• Bengali Word কাটরা , কাটারা , কাঠরা English definition [কাট্‌রা, কাটারা, কাঠ্‌রা] (বিশেষ্য) ১ কাঠের ঘর। ২ কাঠগড়া (কাটরার মধ্যে শুনানি হওয়া ফৌজদারী মামলার আসামীর মত- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়; কাঠরায় যেন আসামী এসে দাঁড়িয়েছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত; কমলাকান্তকে সাক্ষীর কাটারায় পূরিয়া দিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ কাঠের ঘের বা রেলিং (জাহাজের কাটরা ধরে সমুদ্রের দিকে চেয়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ কাঠের জিনিস। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাষ্ঠগৃহ> কাঠঘর+আ=কাঠঘরা> কাঠগড়া>কাঠঅরা>কাঠরা, কাটরা, কাটগড়া}
    • Bengali Word কাট - কাটরা English definition ⇒ কাঠ