ক পৃষ্ঠা ৪৫
- Bengali Word কাটমোল্লা , কাঠমোল্লা English definition [কাট্মোল্লা, কাঠ্মোল্লা] (বিশেষ্য) প্রকৃত ধর্মজ্ঞানহীন ধর্মব্যবসায়ী মুসলমান (তখন বাঙ্গালা দেশে অদূরদর্শী কাঠমোল্লার আবির্ভাব ছিল না-ইসমাইল হোসেন শিরাজী)। {কাঠ+ (আরবি) মুল্লা = কাটমোল্লা; ( বহুব্রীহি সমাস)}
- Bengali Word কাটরা , কাটারা , কাঠরা English definition [কাট্রা, কাটারা, কাঠ্রা] (বিশেষ্য) ১ কাঠের ঘর। ২ কাঠগড়া (কাটরার মধ্যে শুনানি হওয়া ফৌজদারী মামলার আসামীর মত- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়; কাঠরায় যেন আসামী এসে দাঁড়িয়েছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত; কমলাকান্তকে সাক্ষীর কাটারায় পূরিয়া দিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ কাঠের ঘের বা রেলিং (জাহাজের কাটরা ধরে সমুদ্রের দিকে চেয়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ কাঠের জিনিস। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাষ্ঠগৃহ> কাঠঘর+আ=কাঠঘরা> কাঠগড়া>কাঠঅরা>কাঠরা, কাটরা, কাটগড়া}
- Bengali Word কাটলেট English definition [কাট্লেট্] (বিশেষ্য) ইউরোপীয় প্রণালীতে ভাজা মাছ, মাংসের পিঠা বা বড়া। {(ইংরেজি) cutlet}
- Bengali Word কাটা English definition [কাটা] (ক্রিয়া) ১ ছেদন বা কর্তন করা (গাছ কাটা)। ২ খনন করা; খোঁড়া (পুকুর কাটা)। ৩ খণ্ডন করা (যুক্তি কাটা)। ৪ প্রতিবাদ করা (কথা কাটা)। ৫ অতিবাহিত হওয়া; যাপিত হওয়া(সময় কাটা)। ৬ রেখা এঁকে কোনো লেখা বাতিল করা(ভুল কাটা)। ৭ দাগ দেওয়া; অঙ্কন করা; আঁকা(লাইন কাটা)। ৮ দূর হওয়া (বিপদ কাটা)। ৯ বিক্রয় হওয়া; চালু হওয়া (মালকাটা)। ১০ রচনা করা (ছড়া কাটা)। ১১ লিখে দেওয়া (চেক কাটা)। ১২ অতিবাহিত হওয়া; দূর হওয়া (মেঘ কাটা)। ১৩ সামঞ্জস্যচ্যুত হওয়া; নির্দিষ্ট ক্রম থেকে বিচ্যুত হওয়া (তাল কাটা)। ১৪ নিঃসৃত হওয়া; নির্গত হওয়া (জল কাটা)। ১৫ তৈরি করা (খাল কাটা, সুতা কাটা)। ১৬ বিন্যাস করা (টেড়ি কাটা)। ১৭ ছিন্ন হওয়া (ঘুড়ি কাটা)। ১৮ খোদাই করা; তক্ষণ করা; কোঁদা(পাথর কাটা)। ১৯ কাটার ভঙ্গি করা(চিমটি কাটা)। ২০ দেওয়া (সাঁতার কাটা)। ২১ পৃথক করা (ছানা কাটা)। □ (বিশেষণ) ১ কর্তিত; ছিন্ন। ২ খণ্ডিত। ৩ বাতিল। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। কাটকূট (বিশেষ্য) ১ ভুল কাটাকটি; ভুল সংশোধন। ২ সংক্ষেপ করণ। কাটছাঁট (বিশেষ্য) ১ পোশাক ইত্যাদি কাটার ভঙ্গি (কাটছাঁট অবিকল তাই-মনোজ বসু)। ২ বাদসাদ; কেটে ছেঁটে যা বাদ দেওয়া হয়। কাটতি (বিশেষ্য) ১ বিক্রয়াধিক্য; অতিরিক্ত চাহিদার জন্য বেশি পরিমাণে বিক্রি। ২ বিক্রির পরিমাণ।কাটন (বিশেষ্য) কাটা। কাটা কাটা কথা (বিশেষ্য) মর্মভেদী তীক্ষ্ণ কথা। কাটা কাটি (বিশেষ্য) ১ হানাহানি; খুনাখুনি; পরস্পর অস্ত্রাঘাত। ২ পরস্পর খণ্ডন বা অপনয়ন (কথা কাটাকাটি)। কাটা কান চুল দিয়ে ঢাকা- বিপন্ন সম্মান কোনো প্রকারে রক্ষা করা; নিজের প্রতি অবমাননা গোপন করা। কাটাকুটি (বিশেষ্য) লেখা প্রভৃতি সংশোধন; কাটকুট (আমি তাহাতে কাটাকুটি বড় কিছু করি নাই- বচ)। কাটা গায়ে নুনের ছিটা/ছিটে-১ এক কষ্টের উপর অন্য কষ্ট। ২ লজ্জা ও কষ্টের উপর অতিরিক্ত আঘাত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃৎ= (বাংলা) √কাট্ (( তুলনীয়) (ইংরেজি) To cut)+আ=কাটা}
- Bengali Word কাটাই , কাটানি English definition [কাটাই, কাটানি] (বিশেষ্য) কাটার জন্য খরচ। □ (বিশেষণ) কাটার জন্য (কাটার খরচ)। {√কাট্+ আই=কাটাই; √কাট্+আনি=কাটানি}
- Bengali Word কাটাইল English definition [কাটাইল্] (বিশেষ্য) কাটারি (বাঙ্গালা গুয়া কাটাইল দিয়া করে দুইখানা-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্তরী> কাট্টরি> কাটারি> কাটাইর> কাটাইল(র=ল)}
- Bengali Word কাটানো , কাটান English definition [কাটানো] (ক্রিয়া) ১ অন্যের দ্বারা কাটিয়ে নেওয়া। ২ অতিবাহিত করা; যাপন করা(সময় কাটানো)। ৩ অতিক্রম করা; মুক্ত হওয়া(বিপদ কাটানো)। ৪ বিক্রি করা (মাল কাটানো)। ৫ নির্গত করানো (জল কাটানো)। ৬ খনন করানো। (খাল কাটানো)। কাটিয়ে/কাটাইয়া ওঠা (ক্রিয়া) কোনো বিপদ থেকে উত্তীর্ণ হওয়া; বেঁচে থাকা (কাশীনাথ এই আঘাত কাটাইয়া উঠিতে পারিবে না-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। {(বাংলা ) √কাট্+আন, +আনো=কাটান, কাটানো}
- Bengali Word কাটার English definition [কাটার্] (বিশেষ্য) ১ পাথর কাটে যারা (কোন ভাগে পাথর কাটারদের দোকান-রামরাম বসু)।২ দরজির দোকানে যে কাপড় কাটে। ৩ অসিবিশেষ (মজুদ্দার রাজাই পাইলা ফরমান খেলাত কাটার খড়ি বাগারা নিশান-ভারতচন্দ্র রায়গুণাকর)। { (ইংরেজি) cutter}
- Bengali Word কাটারা English definition ⇒ কাটরা
- Bengali Word কাটারি , কাটারী English definition [কাটারি] (বিশেষ্য) কাটবার অস্ত্রবিশেষ; একপ্রকার সরু ও লম্বা দা; ছুরি (পেটে হানি মারিবারে লইল কাটারি-সৈয়দ আলাওল; শিয়রে রাখিবার কাটারি আর রূপার কাজল পাতা দেন-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কর্তরিকা, কর্তরীকা> (প্রাকৃত) কট্টরিআ> (বাংলা) কাটারি, কাটারী, কট্টরী}
- Bengali Word কাটি , কাঠী English definition ⇒ কাঠি
- Bengali Word কাটুর কুটুর English definition [কাটুর্কুটুর্] (অব্যয়) কাটবার শব্দবিশেষ; প্রাণীদের দন্ত দ্বারা কাটার শব্দ(ইন্দুরে করে কাটুর কুটুর-ভারতচন্দ্র রায় গুণাকর)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word কাটুরিয়া English definition ⇒ কাঠুরিয়া
- Bengali Word কাট্টা English definition [কাট্টা] (বিশেষণ) উগ্র; অত্যধিক পরিমাণ গোঁড়া (য়ুনুস ছেলেটা যদি এখন কাট্টা মুসলিম লীগার হয়ে পড়ে তাহলে কি তাকে দোষ দেওয়া যায় -আবুল ফজল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাষ্ঠ>কাট্ঠ>কাট্টা-কাঠের মতো কঠিন অর্থে}
- Bengali Word কাট্য English definition [কাট্টো] (বিশেষণ) কর্তনযোগ্য; খণ্ডনীয়। অকাট্য (বিপরীতার্থক শব্দ)। {√কাট্+য(যৎ)}
- Bengali Word কাঠ , কাট English definition [কাঠ্, কাট্] (বিশেষ্য) ১ কাষ্ঠ; গাছের কাণ্ড ও শাখার শক্ত অংশ। ২ ((আলঙ্কারিক)) কঙ্কাল; হাড় (দেহে কাঠ ছাড়া আর আছে কি!)। □ (বিশেষণ) ১ কাঠের মতো অনড় ও স্পন্দনশূন্য (আমরা ভয়ে কাঠ হইয়া রহিলাম-সুকুমার রায়)। ২ রসশূন্য (শুকিয়ে কাঠ হওয়া)। ৩ শক্ত; অসাড় (মরে কাঠ হওয়া)। ৪ নিস্তব্ধ; অবাক (নারায়ণী কাঠ হইয়া দাঁড়াইয়া রহিলেন-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। কাঠ কাঠ, কাট কাট (বিশেষ্য) কাঠের ন্যায় শক্ত; শুষ্ক ও লাবণ্যহীন (গড়নটা বড় কাটকাট-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। কাঠকাঠরা, কাটকাটরা (বিশেষ্য) কাঠের তৈরি আসবাবপত্র। কাঠকুড়ানি, কাঠকুড়ানিয়া/ কাঠকুড়ানে (বিশেষ্য), (বিশেষণ) কাঠ কুড়িয়ে জীবিকা নির্বাহকারী (সাত আট বৎসরের সৌভাগ্যবান কাঠকুড়ানে ব্রাহ্মণের ছেলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। কাঠখড় (বিশেষ্য) মাল মসলা। কাঠখড় পোড়ানো (ক্রিয়া) অভীষ্ট সিদ্ধির জন্য বহুবিধ চেষ্টা ও উদ্যোগ আয়োজন করা; ব্যয় ও পরিশ্রম করা (কাইরো যাওয়ার জন্য আলাদা করে কাঠখড় পোড়াবার প্রয়োজন হয় না-সৈয়দ মুজতবা আলী)। কাঠখড়ি (বিশেষ্য) ১ শক্ত খড়িমাটি বিশেষ। ২ জ্বালানি কাঠ। কাঠখড়ি হওয়া, কাঠে খড়ে হওয়া (ক্রিয়া) মরা; মরে কাঠ ও কঠিন রোগে পোড়ার মতো হওয়া। কাটখোট্টা ⇒ কাটখোট্টা। কাঠখোলা (বিশেষ্য) বালি না দিয়ে যে খোলায় ভাজা হয়। কাঠগড় ( বিশেষ্য) উদূখল। কাঠগড়া (বিশেষ্য) ১ কাঠের বেড়া দেওয়া মঞ্চ বা ঘর; কাঠরা (কাঠগড়াতে যারা দাঁড়ায় অশুচি তো নয়কো তারা মূলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ কাঠের তৈরি বেড়া (চারিদিকে কাঠগড়া মত্ত হাতী মাঝে- ঘচ)। কাঠগোলা (বিশেষ্য) কাঠের আড়ত ও কারখানা; কাঠের গুদাম। কাঠ গোলাপ (বিশেষ্য) বনগোলাপ; গন্ধহীন গোলাবিশেষ (আবাদ করিতে জানিলে কাঠগোলাপ বসরাগোলাপে পরিণত হয়- প্রথম চৌধুরী)। কাঠচোটা (বিশেষণ) কর্কশ; নীরস; রুক্ষ (বজ্রনির্ঘোষের মত এই কাঠচোটা স্বরই করুণা আর স্নেহক্ষীর হয়ে ঝরে- নই)। কাঠঠোকরা (বিশেষ্য) এক রকম পাখি; woodpecker। কাঠপিঁপড়া, কাটপিঁপড়া (বিশেষ্য) কালো রঙের বড়ো পিঁপড়া বিশেষ যা কাঠে থাকে। কাঠফড়িং (বিশেষ্য) কাঠির মতো সরু ফড়িং বিশেষ। কাঠফাটা (বিশেষণ) কাঠও ফেটে যায় এমন তীব্র (দুপুরের এই কাঠফাটা রোদ-এআ)। কাঠবমি (বিশেষ্য) শুষ্ক বমনের বেগ যাতে কিছুই ওঠে না। কাঠবিড়াল, কাঠবেরাল (বিশেষ্য) ইঁদুর জাতীয় বৃক্ষচর প্রাণী বিশেষ। কাঠবিড়ালি, কাঠবেরালি (স্ত্রীলিঙ্গ)। কাঠমল্লিকা (বিশেষ্য) বনমল্লিকা ফুল। কাঠমূরতি (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) কাঠের ন্যায় প্রাণহীন মূর্তি; জড়মূর্তি (কাঠমূরতি ঐছন আছয়ে কবি বিদ্যাপতি ভনে-(বিদ্যাপতি))। কাঠে কাঠে (ক্রিয়াবিশেষণ) ১ ঠিক ঠিক; মুখে মুখে পরস্পরের জোড়ের সঙ্গে(কাঠে কাঠে মেলা)। ২ সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)। কাঠে খড়ে করা (ক্রিয়া) চরম ব্যবস্থা করা। কাঠের পুতুল ( বিশেষ্য) ব্যক্তিত্বহীন মানুষ; figurehead। {স.কাষ্ঠ>কট্ঠ>কাঠ, কাট}
- Bengali Word কাঠখোট্টা English definition ⇒ কাটখোট্টা
- Bengali Word কাঠরা [কাঠ্রা] English definition ⇒ কাটরা।
- Bengali Word কাঠা English definition [কাঠা] (বিশেষ্য) ১ এক বিঘার বিশভাগের এক ভাগ; ৩২০ বর্গহাত পরিমাণ; অঞ্চলভেদে ৫০০ বর্গহাত, ৭২০ বর্গহাত ও ২০০০ বর্গহাতেও এক কাঠা পরিমাণ করা হয়(পাঁচ কাঠা জমি)। ২ ধান ইত্যাদি মাপার পাত্রবিশেষ (তাহার মা চিড়ার কাঠা কাঁখে করিয়া-কাজী আবদুল ওদুদ)। কাঠাকালি (বিশেষ্য) কাঠা হিসাবে জমির মাপ। কাঠাকিয়া (বিশেষ্য) এক থেকে একশো কাঠা পর্যন্ত গণনা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাষ্ঠিকা> ( প্রাকৃত) কট্ঠিআ>}
- Bengali Word কাঠামো , কাঠাম English definition [কাঠামো, কাঠাম্] (বিশেষ্য) ১ ফ্রেম; ঠাট (ইউরোপীয় দর্শন ও ধর্মতত্ত্ব; মুসলিম দর্শন ও ধর্মতত্ত্বের কাঠামোর উপরেই প্রতিষ্ঠিত ও বিকশিত হয়েছে-আবদুল মওদুদ)। ২ কাঠ কিংবা বাঁশের তৈরি আধার; মোটামুটি গড়ন; নির্মাণ কাজের মূল গঠন; frame (ঘরের কাঠামো)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাষ্ঠকর্ম>কাঠকাম>কাঠআম> ( বাংলা) কাঠামো; (তৎসম বা সংস্কৃত শব্দ) কাষ্ঠময়>কাহমঅ> (বাংলা) কাঠামো}