- Bengali Word কিরা , কিরে English definition [কিরা, কিরে] (বিশেষ্য) শপথ; দিব্যি (কিরা করাইবে লড়ায়ের নামে হবে না সে আর মাত-(জসীমউদ্দীন); যেয়ো না গো তাঁর কাছে মোর কিরে প্রাণেশ্বর-মাইকেল মধুসূদন দত্ত)।
কিরাকাটা (ক্রিয়া) শপথ করা (মোরা ছুঁয়ে তুই কিরা কাট দেখি-(জসীমউদ্দীন))।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রিয়া>(প্রাকৃত) কিরিয়া>কিরা}
- Bengali Word কিরাত ১ English definition [বিশেষ্য] ১ ব্যাধ।
২ প্রাচীন জাতিবিশেষ।
৩ পূর্ব হিমালয়স্থ প্রাচীন কালের দেশ বিশেষ।
কিরাতী (তৎসম বা সংস্কৃত শব্দ), কিরাতিনী (বাংলা) (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ ব্যাধ রমণী (চিত্র বাঘিনীরে যথা রোধে কিরাতিনী-মাইকেল মধুসূদন দত্ত)।
২ জটামাংসী; কিরাত দেশে জাত সুগন্ধ দ্রব্যবিশেষ।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কির+√আত্+অ(অণ্)}
- Bengali Word কিরাত ২ English definition ⇒ কেরাত