ফ পৃষ্ঠা ১
- Bengali Word ফতো, ফোতো English definition [ফতো, ফোতো](বিশেষণ) ১ পরপুষ্ট; অপরের দান বা অনুগ্রহে বাবুগিরি করতে অভ্যস্ত। ২ অন্তঃসারহীন; অসার; অপদার্থ। ফতো নবাব, ফতোবাবু, ফতো কাপ্তেন (বিশেষ্য) যার বাহ্যিক আচরণ নবাব বা বাবুর মতো কিন্তু অন্তঃসারহীন (ফতোবাবু নয়; দস্তুরমতো সাহেব-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(আরবি) ফরত}
- Bengali Word ফতোয়া, ফতুয়া, ফতওয়া English definition [ফতোয়া, ফতুয়া, ফত্ওয়া](বিশেষ্য) ইসলাম ধর্মশাস্ত্র সম্মত সিদ্ধান্ত বা রায় বা লিখিত ব্যবস্থা বা মীমাংসা; শাস্ত্রবির্দেশ (তাঁহাকে কাফের বলিয়া ফৎওয়া জারি করিনে-ওয়া; মাটি দিল ফতুয়া মতন জানাজা পড়িয়া-ময়মনসিংহ গীতিকা)। ফতোয়াবাজ (বিশেষ্য) ফতোয়া জারি করতে ওস্তাদ। {(আরবি) ফতরা}
- Bengali Word ফনি ((মদ্যযুগীয় বাংলা) ), ফনী (মধ্যযুগীয় বাংলা) English definition [ফোনি](বিশেষ্য) চিরুনি (দাণ্ডাই আউল কেশে সিতা না করিব পাশে ভাঙ্গা ফনী না রাখিব ঘরে-সৈয়দ আলাওল)।
- Bengali Word ফন্দি, ফন্দী, ফন্দ (মধ্যযুগীয় বাংলা) English definition [ফোন্দি,ফোন্দি,ফন্দো](বিশেষ্য) ১ ফাঁদ; চাতুরী; প্রতারণা; ছল (বুঝিতে নারিনু বিধির ফন্দ-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ কূটকৌশল (শিখাও আমারে কবিতা লেখার ফন্দি-রখা)। ৩ মতলব। ফন্দি-ফিকির (বিশেষ্য) ছল; চাতুরী; কৌশল (দেশের মঙ্গলামঙ্গলের চিন্তা হইতে তাহাদিগকে দূরে রাখার জন্র ফন্দিফিকিরে থাকিত-ওয়ালি)। ফন্দিবাজ (বিশেষণ) ১ কৌশলী; ফন্দি আঁটায় দক্ষ ব্যক্তি। ২ মতলবাজ; চক্র। {(ফারসি) ফন্দি}
- Bengali Word ফপর-দালাল, ফোপর-দালাল English definition [ফপোরদালাল্,ফোপোরদালাল্](বিশেষ্য)(ব্যঙ্গার্থ) ফপর-দালাল, ফোপর-দালালফপর-দালাল, ফোপর-দালাল। ফপর-দালালি, ফোপর-দালালি (বিশেষ্য) ফপরদালালের মতো ব্যবহার (সব তাতেই ফফর-দালালি-কাজী নজরুল ইসলাম; পরের জায়গায় ফোপর-দালালি আর নয়-মনোজ বসু)। {(হিন্দি) ফপর+(আরবি) দালাল}
- Bengali Word ফযল English definition ⇒ফজল
- Bengali Word ফরই, ফরন্ত, ফরিঅ (মধ্যযুগীয় বাংলা) English definition [ফরই,ফরন্তো,ফরিয়](ক্রিয়া) স্ফূর্তি পায়। {(তৎসম বা সংস্কৃত) স্ফুরতি}
- Bengali Word ফরক English definition ⇒ফারাক
- Bengali Word ফরকএ (মধ্যযুগীয় বাংলা) English definition [ফর্কএ](ক্রিয়া) আস্ফালন; করে (যেই ছাও উড়ির বাসাতে ফলকএ-দৌলত উজির বাহরাম খান)। {(আরবি) ফরক}
- Bengali Word ফরকানো, ফরকান English definition [ফর্কানো](ক্রিয়া) ১ আস্ফালন করা (বাঘা দিল বীরাঙ্ বিস্তার করি মুখ, ফলা ফরকিয়া সেন হইল সম্মুখ-ঘনরাম চক্রবর্তী)। ২ ফাঁক করা। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। {(আরবি) ফরক্ (হঠাৎ ঘৃণা বা ক্রোধের উদ্রেক হওয়া অর্থে)}।
- Bengali Word ফরজ, ফরয, ফর্য (মধ্যযুগীয় বাংলা) English definition {ফরোজ্,ফরোজ্,ফর্জ্](বিশেষ্য) ১ ইসলাম ধর্মমতে অবশ্য করণীয় কাজ বা অনুষ্ঠান (জানিও উচিত ফর্য তৌহিদ অবধি-সৈয়দ আলাওল)। ২ জরুরি কাজ (ফরয ফেলিয়া নকল লইয়া টানাটানি)। ৩ অবশ্য করণীয়। {(আরবি) ফর্দ}
- Bengali Word ফরজন্দ, ফরযন্দ, ফ্রজন্দ English definition [ফর্জন্দ্,ফর্জন্দ্,ফ্রজন্দ্](বিশেষ্য) ১ সন্তান; আওলাদ (ফেরেস্তার ফরজন্দ কিংবা পরীর গঠন-ফকির গরীবুল্লাহ)। ২ বংশধর (একে এই বলে অহে ফরজন্দ আদম-হেয়াত মাহমুদ; পৃথিবী পূর্ণিত হৌক তোমার ফ্রজন্দে-হেয়াত মাহমুদ)। {(ফারসি) ফরজান্দ}
- Bengali Word ফরফর English definition [ফর্ফর্](বিশেষ্য) ১ কাপড় কিংবা কাগজ ইত্যাদি পাতলা বস্তুর বাতাসে ওড়ার শব্দ। ২ পতঙ্গ বা প্রাণীর দ্রুত নড়ার শব্দ (ফড়িং ফরফর করছে, অল্প পানির মাছ ফরফর করে)। ৩ অতিরিক্ত ও অবাস্তব কথা বলা (লোকটা ভীষণ ফরফর করে)। ৪ দ্রুততা; ত্বরা। ফরফরানি (বিশেষ্য) ১ চাঞ্চল্য। ২ ফরফর করার ভাব। ৩ নিশানাদি ওড়ার শব্দ। ফরফরে (বিশেষণ) ফরফর করে এমন; অতিরিক্ত ও অবান্তর কথা বলে এমন; বাচাল; চঞ্চল; চটপটে। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ফরম, ফর্ম English definition [ফর্ম্](বিশেষ্য) ১ নির্দিষ্ট নিয়মানুযায়ী ছাপানো বিবরণপত্র; রসিদ ইত্যাদির আদর্শ লেখ্য। ২ দরখাস্ত। {(ইংরেজি) form}
- Bengali Word ফরমা English definition ⇒ফর্মা
- Bengali Word ফরমাই, ফরমাইশ, ফরমাইস, ফরমাজ English definition ⇒ ফরমাশ
- Bengali Word ফরমান ১ English definition [ফর্মান্](বিশেষ্য) ১ হুমুক; আদেশ (সরকার তাঁহার নিরপেক্ষ নীতি অনুসারে ফরমান জারি করিলেন-আবুল মনসুর আহমদ; আমরা হুকুম-বর্দ্দার তাঁর, পাইয়াছি ফরমান-কাজী নজরুল ইসলাম)। ২ হুকুমনামা; আদেশপত্র (খলিফার ফরমান পাঠ করে-মুরা)। ৩ হুকুমত; শাসন (হবে দুনিয়াতে আবার ইসলামী ফরমান জারি-কাজী নজরুল ইসলাম)। ৪ বাণী; সংবাদ; খবর (ধরনীর হাতে দিল যারা আনি’ ফসলের ফরমান-কাজী নজরুল ইসলাম)। ফরমান-বরদার, ফরমা-বরদার (বিশেষণ) ১ অনুগত; আজ্ঞাবহ; হুকুম পালনকারী (তবে আমি হব তেরা ফরমাবরদার-সৈয়দ হামজা; বড় বড় হাকিমান হুকুমের তাবেদার ফরমা-বরদার দিনকে রাত কচ্ছেন, রাতকে দিন কচ্ছেন-মীর মশাররফ হোসেন)। ফরমান-বরদারি বি। ফরমানি (বিশেষ্য) আনুগত্য; আদেশমান্যতা (বাহ বাহ বলি ডাকেন ফরমানি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ফরমানো (ক্রিয়া) হুকুম করা; আদেশ দেওয়া (ফরমানী মহারাজ মনসবদার-ভারা। না-ফরমানি (বিশেষণ) আদেশ অমান্যকারী।
- Bengali Word ফরমানো, ফরমান ২ English definition [ফর্মানো,](ক্রিয়া) হুকুম করা; আদেম দেওয়া। ২ উ্ক্ত অর্থে। {(ফারসি) ফরমান}
- Bengali Word ফরমাশ, ফরমায়েশ্, ফামাইশ্, ফরমাজ, ফরমাই English definition [ফর্মাশ্, ফর্মায়েশ্, ফর্মাইশ্, ফর্মাজ্, ফর্মাই](বিশেষ্য) ১ আদেশ; নির্দেশ; হুকুম; আজ্ঞা; order (ভাইর ফরমায়েশ শুনতে উদ্গ্রীব হয়ে থাকতাম-রাজিয়া খান; তোমাদের ফরমাজ মত কাজ করবার সাধ্যি আমার নেই-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়; অনুগত হইয়া তারা মানিবে ফরমাই-ময়মনসিংহ গীতিকা)। ২ কোনো কিছু ক্রয়ের বা সরবরাহের নির্দেশ (সমস্ত সামগ্রির ফরমাইস দিলেন-রাজশেখর বসু (পরশু); শামলা ফর্মাশ দিতে হইবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ আবদার; বায়না (আর একজন আসবেন আর এক ফরমাইস নিয়ে-সুকুমার রায়)। ফরমায়েশি, ফরমাশি (বিশেষণ) হুকুম করা হয়েছে এমন; নির্দেশিত। {(ফারসি) ফরমাইশ}
- Bengali Word ফরয English definition ⇒ফরজ