- Bengali Word কাফেলা , কাফিলা English definition [কাফেলা, কাফিলা] (বিশেষ্য) ১ তীর্থযাত্রীর দল।
২ ভ্রমণকারীর দল; পথিকের দল; উষ্ট্রারোহী যাত্রীদল (কাফেলার বাঁশী বয়ে এনেছিল জহরের মত ব্যথা-ফররুখ আহমদ; বন্ধ্যা মরুভূমি পার হয়ে কাফেলার গতি-সৈয়দ আলী আশরাফ)।
{(আরবি) কাফিলাহ}
- Bengali Word কাফেলা - সালার English definition [কাফেলাসালার্] (বিশেষ্য) কাফেলার অধিনায়ক (কাফেলা সালার! তোমার দেখানো রাহে করি করাঘাত-ফররুখ আহমদ)।
{(আরবি) কাফিলাহ + (ফারসি) সালার; ৬ (তৎপুরুষ সমাস )}