ক পৃষ্ঠা ৬৯
- Bengali Word কিস্তিমাত , কিস্তিমাৎ English definition [কিস্তিমাত্] (বিশেষ্য) ১ দাবা খেলার শেষ চাল যাতে বিপক্ষের রাজার সমস্ত পথ রুদ্ধ হয়ে যায় (চালে কিস্তিমাৎ করার বিদ্যাটা সে যত্ন, সহকারে আয়ত্ত করেছে-মবিনউদ্দীন আহমদ)। ২ সম্পূর্ণরূপে জয়লাভ; পূর্ণ সফলতা লাভ (জিতে তবু হারালে শত্রু, করলে তুমি কিস্তিমাৎ -সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) কিশতি+(আরবি) মাত}
- Bengali Word কিড়মিড় , কিড়মিড়ি , কিড়িমিড়ি English definition [কিড়মিড়্, কিড়্মিড়ি; কড়িমিড়ি] (অব্যয়) দাঁতে দাঁত ঘষার শব্দ। {ধ্বন্যাত্মক (তুলনীয়) কিটকিটায়তে (‘দস্তান্ কিটকিটায়তে’ সুশ্রুত)}
- Bengali Word কিড়া , কীড়া , কীড়ে English definition [কিড়া, কিড়া, কিড়ে] (বিশেষ্য) পোকা; কীট (কোটি জন্ম ঐছে তোরে কীড়ায় খাওয়াইমু-কৃষ্ণদাস কবিরাজ; পালক কটা কাটছে কীড়ে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কীট>(প্রাকৃত) কীড (ট=ড়)+আ=কিড়া, কীড়া}
- Bengali Word কিড়িমিড়ি English definition ⇒ কিড়মিড়
- Bengali Word কিয় English definition ⇒ কিয়ে
- Bengali Word কিয়া English definition [কিয়া] (বিশেষ্য) যোগ্য শাস্তি; কর্মফল; প্রতিফল; কৃতকর্মের ফল (মাতালে কোটালি দিয়া পাইনু আপন কিয়া-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রিয়া>কিয়া}
- Bengali Word কিয়াম English definition ⇒ কেয়াম
- Bengali Word কিয়ামত English definition ⇒ কেয়ামত
- Bengali Word কিয়াস English definition [কিয়াশ্] (বিশেষ্য) অনুমান; সাদৃশ্যমূলক সিদ্ধান্ত। {(আরবি) কিয়াস}
- Bengali Word কিয়ে , কিয় , কিঅ , কিএ (ব্রজবুলি) English definition [কিএ, কিঅ, কিঅ, কিএ] (অব্যয়) কি (কিএ মানুষ পশু পাখি ভয়ে জনময়ে-(বিদ্যাপতি))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্> কি+(তৎসম বা সংস্কৃত শব্দ) ইদস্> এ}
- Bengali Word কিয়ৎ English definition [কিয়ত্] (বিশেষণ) ১ কিঞ্চিৎ; কিছু; একটু। ২ কী পরিমাণ; কতো। কিয়দংশ (বিশেষ্য) কিছু অংশ (তাঁর পুস্তকের কিয়দংশ পড়িলাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। কিয়দ্দিন (বিশেষ্য) কিছুদিন; অল্প কয়েকদিন। কিয়দ্দুর (বিশেষ্য) কিছুদূর; অল্প পরিমাণ দূর; খানিক দূর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্+ইয়ৎ>কিয়ৎ}
- Bengali Word কী English definition ⇒ কি
- Bengali Word কীচক English definition [কিচক্] (বিশেষ্য) ১ বায়ু সংযোগে শব্দকারী ছিদ্রবিশিষ্ট বাঁশবিশেষ (কীচক রন্ধ্র যেমন বায়ুতে-মোহিতলাল মজুমদার)। ২ মহাভারতোক্ত বিরাট রাজার শ্যালক। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √চীক্+অক(বুন) চীকক> বর্ণবিপর্যয়ে কীচক}
- Bengali Word কীট English definition [কিট্] (বিশেষ্য) ১ পোকা। ২ কৃমি। কীটঘ্ন (বিশেষণ) কীটনাশক; পোকা নাশ করে এমন। কীটজ (বিশেষণ) কীট থেকে জাত; পোকা থেকে জন্মে এমন। কীটদষ্ট (বিশেষণ) পোকা-ধরা (বসন্তের কীটদষ্ট নধর লতিকার ন্যায়-ইসমাইল হোসেন শিরাজী)। কীট পতঙ্গ (বিশেষ্য) পোকামাকড়। কীটাণু ( বিশেষ্য) খুব ছোট পোকা যা খালি চোখে দেখা যায় না; চক্ষুর অগোচরে স্থিত অতি ক্ষুদ্র কীট। কীটাণু (বিশেষ্য) ১ কীটাণু অপেক্ষাও অতি ক্ষুদ্র কীট। ২ ((আলঙ্কারিক)) অতি নগণ্য ব্যক্তি; নিতান্ত তুচ্ছ ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কীট্+অ(অচ্)}
- Bengali Word কীদৃক , কীদৃশ English definition [কিদৃক্, কিদৃশ] (বিশেষণ) কী প্রকার; কিরূপ; কেমন (করেছে কীদৃশ অনিষ্ট সাধন-ইসমাইল হোসেন শিরাজী)। কীদৃশী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্+√দৃশ্+ক্বিন্}
- Bengali Word কীমত English definition ⇒ কিস্মৎ
- Bengali Word কীর English definition [কির্] (বিশেষ্য) শুক জাতীয় পাখি (ডিম্ব হতে বিকশিল কীরের শাবক-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কী+√ঈরি+অ(অণ্)}
- Bengali Word কীরা , কীরা কাটা English definition ⇒ কিরা
- Bengali Word কীর্ণ English definition [কির্তক্] (বিশেষণ) কীর্তনকারী; গুণ বা মহিমা প্রচারক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কূত্+অক}
- Bengali Word কীর্তন English definition [কির্তন্] (বিশেষ্য) ১ গুণ বর্ণনা; যশ বা মহিমা প্রচার। ২ রাধাকৃষ্ণ লীলা বিষয়ক সংগীত; সংকীর্তন। ৩ গানের পদ্ধতিবিশেষ। কীর্তনাঙ্গ (বিশেষ্য) কীর্তন গানের সুর। কীর্তনিয়া, কীর্তনে (বিশেষ্য), (বিশেষণ) যারা কীর্তন করে; কীর্তন গায়ক (কীর্তনিয়ারা নানা প্রকার সুরে কীর্তন করিতেছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর); কীর্তনে বাবুদিগকে খুব যত্ন করে বসতে আসন দিন-মীর মশাররফ হোসেন)। কীর্তনীয় (বিশেষণ) ১ কীর্তনযোগ্য; বর্ণনীয়। ২ প্রচারযোগ্য। কীর্তিত (বিশেষণ) ১ প্রশংসার সঙ্গে বর্ণিত; সগৌরবে প্রচারিত। ২ খ্যাত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কীর্তি+অন(ল্যুট্)}