ক পৃষ্ঠা ৬৬
- Bengali Word কিটটে , কিপ্পন English definition [কিপ্টে, কিপ্প্ন্] (বিশেষণ) কৃপণ; কঞ্জুষ; বখিল (কিপটে ভাতার; কেয়া কাঁটা কুমড়ো বলিদান-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপর্ট (অর্থাৎ জীর্ণ বস্ত্র)> কপ্পট+ (বাংলা) ইয়া (জীর্ণ বস্ত্র পরে যে) কপ্পেটিয়া> কপ্পটে> (বাংলা) কিপটে, অথবা (তৎসম বা সংস্কৃত শব্দ) কপট (অর্থ : বঞ্চক) + বা ইয়া=কপটিয়া> কপ্টে>কিপ্টে; (তৎসম বা সংস্কৃত শব্দ) কৃপণ> ( প্রাকৃত) কিরিণ> কির্পন> কিপপ্ন}
- Bengali Word কিটিমিটি , খিটিমিটি English definition [কিটমিটি, খিটিমিটি] (বিশেষ্য) মনকষাকষি; কথাকাটি; ঠোকাঠুকি (ইকবাল সাহেবের সঙ্গে কিটিমিটির ফলেই সে মাদ্রাসা স্কুল ছেড়ে জেলা স্কুলে গিয়ে ভর্তি হলো-আবুল ফজল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিট্ট>}
- Bengali Word কিণ English definition [কিন্] (বিশেষ্য) ১ ঘষার চিহ্ন; কড়া; জামড়া। ২ আঁচিল; শুষ্ক ব্রণ। কিণাঙ্ক (বিশেষ্য) ১ ঘষার দাগ; কড়া। ২ শক্ত মাংস (পুরুষের দুই বাহু কিণাঙ্ক কঠিন-রবীন্দ্রনাথ ঠাকুর)। কিণাঙ্কিত (বিশেষণ) ঘষার দাগযুক্ত; কড়া-পড়া। {স.√কণ্+অ(অচ্)}
- Bengali Word কিণ্ব English definition [কিন্নো] (বিশেষ্য) ১ খামির। ২ পাপ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কণ্+ব(ক্বন্)}
- Bengali Word কিতব English definition [কিতব্] (বিশেষণ) ১ প্রবঞ্চক; প্রতারক। ২ জুয়াড়ি। কৈতব বি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিত+√বঞ্চ্+অ(ড)}
- Bengali Word কিতাব , কেতাব English definition [কিতাব্, কেতাব] (বিশেষ্য) ১ বই; পুস্তক; গ্রহ (কেতাব পড়ে পায়নি খেতাব-(জসীমউদ্দীন) )। ২ কোরান; কুরআন (আল্লায় কহিছে যবে কিতাবের বাণী-সৈয়দ সুলতান)। ৩ পুঁথি (কেতাব পড়ার উঠল তুফান-(জসীমউদ্ দীন))। কিতাব কুরআন, কিতাব কোরান (বিশেষ্য) ১ ধর্মগ্রন্থ; হাদিস ও কোরান। ২ প্রামাণিক গ্রন্থ (এ কথা তো কোনো কেতাবে কোরানে লেখে না-প্রথম চৌধুরী)। কেতাবকীট (বিশেষ্য) ১ ((আলঙ্কারিক)) গ্রন্থকীট; যে সর্বদা বই পড়ায় মগ্ন থাকে। ২ বইতে যে পোকা থাকে। কেতাবত (বিশেষ্য) লেখা; পত্র; চিঠি।কিতাবি১, কেতাবি, কিতাবতি (বিশেষণ ) ১ পুঁথিগত; bookish (কেতাবি বিদ্যা, কেতাবি ভাষা)। ২ পুস্তক সম্বন্ধীয়। ৩যার পুঁথিগত বিদ্যা আছে কিন্তু অভিজ্ঞতা নেই; যে হাতে কলমে করেনি, unpractical (মোকদ্দমা করা কেতাবী লোকের কাম নয়-প্যারীচাঁদ মিত্র ( টেকচাঁদ ঠাকুর))। কিতাবি২ (বিশেষ্য) আসমানি কিতাবের অনুসারী অমুসলিম; যথা ইহুদি, খ্রিস্টান। কিতাবিয়া (স্ত্রীলিঙ্গ)। {(আরবি) কিতাব}
- Bengali Word কিত্তা , কিতা English definition [কিত্তা, কিতা] (বিশেষ্য) খণ্ড; অংশ। {(আরবি) কিত্আহ}
- Bengali Word কিনডার গার্টেন , কিণ্ডার গার্টেন English definition [কিন্ডার গারটেন্] (বিশেষ্য) শিশু বিদ্যালয়; যে বিদ্যালয়ে ক্রীড়াচ্ছলে বা জিনিসপত্রের সাহায্যে শিশুদের শিক্ষা দেওয়া হয় (কিনডার গার্টেন ও মন্টেসরী প্রথায় এদের শিশুরা লেখাপড়া শেখে-মুহাম্মদ আবদুল হাই)। {জ. kindergarten(= ( ইংরেজি) children’s garden)}
- Bengali Word কিনা ১ English definition ⇒ কেনা১
- Bengali Word কিনা ২ English definition [কিনা] (অব্যয়) ১ সন্দেহ বা বিতর্কসূচক শব্দ (টাকা দেবে কিনা জানি না; পড়বে কিনা বলো)। ২ এই কারণে; যেহেতু (জ্বর হয়েছে কিনা তাই আসেনি)। ৩ অর্থাৎ (হ্রী কিনা লজ্জা)। ৪ প্রশ্নবোধক শব্দ (আমার কথাটা ঠিক কিনা?)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিংনু>}
- Bengali Word কিনারা , কিনার English definition [কিনারা, কিনার্] (বিশেষ্য) ১ কূল; পাড়; তরি (সম্মুখে নীল জলের রাশি, নেই কিনারা কূল-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ প্রান্ত; পার্শ্ব; সীমা (কথা কয় মনের কিনারে-রখা)। ৩ উপায়; প্রতিকার (বিধবা বৌটার একটা কিনারা করো)। ৪ উদ্ধার; সন্ধান; খোঁজ (হারানো ছেলেটার কিনারা করা দরকার)। ৫ মীমাংসা; নিষ্পত্তি (মামলাটার কোনো কিনারাই হলো না)। ৬ তদন্ত দ্বারা সত্য প্রকাশ (চুরির কিনারা)। কিনারা করা ক্রি। {( ফারসি) কিনারাহ্}
- Bengali Word কিন্তু English definition [কিন্তু] (অব্যয়) ১ অথচ; তবু; পরন্তু (গরিব কিন্তু সৎ)। ২ তবে; পক্ষান্তরে (আজই যাবো, কিন্তু টাকা না পেলে যাবো না)। □ (বিশেষণ) সংকুচিত; জড়সড়; দ্বিধাগ্রস্ত (তুমি কিন্তু হলে আমার মনে দুঃখ হয়-(গিরিশচন্দ্র ঘোষ ))। □ (বিশেষ্য) দ্বিধা; সঙ্কোচ (কিন্তু করলে চলবে কেন?)। কিন্তু কিন্তু (বিশেষ্য) আমতা আমতা ভাব; দ্বিধার ভাব প্রকাশ (কিন্তু কিন্তু করছ কেন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কিম্+তু}
- Bengali Word কিন্নর English definition [কিন্নর] (বিশেষ্য) কিম্পুরুষ; দেবলোকের সুকন্ঠ গায়ক; ঘোড়ার মতো মুখ ও মানুষের মতো দেহ বিশিষ্ট স্বর্গীয় গায়ক (গগণে কিন্নর করেছিল পুষ্পবৃষ্টি-কায়কোবাদ)। কিন্নরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) দেবলোকের গায়িকা; কিন্নর-জাতীয়া নারী। □ (বিশেষ্য) বীণা বা তানপুরাবিশেষ (করেত, কিন্নরী বাজে অতি সুললিত-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্+নর; (কর্মধারয় সমাস) }
- Bengali Word কিফায়ত , কিফাইত , কেফায়েত English definition [কিফায়ত, কিফাইত্, কেফায়েত্] (বিশেষ্য) পর্যাপ্ত; যথেষ্ট; স্বল্প খরচ। {(আরবি) কিফায়াত}
- Bengali Word কিবতি English definition [কিব্তি] (বিশেষ্য) মিশরের প্রাচীন জাতিবিশেষ (ফেরাউন সকলকে গোলাম বাঁদী করিয়া কিব্তীদিগের মধ্যে বিলাইয়া দিলেন- কাজী ইমদাদুল হক)। {(আরবি) কিব্তী}
- Bengali Word কিবলা English definition ⇒ কেবলা
- Bengali Word কিবা English definition [কিবা] (অব্যয়) ১ অথবা; কিংবা (এথাঞি মরিবোঁ কিবা খাইব গরলে-বড়ু চণ্ডীদাস)। ২ (প্রশংসায় বা ব্যঙ্গে) কেমন; কী মনোহর (কিবা সুরে পাখি গাইছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ অধিক কী; কী আর (কিবা বলার আছে)। ৪ না জানি কী (কিবা তোমার লীলা; কিবা রাত কিবা দিন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্>কি+ (তৎসম বা সংস্কৃত শব্দ) বা}
- Bengali Word কিমা , কীমা English definition [কিমা] (বিশেষ্য) কুচি কুচি করে কাটা মাংস; minced meat । {(ফারসি) কীমাহ্}
- Bengali Word কিমাকার English definition [কিমাকার্] (বিশেষ্য) কিরূপ আকারের; কী রূপের (caricature বা কিমাকার সে এক আকৃতির বৈরূপ্য করা ছাড়া আর কোন কিছু করছে না- অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্ (অর্থ : কি)+ আকার (অর্থ : আকৃতি)=কিমাকার}
- Bengali Word কিমিয়া , কীমিয়া English definition [কিমিয়া] (বিশেষ্য) প্রাচীন রসায়ন বিদ্যা। {(আরবি) কিময়া}