ তুমি-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষ্য) এক প্রকার নীলাভ মণি। {(ফারসি) ফিরোজাহ্‌}