ক পৃষ্ঠা ৬৮
- Bengali Word কিল্লা , কেল্লা English definition [কিল্লা, কেল্লা] (বিশেষ্য) দুর্গা; fort । কেল্লা ফতে (বিশেষণ) উদ্দেশ্য সিদ্ধ হয়েছে এমন (কিল্লা ফতে কইর্যা দীনের নাম বাঁচাও-রওশন ইজদানী)। {(আরবি) কিলআই ফাতহা্}
- Bengali Word কিশতি , কিশতী English definition ⇒ কিস্তি
- Bengali Word কিশমিশ , কিসমিস English definition [কিশ্মিশ্, কিস্মিস্] (বিশেষ্য) বীজশূন্য ছোট আকারের শুকনা আঙুর। {(ফারসি) কিশ্মিশ্}
- Bengali Word কিশলয় , কিসলয় English definition [কিশলয়্] (বিশেষ্য) গাছের নতুন পাতা; কচি পাতা (গাছে গাছে কিশলয়-সত্যেন্দ্রনাথ দত্ত)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্+√শিল্/√সিল্ +অ(অচ্)+অয়/(কয়ন্)}
- Bengali Word কিশোর English definition [কিশোর] (বিশেষণ) ১ বাল্য ও যৌবনের মাঝামাঝি বয়সী; অপ্রাপ্তবয়স্ক; ১১ থেকে ১৫ বৎসর বয়স্ক। ২ কচি; নবীন (কিশোর কশিলয়ের আশা- সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষ্য) অপ্রাপ্ত-বয়স্ক বালক, শিশু ও যুবকের মধ্যবর্তী স্তরের পুরুষ। কিশোরী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ)কিম্+√শ+ওর(ওরন্)}
- Bengali Word কিষান , কিষাণ English definition [কিশান্] (বিশেষ্য) ১ কৃষ; চাষি। ২ ভূমিহীন চাষি; হালচাষের মজুর (মৃত্তিকার ধমনীতে টলটল যৌবনের ঢেউ তবুও নিষ্ফল হয় কিষাণের স্বর্ণস্বপ্ন দেখা-আবদুল গনি হাজারী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৃষাণ>(প্রাকৃত) কিসাণ>}
- Bengali Word কিষ্কিন্ধা , কিষ্কিন্ধ্যা English definition [কিস্কিন্ধা] (বিশেষ্য) রামায়ণোক্ত বানরদের দেশ বা দেশের রাজধানী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্+√ধা+অ(ক)}
- Bengali Word কিষ্টি English definition [কিশ্টি] (বিশেষণ) কৃশ্বতাপ্রাপ্ত; কৃশ; শীর্ণ (কারো বা সোয়ামী রোগে ভুগে ভুগে কিষ্টি করেছে দেহ-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্লিষ্ট>কিষ্ট+ই=কিষ্টি}
- Bengali Word কিসম , কিসিম English definition [কিসম্, কিসিম্] (বিশেষ্য) রকম; মতো; প্রকার (আমার তিনটি মামানী তিন কিসিমের-নিই)। {(আরবি) কিসম্}
- Bengali Word কিসমত , কেসমত English definition [কিস্মত্, কেস্মত্] (বিশেষ্য) ভাগ্য; বরাত; অদৃষ্ট (আমার কেসমত আমি জানিতে চাহি না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(আরবি) কিসমত}
- Bengali Word কিসমিস English definition ⇒ কিশমিশ
- Bengali Word কিসলয় English definition ⇒ কিশলয়
- Bengali Word কিসিম English definition ⇒ কিসম
- Bengali Word কিসে English definition [কিশে] (অব্যয়) ১ কী থেকে; কী জন্য; কোন (কিসে কী হলো)। ২ কোন উপায়ে; কেমন করে (কিসে কড়ি আসে দুটো-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ কোনো বিষয়ে বা বস্তুতে (কিসে পণ্ডিত)। ৪ কার মধ্যে; কোন বস্তুর মধ্যে (সুখ কিসে)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কস্মাৎ> (প্রাকৃত) কীস্, কিস্স>কিস+(বাংলা ) এ=কিসে}
- Bengali Word কিস্ সা English definition ⇒ কেচ্ছা
- Bengali Word কিস্তি ১ English definition [কিস্তি] (বিশেষ্য) ১ ঋণ পরিশোধযোগ্য দেয় টাকা ইত্যাদির অংশ (রদ হবে না কিস্তি, জমি উঠবে না আর লাটে-(কাজী নজরুল ইসলাম))। ২ আংশিকভাবে ঋণ পরিশোধের সময়; খাজনা আদায় করার বা দেওয়ার নির্দিষ্ট সময়। ৩ দফা; বার; ক্ষেপ; instalment । {(আরবি) কিস্ত}
- Bengali Word কিস্তি ১ , কিশতি English definition [কিস্তি, কিস্তি] (বিশেষ্য) নৌকা বা জাহাজ; মালবাহী বড় নৌকা (আন গো বন্ধু নূহের কিশ্তি-(কাজী নজরুল ইসলাম))। কিস্তিটুপি, কিস্তিনামা টুপি (বিশেষ্য) কিস্তি বা নৌকার আকারের টুপি; সূক্ষ্ম কাপড়ের তৈরি টুপিবিশেষ (বরং সাদা নয়ানসুকের কিস্তিনামা টুপি পর, খাসা মানাবে-(কাজী নজরুল ইসলাম ))। {(ফারসি) কাশ্তী}
- Bengali Word কিস্তি ৩ English definition [কিস্তি] (বিশেষ্য) দাবা খেলায় বিপক্ষের রাজাকে আক্রমণের জন্য বিশেষ চাল; বল দ্বারা বিপক্ষের রাজাকে আক্রমণ (তোমার সকল বল আগিয়ে কিস্তির পর কিস্তি দাও-(কাজী নজরুল ইসলাম))। {(ফারসি) কাশত}
- Bengali Word কিস্তিখেলাফ English definition [কিস্তিখেলাফ্] (বিশেষ্য) নির্ধারিত সময়ে ঋণ পরিশোধের অক্ষমতা; কিস্তিবন্দি অবস্থায় কিস্তির শর্তমতো টাকা দিতে না পারা (কিস্তি খেলাফ করবে যে এর ডুববে তাহার কিস্তিখানা-(জসীমউদ্দীন))। {(ফারসি) কিস্তী খেলাফ}
- Bengali Word কিস্তিবন্দি English definition [কিস্তিবোন্দি] (বিশেষ্য) ১ কয়েক দফায় ঋণ পরিশোধের ব্যবস্থা; ক্রমে ক্রমে টাকা দেবার প্রতিশ্রুতি। ২ অবধারিত সময় নিরূপক চুক্তি বা পত্র (ঠাকুর দেবতাদের তো আর কিস্তিবন্দি করে মৌসুম মাফিক ডাকা যায় না-সৈয়দ মুজতবা আলী)। {( ফারসি) কিসতিবন্দী}