• Bengali Word কি, কী English definition [কি] সর্বনাম, (বিশেষণ) ও (ক্রিয়াবিশেষণ) রূপে স্বতন্ত্র পদ হিসেবে ব্যবহৃত হলে ঈ-কার, যেমন-‘কী রূপ’ কিন্তু ‘কিরূপে’) (সর্বনাম) কোন বস্তু; কোন বিষয় (তুমি কী খাবে?)। □ (অব্যয়) ১ সংশয়সূচক; প্রশ্নবোধক শব্দ (তুমি কি যাবে?)। ২ অথবা; কিংবা (কি শীত কি গ্রীষ্ম)। □ (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) ১ কোন রকমের (কী জিনিস?)। ২ কেমন (কী করে এ কথা বলেন?)। ৩ কতো (কী আনন্দ!)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্‌> (প্রাকৃত) কিং, কি>}
    • Bengali Word কিউ English definition [কিউ] (বিশেষ্য) নিজের পালা আসার জন্য সারিতে বা লাইনে অন্য লোকজনের সঙ্গে দাঁড়িয়ে প্রতীক্ষা (ইউরোপে এমন কিউ আর কোথাও দেখিনি -মুহাম্মদ আবদুল হাই)। {(ইংরেজি) Queue>}
    • Bengali Word কিংবর্তব্য English definition [কিঙ্‌কর্‌তোব্‌বো] (বিশেষ্য) কী করা উচিত বা দরকার তা। কিংবর্তব্যবিমূঢ় ( বিশেষ্য) ১ ভয়, লজ্জা, বিস্ময় বা আকস্মিকতার জন্য কী করা উচিত তা স্থির করতে অসমর্থ; কর্তব্য নিরূপনে অক্ষম। ২ হতবুদ্ধি; হতভম্ব। কিংবর্তব্যবিমূঢ়তা বি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্‌ + কর্তব্য}