ক পৃষ্ঠা ৫৪
- Bengali Word কামাতুর English definition [কামাতুর্] (বিশেষণ) কামার্ত; কামে জর্জরিত; কাম-বিহবল। কামাতুরা (স্ত্রীলিঙ্গ) (কামী মনঃ মজাতে বিভ্রমে কামাতরা-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাম+আতুর; ৩ ( তৎপুরুষ সমাস)
- Bengali Word কামাত্মা English definition [কামাত্তাঁ] (বিশেষণ) ১ কাম পরবশ; কামের একান্ত বশীভূত। ২ ফল কামনাকারী; ফলকামী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাম+আত্মা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word কামান ১ English definition [কামান্] (বিশেষ্য) তোপ; বৃহৎ আগ্নেয়াস্ত্র বিশেষ; cannon (কামানের ধোঁয়ায় হিন্দুস্থান অন্ধকার হইয়া গেল- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) cannon}
- Bengali Word কামান ২ English definition [কামান্] ধনুক (কামের কামান জিনি ভুরুর ভঙ্গিমাখানি-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী ))। {(ফারসি) কমান }
- Bengali Word কামান ৩ English definition ⇒ কামানো
- Bengali Word কামানল English definition ⇒ কামাগ্নি
- Bengali Word কামানি , কামানী English definition [কামানি] (বিশেষ্য) ১ ক্ষৌর কর্মের মজুরি। ২ বেতন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম> (বাংলা) কাম>+আনি
- Bengali Word কামানিয়া English definition [কামানিয়া] (বিশেষ্য) গোলন্দাজ (কামানিয়া কামান পাতিল থরে থর-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(ইংরেজি) কামান (cannon)+ আনিয়া}
- Bengali Word কামানী English definition ⇒ কামানি
- Bengali Word কামানো , কামান ৩ English definition [কামানো] (ক্রিয়া) ১ উপার্জন করা; রোজগার করা। ২ ক্ষৌরকর্ম করা। □ (বিশেষ্য) ১ রোজগার; উপার্জন। ২ ক্ষৌর কর্ম। □ (বিশেষণ) ১ উপার্জিত (বাপের কামানো টাকা-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ২ মুণ্ডিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম> (বাংলা ) কাম+আনো, আন}
- Bengali Word কামান্দ English definition [কামন্দ্] (বিশেষ্য) রজ্জু-ফাঁস (কৌশলী রোস্তম দ্রুতগতিতে পশ্চাদ্ধাবন করিয়া গলদেশে কামান্দ নিক্ষেপ পূর্বক তাহাকে ধৃত ও বন্দী করিলেন-মোজাম্মেল হক)। {(ফারসি) কামন্দ্}
- Bengali Word কামান্ধ English definition [কামান্ধো] (বিশেষণ) কামপ্রবৃত্তির বশীভূত হয়ে ভালোমন্দ বিচারশূন্য; কামাসক্ত হয়ে হিতাহিত জ্ঞানশূন্য; কামাতুর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাম+অন্ধ; সুপ&সুপা; ৩ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word কামাবশায়িতা , কামাবসায়িতা English definition [কামাবোশায়িতা] (বিশেষ্য) ১ নিজের (সর্বনাম) কামনা পূর্ণ করার ক্ষমতা; যেটা ইচ্ছা সেটাই করার যোগলব্ধ শক্তি। ২ ইন্দ্রিয়দমন শক্তি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কম্+অ(অণ্)+√শী+ ণিচ্+ত(ক্ত)+আ, √সো+ণিচ্+ত(ক্ত)+আ(টাপ্)}
- Bengali Word কামার English definition [কামার্] (বিশেষ্য) কর্মকার; যে কারিগর লোহার জিনিস গড়ে। কামারনী (স্ত্রীলিঙ্গ)। কামারশালা (বিশেষ্য) কর্মকারের ঘর; যে ঘরে কর্মকাররা লোহার জিনিস তৈরি করে (কামারশালের গনগনে রাঙা আগুনে তোমার চোখ জ্বলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্মকার> (প্রাকৃত) কম্মআর>কম্মার>কামার}
- Bengali Word কামার্ত English definition [কামার্তো] (বিশেষণ) কামাতুর; কামের একান্ত বশীভূত; কামপীড়িত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাম+আর্ত; ৩ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word কামাল English definition [কামাল্] (বিশেষ্য) ১ নৈপুণ্য; চরমোৎকর্ষ; পরাকাষ্ঠা (অন্নপূর্ণা নামে দেবী; তাঁহার চরণ সেবি, কেরামত কামাল ইহার-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ বিস্ময়কর বা অভাবনীয় কার্য বা কার্য সম্পাদন (কামাল তু নে কামাল কিয়া ভাই-(কাজী নজরুল ইসলাম))। ৩ হদ্দ। {(আরবি) কামাল}
- Bengali Word কামালাত English definition [কামালাত্] (বিশেষ্য) চরম কৃতিত্ব; পরিপূর্ণতা (দেখেছি সেখানে আমি তোমার কামালাত-ফররুখ আহমদ)। {(আরবি) কামালাত}
- Bengali Word কামাল্য English definition [কামাল্লো] (বিশেষণ) পূর্ণ; চরম (মানুষের হাতে সকল পাথেয় দিয়ে কামাল্য সম্ভাবনা সব কাজ শেষে মরু আফতাব হলে কি এবার অন্যমনা?-ইসমাইল হোসেন শিরাজী)। {(আরবি) কামাল+ (তৎসম বা সংস্কৃত শব্দ) য=কামাল্য, অথবা (আরবি) কামাল+বা, ইয়া=কামালিয়া>কামাল্য}
- Bengali Word কামাসক্ত English definition [কামাশক্তো] (বিশেষণ) ১ কামপ্রবৃত্তিতে আসক্ত; যৌনসম্ভোগপ্রিয়। ২ লম্পট; যৌনসম্ভোগে অত্যধিক লিপ্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাম+আসক্ত; ৩ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word কামিজ , কামেজ English definition [কামি্&, কামেজ্] (বিশেষ্য) একরকম জামা; ঢিলা শার্ট (তার নিদর্শন স্বরূপ আমরা কামিজের প্লেট ও কাফ এবং বুটজুতা ধারণ করি-প্রথম চৌধুরী; ছেঁড়া পচা কামেজ তাহার নাই হাতা-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {( আরবি) কমীস}