• Bengali Word কাবুলি , কাবলি English definition [কাবুলি, কাব্‌লি] (বিশেষণ) কাবুল সম্পর্কিত; আফগানিস্তানে জাত। □ (বিশেষ্য) আফগানিস্তানের অধিবাসী; কাবুলের লোক। {(ফারসি) কাবুলী }
    • Bengali Word কাবুলিওয়ালা , কাবলিওয়ালা English definition [কাবুলিওয়ালা, কাব্‌লিওয়ালা] (বিশেষ্য) কাবুল বা আফগানিস্তানের লোক। {(কাবুল+ই=কাবুলি শব্দের পরে ‘ওয়াল’ প্রত্যয় অনাবশ্যক, কারণ ‘কাবুলি’ শব্দ দ্বারা ‘কাবুলিওয়ালা’ শব্দের অর্থই বোঝায়, অতিরিক্ত প্রত্যয় যোগ করার কারণে ব্যাকরণগতভাবে এটি অশুদ্ধ। তবে রবীন্দ্রনাথ প্রমুখের হাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে বলে বানানটি স্বীকৃত) (ফারসি) কাবুল+ (হিন্দী) বাল}