• Bengali Word ফারাক, ফরক, ফারাগ (অপ্র) English definition [ফারাক, ফর্‌ক্‌, ফারাগ্‌](বিশেষ্য) ১ পার্থক্য; প্রভেদ (আমি দিশি বিদেশীতে কোন ফারাক দেখতে পাইনে-সৈয়দ মুজতবা আলী; ব্রাণ্ডি আর হুইস্কির নেশার মধ্যে ফারাক আছে-শওকত ওসমানকত ওসমান)। ২ ব্যবধান; তফাত (উভয়ের আসমান-জমীন ফরক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। □ বিন ১ আলাদা; স্বতন্ত্র; বিচ্ছিন্ন পৃথক। ২ দূর। {(আরবি) ফরক}