ক পৃষ্ঠা ৭১
- Bengali Word কুঁচিয়া , কুঁচে English definition [কুঁচিয়া, কুঁচে] (বিশেষ্য) সর্পাকৃতি মাছ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুঞ্চিকা>(প্রাকৃত) কুংচিআ কুঁচিয়া>কুঁচে}
- Bengali Word কুঁচী English definition ⇒ কুঁচি
- Bengali Word কুঁচে English definition ⇒ কুঁচিয়া
- Bengali Word কুঁচো , কুচো English definition [কুঁচো, কুচো] (বিশেষণ) ১ কুঁচে মাছের মতো হ্যাংলা বা লিকলিকে। ২ ছোটো; বাচ্চা (সে তাড়াতাড়ি বাড়ির ভিতর ছুটে গেল; ফিরে এলো দশ বারোজন কুঁচো ছেলেপিলে সঙ্গে-শওকত ওসমান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুঞ্চিকা>(প্রাকৃত) কুংচিআ> কুঁচে>কুঁচো; (ফারসি) কূচক}
- Bengali Word কুঁজ English definition [কুঁজ্] (বিশেষ্য) পিঠের অস্বাভাবিক বক্রতা বা স্ফীতি। কুঁজা, কুঁজো (বিশেষণ) (বিশেষ্য ) যার পিঠ বাঁকা বা ফোলা (পিঠ একটু কুঁজা-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) সুরাহি; পানি পাত্রবিশেষ। কুঁজী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুব্জ> পা., (প্রাকৃত) কুজ্জ>কুঁজ; (ফারসি) কুজা কোজ}
- Bengali Word কুঁজা ১ English definition ⇒ কুঁজ
- Bengali Word কুঁজি English definition [কুঁজি] (বিশেষ্য) চাবি (নগর ভ্রমণে যায় গারে কুঁজি দিয়া-ভারতচন্দ্র রায় গুণাকর)। কুঁজি কাঠি চাবিকাঠি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুঞ্চিকা>(প্রাকৃত) কুংচিআ>কুঁজিআ(চ=জ)> কুঁজি}
- Bengali Word কুঁজড়া , কুঁজড়ো , কুজড়া , কুজড়ো English definition [কুঁজ্ড়া, কুঁজ্ড়ো; কুজ্ড়া, কুজ্ড়ো] (বিশেষ্য) ফলমূল বিক্রেতা (কুজড়ানী কোলে করি ভাসিল কুজড়া-ভারতচন্দ্র রায় গুণাকর)। □ (বিশেষণ) ঝগড়াটে; কুপ্রকৃতি; কুটিল হৃদয়। কুঁজড়াপনা, কুজড়ামি বি। {(তুলনীয়) (ফারসি) কুঁজ কনজ + (বাংলা) ড়া; (তুলনীয়) (হিন্দী) কুঁজড়া}
- Bengali Word কুঁতা , কুঁথা , কোঁতা , কোঁথা English definition [কুঁতা, কুঁথা, কোঁতা, কোঁথা] (ক্রিয়া) ১ কাতরতা বা ক্লেশ প্রকাশক ধ্বনি। ২ মলাদি ত্যাগের জন্য দম বন্ধ করে বেগে বা জোরে চাপ দেওয়া; কুন্থন। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। কুঁতানো, কোঁতানো, কোঁথানো (ক্রিয়া) ১ শারীরিক বল নিয়োগে কষ্ট করা; অতিরিক্ত শক্তি প্রকাশক শব্দ করা (চারিজন মাঝিতে কুঁতিয়া ধরাধরি করিয়া উপরে তুলিয়া দিল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ কুঁততে বাধ্য করা। ৩ ((আলঙ্কারিক)) কষ্ট দেওয়া। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কুন্থ>(বাংলা) √কুঁথ্, কুঁত্, √কুঁথ্,+আ; ধ্বন্যাত্মক}
- Bengali Word কুঁদ ১ English definition [কুঁদ্] (বিশেষ্য) ছুতারের যন্ত্রবিশেষ; কোঁদার বা খরাদ করার যন্ত্র। ২ সাদা ফুল বিশেষ। কুঁদ বাটালি (বিশেষ্য ) খরাদ করার জন্য ব্যবহৃত হয় এমন বাটালি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুন্দ>(প্রাকৃত) কুংদ>(বাংলা) কুঁদ}
- Bengali Word কুঁদ ২ English definition [কুঁদ্] (ক্রিয়া) লাফানো; লম্ফ দেওয়া (নাচা-কোঁদা; পড়ল কুঁদে মাটির পরে-(জসীমউদ্দীন) )। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুর্দ; (প্রাকৃত) √কুদ্দ+ (বাংলা) √কুঁদ্=কুঁদা}
- Bengali Word কুঁদর English definition [কুঁদ্রু] (বিশেষ্য) তরকারি রূপে ব্যবহার্য পটোল সদৃশ ফল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুন্দুরুকী>কুঁদরু}
- Bengali Word কুঁদা ১ , কুঁদো English definition [কুঁদা, কুঁদো] (বিশেষ্য) ১ কাঠের গুঁড়ি; মোটা কাষ্ঠখণ্ড (একটা বড় কুঁদো জ্বালিতেছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ বন্দুক ইত্যাদির কাঠের হাতল। ৩ চাঙড়; স্থূল ও বড় খণ্ড (মিছরির কুঁদা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্দাহ্}
- Bengali Word কুঁদা ২ English definition [কুঁদা] (ক্রিয়া) খোদা; (পাথর কুঁদা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খন্> (বাংলা) খুদা>কুঁদা}
- Bengali Word কুঁদুলি , কঁদুলে English definition [কুঁদুলি, কুঁদুলে] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) কোঁদল করে এমন; ঝগড়াটে (ও দেশের মেয়েরা ঐ রকম কুঁদুলে হয়-(কাজী নজরুল ইসলাম))। কুঁদুলে (পুংলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্দল+ইয়া=কন্দলিয়া> কুঁদুলে}
- Bengali Word কুঁড় English definition [কুঁড়] (বিশেষ্য) ১ গর্ত; জলাশয়; কুণ্ড। ২ পেষণের ভাণ্ড (নূতন ঘোটনা কুঁড় দিয়াছে বিশাই-ভারতচন্দ্র রায় গুণাকর)। ৩ তুষের কণা। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কুণ্ড>(প্রাকৃত) কুংড> (বাংলা) কুঁড়}
- Bengali Word কুঁড়া ১ , কুঁড়ো English definition [কুঁড়া, কুঁড়ো] (বিশেষ্য) তুষের কণা; তুষের নিচে চালের গায়ে যে পাতলা আবরণ থাকে (ধুইয়া গঙ্গার জলে পূর্ণ কৈল কুঁড়া-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কণ্ডন>কুঁড়+আ, ও}
- Bengali Word কুঁড়া ২ English definition [কুঁড়া] (ক্রিয়া) খনন করা; খোঁড়া (কুন্দ কুড়ি জ্বালহ অনল-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। □ (বিশেষ্য) খনন; মাটি কাটা। {(তৎসম বা সংস্কৃত শব্দ)√তুড়্=( বাংলা) √খড়্=√কুঁড়্+আ=কুঁড়া; (তৎসম বা সংস্কৃত শব্দ) √খন্}
- Bengali Word কুঁড়াজালি , কুঁড়োজালি English definition [কুঁড়াজালি, কুঁড়োজালি] (বিশেষ্য) ১ মাছ ধরার ছোট জাল (প্রজাপতিকে যেমন ছেলেরা কুঁড়োজালিতে ধরে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ (ব্যঙ্গার্থ) বৈষ্ণবের জপ করার থলি (র্বানাইব কুঁড়াজালি দিয়ে ছাগছানা-ঈশ্বর গুপ্ত; রসের বৈরাগী ঠাকুর, ঐ যে কুঁড়োজালি হাতে আছে-মাইকেল মধুসূদন দত্ত)। {কুঁড়াজাল+ই; (তৎসম বা সংস্কৃত শব্দ) কুড্মল>(বাংলা) কুঁড়া+আ+(তৎসম বা সংস্কৃত শব্দ) জাল+ (বাংলা ) ই (হ্রস্ব অর্থে)}
- Bengali Word কুঁড়ি ১ English definition [কুঁড়ি] (বিশেষ্য) আফোটা ফুল; মুকুল; কলিকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুট্মল>কুড্মল>কুঁড়ি; (তৎসম বা সংস্কৃত শব্দ ) কোরক>কোরঅ>কুঁড় (ও= উ, র=ড়)+ই = কুঁড়ি}