• Bengali Word ফেতরা, ফেৎরা, ফিতরা English definition [ফ্যাত্‌রা, ফ্যাত্‌রা, ফিত্‌রা](বিশেষ্য) রমজান মাসের শেষে রোজা ভঙ্গের দিন দরিদ্র দিগকে মুসলিমদের দেওয়া গম, চাল বা টাকা-পয়সা (পুণ্য চাঁদে ফিত্‌রার পুণ্য আয়োজন-শাহাদাত হোসেন)। {(আরবি) ফিত্‌রাহ্‌}