• Bengali Word কেয়াম, কিয়াম English definition [কোয়াম্‌, কিয়াম্‌] (বিশেষ্য) ১ নামাজে দন্ডায়মান অবস্থা (কেয়ামে আহকামে সে উদ্দেশ্য নষ্ট হইয়া যায়- নজিবর রহমান)। ২ মিলাদ পাঠের সময়ে হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতির সম্নানে দাঁড়ানো। {(আরবি) কিয়াম }
    • Bengali Word কেয়ামত, কিয়ামত, রোজকেয়ামত English definition [কেয়ামত্‌, কিয়ামত্‌, রোজ্‌কেয়ামত্‌] (বিশেষ্য) ১ প্রলয়ের দিন; ধ্বংসের দিন; ইসলাম ধর্মমতে এই দিন আল্লাহ্ স্বয়ং মানুষের পাপ-পুণ্যের বিচার করবেন (কিয়ামতে তারা ফল পাবে গিয়ে?-(কাজী নজরুল ইসলাম)। ২ মহাপ্রলয়ের দিন; অন্তিম বিচারের জন্য মৃতদের পুনরুথ্থানের দিন। {(আরবি) কিয়ামত}