• Bengali Word কফি, কাফি English definition [কফি, কাফি] (বিশেষ্য) ১ একজাতীয় গাছ ও বীজ। ২ কফি বীজের চূর্ণ। ৩ কফি বীজের চূর্ণ দ্বারা প্রস্তুত পানীয় বিশেষ। {(ইংরেজি) coffee}
    • Bengali Word কফিন English definition [কোফিন্‌] (বিশেষ্য) শবাধার (কোন খানি কফিনের মত নিঃশব্দ-কোনখানিতে কান্নার শব্দ-কোথাও নেসার গোঁ গোঁ ধ্বনি-কালীপসন্ন সিংহ)। কফিন চোর (বিশেষ্য) শবাচ্ছাদন বস্র হরণকারী (কফিনচোর মরা লোকের কাপড় চুরি কত্তো মাত্র-কালীপসন্ন সিংহ)। {(আরবি) কফন ; (ইংরেজি) coffin}