ক পৃষ্ঠা ৬৭
- Bengali Word কিম্পুরুষ English definition [কিম্পুরুশ্] (বিশেষ্য) ১ কিন্নর; পুরাণোক্ত দেবলোকের সুকন্ঠ গায়কবিশেষ। আকারে এদের কেউ কেউ মনুষ্যদেহে অশ্বমুখ এবং কেউ কেউ অশ্বদেহে মনুষ্যমুখ। ২ হিমালয় ও হেমকূটের অন্তর্বর্তী অঞ্চলবিশেষ; জম্বুদ্বীপের অংশ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্+পুরুষ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word কিম্বদন্তী (আশু.) English definition ⇒ কিংবদন্তী
- Bengali Word কিম্বা (আশু.) English definition ⇒ কিংবা
- Bengali Word কিম্ভূত , কিম্ভুত English definition [কিম্ভুত্] (বিশেষণ) ১ কিরূপে; কী রকম। ২ অদ্ভুত (ওরে কিম্ভুত! নব্যবর্বরতা-সত্যেন্দ্রনাথ দত্ত)। কিম্ভূত কিমাকার (বিশেষণ) কদাকার নাকহীন বিকৃত চোখ মুখ-আবুল ফজল)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্ (কি) ভূত (যা হয়েছে)=কিম্ভূত}
- Bengali Word কিম্মত , কিমত English definition [কিম্মত্, কিমত্] (বিশেষ্য) মূল্য; দাম (কিম্মত লাগিবে যাহা আমি তাই সে দিব-ময়মনসিংহ গীতিকা )। {(আরবি) কীমত}
- Bengali Word কিমৎ , কিমত English definition ⇒ কিম্মৎ
- Bengali Word কিরণ English definition [কিরন্/কিরোন্] (বিশেষ্য) আলো; রস্কি; অংশু। কিরণপাত, কিরণসম্পাত (বিশেষ্য) আলো বর্ষণ; রস্কি পতন। কিরণময় (বিশেষণ) আলোকবিশিষ্ট। কিরণময়ী (স্ত্রীলিঙ্গ)। কিরণমালী (বিশেষ্য) সূর্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+অন(ক্যুন্)}
- Bengali Word কিরপিন English definition [কির্পিন্] (বিশেষণ) কৃপণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) ‘কৃপণ’, স্বরভক্তিতে কিরপন>কিরপিন}
- Bengali Word কিরা , কিরে English definition [কিরা, কিরে] (বিশেষ্য) শপথ; দিব্যি (কিরা করাইবে লড়ায়ের নামে হবে না সে আর মাত-(জসীমউদ্দীন); যেয়ো না গো তাঁর কাছে মোর কিরে প্রাণেশ্বর-মাইকেল মধুসূদন দত্ত)। কিরাকাটা (ক্রিয়া) শপথ করা (মোরা ছুঁয়ে তুই কিরা কাট দেখি-(জসীমউদ্দীন))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রিয়া>(প্রাকৃত) কিরিয়া>কিরা}
- Bengali Word কিরাত ১ English definition [বিশেষ্য] ১ ব্যাধ। ২ প্রাচীন জাতিবিশেষ। ৩ পূর্ব হিমালয়স্থ প্রাচীন কালের দেশ বিশেষ। কিরাতী (তৎসম বা সংস্কৃত শব্দ), কিরাতিনী (বাংলা) (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ ব্যাধ রমণী (চিত্র বাঘিনীরে যথা রোধে কিরাতিনী-মাইকেল মধুসূদন দত্ত)। ২ জটামাংসী; কিরাত দেশে জাত সুগন্ধ দ্রব্যবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কির+√আত্+অ(অণ্)}
- Bengali Word কিরাত ২ English definition ⇒ কেরাত
- Bengali Word কিরিচ , কিরীচ English definition [কিরিচ্] (বিশেষ্য) এক প্রকার বাঁকা ছোরা বা তরবারি(পরব খাকী; ধরব কিরীচ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(মালয়ালম) ‘ক্রীস’>(পর্তুগিজ) Cris}
- Bengali Word কিরীট English definition [কিরিট্] (বিশেষ্য) মুকুট; শিরোভূষণ (কিরীট তোমার বিরাট হীরা হিমালয়ের জিম্মাতে-সত্যেন্দ্রনাথ দত্ত)। কিরীটী (-টিন্) (বিশেষণ) মুকুটধারী। □ (বিশেষ্য) অর্জুন। কিরীটিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ মুকুটধারিণী। ২ ঊর্ধ্বদেশেভূষিত। (কাঞ্চন সৌধকিরীটিনী লঙ্কা-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+ঈট}
- Bengali Word কিরূপ English definition [কিরুপ্] (বিশেষণ) কী প্রকার; কী রকম; কেমন। {কি+রূপ}
- Bengali Word কিরে ১ English definition [কিরে] ⇒ কিরা
- Bengali Word কিরে ২ English definition [কিরে] (অব্যয়) প্রশ্ন বা সম্বোধনসূচক শব্দ (কিরে, ভাত খাবিনে?)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্+(তৎসম বা সংস্কৃত শব্দ ) অরে> (বাংলা) রে=কিরে}
- Bengali Word কিল ১ English definition [কিল্] (বিশেষ্য) ১ মুষ্টির দ্বারা আঘাত; ঘুষি। ২ বদ্ধমুষ্টি। কিল কলাপ (বিশেষ্য) কিল মারার বিদ্যা (মহাশয়ের কিল কলাপ কি পর্যন্ত জ্ঞানপ্রদ, তা যারা অধ্যয়ন করেছে, তারা বলতে পারে-দীনবন্ধু মিত্র)। কিলখেয়ে, কিলচুরি করা (ক্রিয়া) মুষ্ট্যাঘাত লাভ করে প্রতিশোধ না নিয়ে সহ্য করা; অপমান সহ্য করা। কিলাকিলি (বিশেষ্য) ১ পরস্পর মুষ্ট্যাঘাত করা। ২ ঘুষাঘুষি। ৩ মারামারি। কিলানো (ক্রিয়া) মুষ্টির দ্বারা প্রহার করা; ঘুষি মারা (কিলিয়ে দাঁত ভেঙে ভূতেরা লম্ফ ঝম্প করতে লাগলো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) মুষ্ট্যাঘাত; ঘুষি। কিলকিঞ্চিৎ (বিশেষ্য) প্রিয়তমের নিকট একসঙ্গে হাস্য, ক্রোধ প্রভৃতি বিবিধ ভাব প্রদর্শন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কিল্+অ, স.কীল (কনুইয়ের আঘাত বা গুতো)}
- Bengali Word কিল ২ , কীল English definition [কিল্] (বিশেষ্য) খিল; গোঁজ; খুঁটা। কিলিয়ে কাঁঠাল পাকানো (ক্রিয়া) ১ অপুষ্ট কাঁঠালে খিল মেরে পাকানোর কৃত্রিম উপায়। ২ ((আলঙ্কারিক)) অস্বাভাবিক উপায়ে কাউকে শাসন বা দমন করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কীল, কীলক}
- Bengali Word কিলবিল English definition [কিল্বিল্] (অব্যয়) বহুসংখ্যক সাপ, কেঁচো বা কৃমি প্রভৃতির একসঙ্গে বিচরণ সূচক দৃশ্য (কেঁচোগুলো কিলবিল করছে)। { ধ্বন্যাত্মক}
- Bengali Word কিলাকিলি , কলানো English definition ⇒ কিল১