ক পৃষ্ঠা ৭২
- Bengali Word কুঁড়ি ২ English definition [কুঁড়ি] (বিশেষ্য) মাটি কাঠ বা পাথরের তৈরি গামলা জাতীয় কাটরা (হাঁড়ি কুঁড়ি গাড়ু-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুণ্ডী>(প্রাকৃত) কুংডী>কুঁড়ি}
- Bengali Word কুঁড়ে ১ , কুঁড়িয়া ( প্রাচীন বাংলা ) , কুঁড়া (মধ্যযুগীয় বাংলা) English definition [কুঁড়ে, কুঁড়িয়া, কুঁড়া] (বিশেষ্য) কুটির; পাতা বা ঘাসে ছাওয়া ছোট ঘর (লঘু বৃষ্টি হইলে কুঁড়ায় আইসে বান-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুটীকা>কুঁড়িআ>কুড়িয়া, কুঁড়ে; (তৎসম বা সংস্কৃত শব্দ) কুটির>কুটি> কুঁড়ি+ আ>}
- Bengali Word কুইনাইন , কুইনিন English definition [কুইনাইন্, কুইনিন্] (বিশেষ্য) ম্যালিরিয়া জ্বরের ঔষধবিশেষ; সিনকোনা গাছের ছালের তৈরি এক প্রকার বটিকা। কুইনাইনগেলা (( আলঙ্কারিক)) অনিচ্ছায় কোনো কাজ করা। {(ইংরেজি) quinine}
- Bengali Word কুওত , কুয়ত English definition [কুওত্, কুয়ত] (বিশেষ্য) শক্তি; বল; সামর্থ্য (নাহি আর বাজুতে কুওত-(কাজী নজরুল ইসলাম); ইসলামী হেম্মৎ ও কুওৎ একেবারে হারাইয়া বসিয়াছেন-ইসমাইল হোসেন শিরাজী)। { (আরবি) কুব্ব্ত}
- Bengali Word কুক ১ English definition [কুক্] (অব্যয়) উচ্চ সংকেত ধ্বনি; ডাকাতদের হুঙ্কার বা সংকেত ধ্বনি (এমনি করে আচমকা কুক দিয়ে দিয়ে আমার মর্মর মন্দিরের পাষাণ অর্গল খুলে ফেলিস-(কাজী নজরুল ইসলাম))। {ধ্বন্যাত্মক}
- Bengali Word কুকথা English definition [কুকথা] (বিশেষ্য) ১ অশ্লীল বা কুৎসিত কথা। ২ দুর্বাক্য; কঠিন কথা (স্বামী হায়াতে মারে বাড়ি; তার আগে কুকথা কয় শাশুড়ী-চণ্ডীদাস)। ৩ পৃথিবী সম্বন্ধীয় কথা বা তন্ত্রের ব্যাখ্যা (কুকথায় পঞ্চমুখ কন্ঠ ভরা বিষ-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+কথা; ( কর্মধারয় সমাস) }
- Bengali Word কুকবি English definition [কুকোবি] (বিশেষ্য) অসার্থক কবি; খারাপ কবি (বাণভট্ট তাঁর সমসাময়িক কুকবিদের কোকিল বলে ভর্ৎসনা করেছেন-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+কবি; ( কর্মধারয় সমাস)}
- Bengali Word কুকর্ম , কুকার্য English definition [কুকর্মো, কুকার্জো] (বিশেষ্য) অসৎ বা খারাপ কাজ; নিন্দনীয় কাজ; পাপকর্ম। কুকর্মা, কুকর্মী (বিশেষ্য) মন্দ, অসৎ বা পাপ কাজ করে যে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+কর্ম, কার্য; (কর্মধারয় সমাস) }
- Bengali Word কুকুর English definition [কুকুর্] (বিশেষ্য) গৃহপালিত পশুবিশেষ; সারমেয়; কুত্তা। কুকুরী (স্ত্রীলিঙ্গ)। কুকুর কুণ্ডলী ( বিশেষ্য) কুকুরের ন্যায় কুণ্ডলী পাকিয়ে শোয়ার প্রণালি; শায়িত কুকুরের ন্যায় কুণ্ডলীকার (তুমি ত শুধু নিজের দিকটা দিয়েই ঐ কুকুরকুণ্ডলী কাণ্ডটা নিয়ে বিচার করছ-(কাজী নজরুল ইসলাম))। কুকুর মাছি (বিশেষ্য) তীব্র দংশনকারী এক প্রকার রক্ত শোষক বড় মাছি। কুকুরে দাঁত (বিশেষ্য) কুকুর জাতীয় প্রাণীর উপর ও নিচের মাঢ়ির সূক্ষ্মমুখ চারটি দাঁত; শ্বদন্ত। খেঁকিকুকুর (বিশেষ্য) ১ যে কুকুর সহজেই রেগে গিয়ে খ্যাঁক খ্যাঁক শব্দে কামড়াতে আসে। ২ ক্রুদ্ধ ও অসহিষ্ণু ব্যক্তি। যেমন কুকুর তেমন মুগুর- যেমন দুষ্ট প্রজা তেমন নিষ্ঠুর শাসক; অপরাধের তীব্রতা অনুযায়ী কঠোরতর শাস্তি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) অথর্ববেদ কুর্কুর>স., (প্রাকৃত) কুক্কুর>বা, কুকুর}
- Bengali Word কুক্কুট English definition [কুক্কুট্] (বিশেষ্য) মোরগ। কুক্কুটী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+√কুট্+অ(ক)}
- Bengali Word কুক্কুর English definition [কুক্কুর্] (বিশেষ্য) কুকুর। কুক্কুরী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ)√কুক্+উর(উরচ্)}
- Bengali Word কুক্রিয়া English definition [কুক্ক্রিয়ো] (বিশেষণ) দুষ্কর্মকারী; কুকর্মা। কুক্রিয়া (বিশেষ্য) মন্দকার্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+ক্রিয়া; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word কুক্ষণ English definition [কুক্খন্] (বিশেষ্য) অশুভ মুহূর্ত; মন্দ সময়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+ক্ষণ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word কুক্ষি English definition [কুক্খি] (বিশেষ্য) ১ জঠর; কোঁক; উদর-গহবর। ২ গর্ভ। ৩ গুহা। ৪ অভ্যন্তর স্থান। কুক্ষিগত (বিশেষণ) ১ উদরে প্রবিষ্ট; উদরসাৎ। ২ গর্ভাশয়স্থিত (মাতৃকুক্ষিগত শিশু-সৈয়দ আলাওলআ)। ৩ ((আলঙ্কারিক)) আত্মসাৎকৃত; সম্পূর্ণ দখলীকৃত। কুক্ষিজ (বিশেষণ) গর্ভজাত (কুক্ষিজ সন্তান)। কুক্ষিজা (স্ত্রীলিঙ্গ)। কুক্ষিম্ভরি (বিশেষণ) ১ পেটুক; ভোজনরসিক; উদর পূরণকারী। ২ স্বার্থপর। কুক্ষিশূল (বিশেষ্য) পেটের বেদনা। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √কুষ্+সি(ক্সি)}
- Bengali Word কুকড়া , কুঁকড়ো English definition [কুঁক্ড়া, কুঁক্ড়ো] (বিশেষ্য) মোরগ; কুক্কুট (করে ধরি খর ছুরী কুঁকড়া জবাই করি-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী); নচেৎ কুঁকড়ো বাবাজি ‘কুক্কুকুকু’ বলিয়া-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। কুঁকড়ি (স্ত্রীলিঙ্গ)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কুক্কুট>(প্রাকৃত) কুক্কুড>কুঁকুড়+আ=কুঁকুড়া>কুঁকড়া, কুঁকড়ো}
- Bengali Word কুখ্যাত English definition [কুক্খ্যাতো] (বিশেষণ) বহু নিন্দিত; দুর্নামযুক্ত গর্হিত কর্মের জন্য খ্যাত। কুখ্যাতি (বিশেষ্য) নিন্দা; অপযশ; সুর্নাম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+খ্যাত; ( কর্মধারয় সমাস) }
- Bengali Word কুগ্রহ English definition [কুগ্গ্রোহো] (বিশেষ্য) ১ হিন্দুমতে অশুভ গ্রহ; দুর্ভাগ্যজনক গ্রহ। ২ অমঙ্গল। ৩ ((আলঙ্কারিক)) উৎপাত; অবাঞ্ছিত ব্যক্তি বা বস্তু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+গ্রহ; ( কর্মধারয় সমাস)}
- Bengali Word কুঙ্কুম English definition [কুঙ্কুম্] (বিশেষ্য) ১ জাফরান; কাস্কীরে জাত সুগন্ধ পুষ্প বিশেষের কেশর। ২ কুসুম ফুল। ৩ ফুল (ভরেছে যে হার্ষে আকাশ গো তারারি কুঙ্কুম দিয়ে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুন্ক্+উম}
- Bengali Word কুচ ১ English definition [কুচ্] (বিশেষ্য) যুবতীর স্তন; পয়োধর (তিতিল সকল দেহ কুচে ধার বহে-কাদৌ)। কুচকুম্ভ (বিশেষ্য) কলসাকৃতি উচ্চ স্তন। কুচশম্ভু (বিশেষ্য) কুচ রূপ শম্ভু বা শিবলিঙ্গ (নাভিকূপে যাইতে কাম কুচশম্ভু বলে)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুচ্+অ(ক)}
- Bengali Word কুচ ২ English definition [কুচ্] (বিশেষ্য) সৈন্যদের যুদ্ধযাত্রা বা শৃঙ্খলাবদ্ধ হয়ে একস্থান থেকে অন্যত্র যাত্রা (কুচের নাকারা বাজে লস্কর ভিতর- সৈয়দ হামজা)। {(ফারসি) কোচ}