• Bengali Word ফরমাশ, ফরমায়েশ্‌, ফামাইশ্‌, ফরমাজ, ফরমাই English definition [ফর্‌মাশ্‌, ফর্‌মায়েশ্‌, ফর্‌মাইশ্‌, ফর্‌মাজ্‌, ফর্‌মাই](বিশেষ্য) ১ আদেশ; নির্দেশ; হুকুম; আজ্ঞা; order (ভাইর ফরমায়েশ শুনতে উদ্‌গ্রীব হয়ে থাকতাম-রাজিয়া খান; তোমাদের ফরমাজ মত কাজ করবার সাধ্যি আমার নেই-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়; অনুগত হইয়া তারা মানিবে ফরমাই-ময়মনসিংহ গীতিকা)। ২ কোনো কিছু ক্রয়ের বা সরবরাহের নির্দেশ (সমস্ত সামগ্রির ফরমাইস দিলেন-রাজশেখর বসু (পরশু); শামলা ফর্মাশ দিতে হইবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ আবদার; বায়না (আর একজন আসবেন আর এক ফরমাইস নিয়ে-সুকুমার রায়)। ফরমায়েশি, ফরমাশি (বিশেষণ) হুকুম করা হয়েছে এমন; নির্দেশিত। {(ফারসি) ফরমাইশ}
    • Bengali Word ফাই-ফরমাশ English definition [ফাই-ফর্‌মাশ্‌](বিশেষ্য) ছোটখাট হুকুম তামিল (নির্মলা চায় অপূর্ব দাদা তাহাকে ফাই-ফারমাস করে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ফারসি) ফর্‌মাইশ্‌}
    • Bengali Word ফুট-ফরমাশ, ফুট-ফরমাজ, ফুট-ফরমাইশ English definition [ফুট্‌ফরমাশ্‌, ফুট্‌ফরমাজ্‌, ফুট্‌ফরমাইশ্‌] (বিশেষ্য) ছোটখাটো আদেম (ফুট-ফরমাজ করি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {ফুট৪ +ফঅ. ফরমায়শ্‌}