ক পৃষ্ঠা ৭০
- Bengali Word কীর্তি English definition [কির্তি] (বিশেষ্য) ১ যশ; খ্যাতি; সুনাম। ২ কৃতিত্বের পরিচায়ক কাজ বা প্রতিষ্ঠান (তাজমহল শাজাহানের অমর কীর্তি)। ৩ ( ব্যঙ্গার্থ) অকাণ্ড; কাণ্ড; কুকাজ; খারাপ কাজ (তোমার ছেলের কীর্তি দেখো)। কীর্তিকর, কীর্তিজনক (বিশেষণ) প্রশংসনীয়; খ্যাতিজনক। কীর্তিকলাপ (বিশেষ্য) ১ যশোরাশি। ২ কৃতিত্বের পরিচায়ক ভালো ভালো কাজ বা প্রতিষ্ঠান। কীর্তিধ্বজা ( বিশেষ্য) যশোনিশান; গৌরব প্রকাশক পতাকা। কীর্তিনাশা (বিশেষ্য) পদ্মানদীর অপর নাম; রাজা রাজবল্লভের কীর্তি ধ্বংসকারিণী নদী। কীর্তিবাস, কীর্তিমান, কীর্তিশালী (-লিন্) (বিশেষণ) যশস্বী; অতিশয় খ্যাতিসম্পন্ন (কৃত্তিবাস, কীর্তিবাস তুমি -মাইকেল মধুসূদন দত্ত)। কীর্তিস্তম্ভ (বিশেষ্য) মহৎ ব্যক্তি কাজ বা ঘটনার স্মরণার্থে প্রতিষ্ঠিত স্তম্ভ; স্মারকস্তম্ভ; monument । {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √কৃৎ+ই(ণিচ্)> √কীর্তি+তি(ক্তিন্)}
- Bengali Word কীল , কীলক English definition [কিল্, কিলক্] (বিশেষ্য) ১ হুড়কা; খিল। ২ খোঁটা; গোঁজ। ৩ শলাকা; শল্য। ৪ গজাল; পেরেক (লুকানো দেরাজে চাবি নেই, একটা করে কীল আছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √কীল্+অ(অচ্),+ক}
- Bengali Word কীলকলিপি English definition [কিলক্লিপি] (বিশেষ্য) তীরের ফলার ন্যায় দাগ কেটে লেখার পদ্ধতি; তরিাক্ষর; cuneiform লিপি (স্থানীয় প্রাচীনদের ‘ক্যুনিফর্ম’ বা কীলকলিপির প্রথম নিদর্শন তাঁরাই সংগ্রহ করেন-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কীলক+লিপি}
- Bengali Word কীড়া , কীড়ে English definition ⇒ কিড়া
- Bengali Word কু English definition [কু] (বিশেষণ) কুৎসা দোষ খারাপ নিন্দা ইত্যাদি অর্থে অন্য শব্দের আগে যুক্ত হয় (কুকথা, কুশিক্ষা, কুকাজ, কুগ্রহ, কুপ্রবৃত্তি, কুসঙ্গ, কুপথ ইত্যাদি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কু+উ}
- Bengali Word কু - মতলব English definition [কুমত্লব] (বিশেষ্য) দুরভিসন্ধি; খারাপ বা অনিষ্টকর মতলব (অসুখের চেয়ে কু-মতলবই অধিক ছিল-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+(আরবি ) মত্লব; (কর্মধারয় সমাস) }
- Bengali Word কুঁঅড়া , কোঁঅরা English definition [কুঁয়ড়া, কোঁয়ড়া] (বিশেষ্য) কুমড়া (মিষ্ট কুমড়া, চাল কুমড়া, ছাঁচি কুমড়া)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুষ্মাণ্ড>কুমণ্ড>কুমড়+আ>}
- Bengali Word কুঁইকুঁই English definition [কুঁইকুঁই] (অব্যয়) ১ কুকুর ছানার ডাক। ২ কুকুরের ক্ষুধা শীত কষ্ট প্রভৃতি সূচক চাপা আর্তনাদ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word কুঁকুড়ী , কুঁকড়ো English definition ⇒ কুঁকড়া
- Bengali Word কুঁকড়ন , কুঁকড়নো English definition ⇒ কুঁকড়ানো
- Bengali Word কুঁকড়ানো , কোঁকড়ানো English definition [কুঁক্ড়ানো, কোঁক্ড়ানো] (ক্রিয়া) ১ কুঞ্চিত হওয়া বা করা; জড় সড় হওয়া বা করা। ২ কোঁচকানো। □ (বিশেষণ) কুঞ্চিত; কোঁকড়া (নতুন অঙ্কুরগুলো তাদের কোঁকড়ানো মাথাটুকু নিয়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ ( বিশেষ্য) উক্ত সকল অর্থে। {বাংলা √কুঁকড়া+আনো}
- Bengali Word কুঁকড়িসুকড়ি English definition [কুঁক্ড়িশুক্ড়ি] (বিশেষ্য) জড়সড়; কুঞ্চিত; কুণ্ডলীকৃত। {(বাংলা) কুঁক্ড়া+ই=কুঁকড়ি, ( অনুকারক শব্দ, শব্দদ্বৈত) সুকড়ি}
- Bengali Word কুঁচকানো , কুঁচকনো , কোঁচকানো English definition [কুঁচ্কানো, কুঁচ্কানো, কোঁচ্কানো] (ক্রিয়া) কুঞ্চিত করা বা হওয়া; কোঁকড়ানো। □ (বিশেষ্য) কুঞ্চন। □ (বিশেষণ) কুঞ্চিত (কুঁচকানো চীনে সিল্কের পাঞ্জাবি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুঞ্চ্=(বাংলা) √কুঁচকা+আনো=কুঁচকানো ইত্যাদি}
- Bengali Word কুঁচকি English definition [কুঁচ্কি] (বিশেষ্য) ঊরু ও কোমরের সংযোগস্থল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুঞ্চ্>কুঞ্চক>কুঁচক+ই>}
- Bengali Word কুঁচকিকন্ঠা English definition [কুঁচ্কিকন্ঠা] (বিশেষণ) অতি ভোজনকারী; কুঁচকি থেকে কন্ঠ পর্যন্ত পূর্ণ উদর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুঞ্চক> কুঁচক+ই=কুঁচকি+ (তৎসম বা সংস্কৃত শব্দ) কন্ঠ+আ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word কুঁচনো , কুঁচানো , কোঁচানো English definition [কুঁচানো, কুঁচানো, কোঁচানো] (ক্রিয়া) কুঞ্চিত করা। □ (বিশেষ্য) কুঞ্চিতকরণ; কোঁকড়ানো। □ (বিশেষণ) কুঞ্চিত; কোঁকড়া (কোঁচান চাদর বাঁধা কালো কুর্ত্তি গায়ে-দ্বিজেন্দ্রলাল রায় )। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুঞ্চ্+ণিচ্=(বাংলা ) কুঁচ/কুঁচা/কোঁচা+আনো, আনো}
- Bengali Word কুঁচা English definition ⇒ কুঁচি
- Bengali Word কুঁচি ১ , কুঁচা English definition [কুঁচি, কুঁচা] (বিশেষ্য) ১ শূকর ইত্যাদি পশুর মোটা লোম। ২ মুড়া ঝাঁটা; চাল মুড়ি ইত্যাদি ভাজার ছোটো ঝাঁটা। ৩ বুরুশ। ৪ অতি ক্ষুদ্র খণ্ড; কুটি বা কুটা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুর্চ>( প্রাকৃত) কুচ্চ> (বাংলা) কুঁচি, কুঁচা}
- Bengali Word কুঁচি ২ English definition ⇒ কুচা
- Bengali Word কুঁচিলা English definition ⇒ কুচিলা