ক পৃষ্ঠা ৪৩
- Bengali Word কাছা English definition [কাছা] (বিশেষ্য) পরিধেয় বস্ত্রের যে অংশ পায়ের ফাঁক দিয়ে কটিদেশের পিছনে গোঁজা হয় (…ঘন ঘন শ্বাস নিতে লাগলো আর টেনে কাছা দিতে থাকলো -সরদার জয়েনউদ্দীন)। কাছলা আলগা (বিশেষণ) অসাবধান; শিথিল; ঢিলে স্বভাব (তিনি বেহোঁস কাছা আলগা লোক নহেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। কাছা ঢিলা, কাছা ঢিলে, কাছা খোলা (বিশেষণ) ১ অসতর্ক; অসাবধান। ২ বিশৃঙ্খল। ৩ নিস্তেজ; কমজোর (নীলে সকল জমি নিলে জমিদার সব কাছা ঢিলে-ঈশ্বর গুপ্ত)। কাছাধরা (বিশেষণ) ১ তোষামোদকারী। ২ অপরের উপরে নির্ভরশীল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কচ্ছ>কাছ}
- Bengali Word কাছাকাছি English definition [কাছাকাছি] (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) নিকটবর্তী; সন্নিকটে (কাছাকাছি গাঁ, বাড়ির কাছাকাছি)। □ ( বিশেষণ) প্রায় সমান (পাঁচ মাইলের কাছাকাছি)। {(বাংলা) কাছ+আ+কাছ+ই}
- Bengali Word কাছানো , কাছান English definition [কাছানো] (ক্রিয়া) নিকটবর্তী হওয়া; ঘনানো (লালুর ফিরিবার সময় অনেকটা কাছাইয়া আসে-কাজী আবদুল ওদুদ)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(বাংলা) √কাছ্+আন, আনো=কাছান, কাছানো}
- Bengali Word কাছারি, কাচারি English definition [কাছারি, কাচারি] (বিশেষ্য) ১ জমিদারের বা নায়েবের দপ্তর বা কার্যালয়; জমিদারের খাজনা আদায় বিচার নির্বাহ ইত্যাদির স্থান (ছোট জামাইটি চাকুরির আশায় তারই কাছারিতে লেখাপড়া করে-মীর মশাররফ হোসেন)। ২ আদালত; বিচারালয়। ৩ অফিস; কাজকর্মের স্থান। কাছারি ঘর (বিশেষ্য) বৈঠকখানা। কাছারি ঘর করা (ক্রিয়া) মামলা মোকদ্দমা চালানোর কষ্ট স্বীকার করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৃত্যগৃহ>কচ্ছঘর>কাছহর+ই=কাছারি; (হিন্দী) কচহরী>কাছারি}
- Bengali Word কাছাড় English definition [কাছাড়্] (বিশেষ্য) সমুদ্র বা নদীর তটভূমি (ঢেউএ বাছাড় ভাইঙ্গা পাড়ে-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কচ্ছ>কাছ+আড়=কাছাড়; (তুলনীয় ) (হিন্দী) কছার}
- Bengali Word কাছি English definition [কাছি্] (বিশেষ্য) ১ মোটা দড়ি; মোটা রশি (লঙ্কা সায়রী রাবণ মোদেরে ধরিয়া গলায় দেয় কাছি-(কাজী নজরুল ইসলাম))। ২ জাহাজ বা নৌকা বাঁধার মোটা রশি (গুড়ুকে মারিয়া টান কাছি ধরে ছাড়ে গান-ঈশ্বর গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কক্ষা(হস্তীর গলবন্ধন রজ্জু)>কচ্ছা> কাছা>কাছি}
- Bengali Word কাছিম English definition [কাছিম্] (বিশেষ্য) বড়ো কচ্ছপ; কূর্ম (বড়া কিছু সিদ্ধ কিছু কাছিমের ডিম-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কচ্ছপ> ( প্রাকৃত) কচ্ছিম্ভ (কচ্ছভ)>কাছভ}
- Bengali Word কাছুটি English definition ⇒ কাছট
- Bengali Word কাছে , কাছে কাছে , কাছে - পিঠে English definition ⇒ কাছ
- Bengali Word কাজ English definition [কাজ্] (বিশেষ্য) ১ কর্ম; কার্য (কাজ করা) ২ আবশ্যক; দরকার (এটা কোনো কাজে লাগবে না)। ৩ কৃত বিষয় (এ কাজটি কি ভালো হলো?)। ৪ কর্তব্য (তোমার কাজ তুমি করো)। ৫ জীবিকা; চাকরি (কাজের চেষ্টায় ঘুরছি) ৬ বৃত্তি; পেশা (চুরি করাই তার কাজ)। ৭ স্বভাব; অভ্যাস (ঝগড়া করাই তার কাজ)। ৮ সুফল; উদ্দেশ্য সাধন(ঔষধে কাজ হয়েছে)। ৯ কারুকার্য; কলাকৌশল (দেয়ালে রঙের কাজ হচ্ছে)। ১০ ঔচিত্য (ওখানে গিয়ে কাজ নেই)। কাজ আদায় করা (ক্রিয়া) কর্মে নিযুক্ত ব্যক্তিকে কাটিয়ে কাজ নেওয়া।কাজ আনা (ক্রিয়া) কাজ সংগ্রহ করা। কাজও নাই, কামাইও নাই-১ কোনো নির্ধারিত কাজ নাই অথচ কাজে সদা ব্যস্ত। ২ অকাজে ব্যস্ত। কাজ কর্ম (বিশেষ্য) ১ জীবিকা; চাকরি; পেশা। ২ দৈনন্দিন বিবিধ কার্য ।কাজ কেনা (ক্রিয়া) উদ্দেশ্য সিদ্ধ করা; কাজ হাসিল করা। কাজ দেওয়া ( ক্রিয়া) ১ কর্মে নিযুক্ত করা; চাকরি দেওয়া। ২ কাজের ভার দেওয়া। ৩ প্রয়োজন মেটা; প্রয়োজন সিদ্ধির পক্ষে সাহায্য করা (জিনিসটা পুরানো হলেও কাজ দিচ্ছে)। কাজ দেখা (ক্রিয়া) ১ কাজ পরীক্ষা করা। ২ কাজের দেখাশুনা করা; কাজ পরিচালনা করা। ৩ চাকরি অন্বেষণ করা। ৪ সুফলপ্রসূ হওয়া(এতেই কাজ দেবে)। কাজ দেখানো (ক্রিয়া ) ১ কাজ করে নিজের যোগ্যতা প্রকাশ করা। ২ কার্যনির্বাহ হোক বা না হোক সর্বদা কর্মব্যস্ততার ভান করা। কাজ পাগলা (বিশেষণ) যে কাজ করতে খুব ভালোবাসে। কাজ বাঁচানো (ক্রিয়া) চাকরি বজায় রাখা। কাজ বাগানো (ক্রিয়া) ১ কাজ জোগাড় করে নেওয়া। ২ উদ্দেশ্য সিদ্ধ করা। কাজ বাজানো (ক্রিয়া) কাজ হাসিল করা; উদ্দেশ্য সিদ্ধ করা। কাজ হওয়া (ক্রিয়া) উদ্দেশ্য সিদ্ধ হওয়া ( ওষুধটাতে কাজে হয়েছে; কথায় কাজ হয়েছে)। কাজে ডাঁটো (বিশেষণ) কর্মক্ষম; কাজে পটু। কাজের কাজি (বিশেষ্য) যোগ্যতাসম্পন্ন কর্মী; কাজ করার উপযুক্ত ব্যক্তি। কাজের থৈ নেই-কাজের সীমা বা শেষ নেই। কাজের বাইরে ( বিশেষণ) অকর্মণ্য; অকেজো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কার্য> (প্রাকৃত) কজ্জ> (বাংলা) কাজ}
- Bengali Word কাজর English definition ⇒ কাজল
- Bengali Word কাজরি , কাজরী English definition [কাজোরি] (বিশেষ্য) ১ বর্ষাকালে গেয় এক প্রকার গান (ঝড়ের সুরে কাজরী গান গাইতে গাইতে-কাজী নজরুল ইসলাম)।২ উক্ত গানের সুর (কাজরী সুরে গুজরী বাজে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ উক্ত গানের সুরে সুরে যে নৃত্য হয় (কাজরী নাচিয়া চল পুরনারী হরষে- নই)। ৪ বর্ষা (কাজরীর কাজল মেঘ পেল পথ খুঁজিয়া-কাজী নজরুল ইসলাম)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কজ্জল> কাজল> কাজর+ঈ, ই}
- Bengali Word কাজল , কাজর English definition [কাজোল্, কাজোর্] (বিশেষ্য) অঞ্জন (কাজরে সাজল মদন ধনু-বিদ্যাপতি)। □ (বিশেষণ) কাজলের ন্যায় বর্ণবিশিষ্ট (কাজল মেঘের নীল অঞ্জন- রঠা)। কাজল কেশর (বিশেষ্য) কাজলের মতো ঘনকৃষ্ণ কেশ (রূপের অতল কাজল কেশর-মুনীর চৌধুরী)। কাজলদাম (বিশেষ্য) কাজল সদৃশ ঘন কৃষ্ণবর্ণ কেশরাশি (ক্ষরিত কাজলদামে পদ্মনীল আঁখি-সাহ)। কাজলপাতা (বিশেষ্য) কাজল রাখার পাত্র (শিয়রে রাখিবার কাটারী আর রূপার কাজল পাতা দেন-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)।কাজললতা (বিশেষ্য) কাজল তৈরি করার ও রাখার আধার বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কজ্জল>কাজল>কাজর(ল=র)}
- Bengali Word কাজলা ১ English definition [কাজ্লা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) কাজলবর্ণ; উজ্জ্বল শ্যামবর্ণা (কাজলা মেয়ে-(কাজী নজরুল ইসলাম))। {(বাংলা) কাজল+ আ(আদরে বা স্ত্রীলিঙ্গে=কাজলা)}
- Bengali Word কাজলা ২ English definition [কাজ্লা] (বিশেষ্য) করাতিদের ব্যবহৃত কাষ্ঠকীলক; গোঁজ; খিল; wedge। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাষ্ঠ>কাঠ+ (বাংলা) লা>}
- Bengali Word কাজলা ৩ English definition [কাজ্লা] (বিশেষ্য) টিয়া জাতীয় পাখিবিশেষ; slaty headed paraquet (লোহার পিঁজরায় পড়া কাজলা প’ড়ে চলেছে-অবনীন্দ্রনাথ ঠাকুর); শুক জাতীয় পক্ষীবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কজ্জলাভ>কাজলাহ্>কাজলা; (তৎসম বা সংস্কৃত শব্দ ) কজ্জল>কাজল+আ}
- Bengali Word কাজলা ৪ English definition [কাজ্লা] (বিশেষ্য) ইক্ষুবিশেষ; কাজলা আখ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কজ্জলাভ>কাজলা; (তৎসম বা সংস্কৃত শব্দ) কজ্জল> (বাংলা) কাজল+ (বাংলা) আ}
- Bengali Word কাজা English definition ⇒ কজা
- Bengali Word কাজা করা English definition [কাজা করা] (ক্রিয়া) ধর্মীয় অনুষ্ঠান যথাসময়ে সম্পাদন না করা (জীবনে নামাজ কাজা করিয়াছেন কিনা সন্দেহ-মীর মশাররফ হোসেন)। {(আরবি) কদা }
- Bengali Word কাজি English definition [কাঁজি] (বিশেষ্য) ১ আমানি; গাঁজানো পান্তা ভাতের পানি (পাঁচ মাসে কাঁজি করঞ্জায় যায় মন-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ গাঁজানো পান্তা ভাত থেকে প্রস্তুত সিরকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাঞ্জিক>কাঁজিঅ>কাঁজি}