ক পৃষ্ঠা ৪২
- Bengali Word কাঙ্ক্ষা English definition [কাঙ্খা] (বিশেষ্য) অভিলাষ; বাঞ্ছা; ইচ্ছা। কাঙ্ক্ষণীয় (বিশেষণ) অভিলাষণীয়; বাঞ্ছনীয়; আকাঙ্ক্ষা করার যোগ্য। কাঙ্ক্ষিত (বিশেষণ) বাঞ্ছিত; অভিলষিত; ঈপ্সিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কাঙ্ক্ষ্+অ+আ}
- Bengali Word কাঙ্গন English definition [কাঙ্গোন্] (বিশেষ্য) হাতের ‘কাঁকন’ নামক গহনা (হাতেতে কাঁচের চুড়ি বাওটি কামের বেড়ি, কাঙ্গনে কনক তার শোভে-ফকির গরীবুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঙ্কণ>কাঁকন>কাংগন, কাঙ্গন}
- Bengali Word কাঙ্গল , কাঙল English definition [কাঙ্গোল্, কাঙোল্] (বিশেষ্য) পাণ্ডুরোগ; কামলা রোগ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কামল>কাঙল, কাঙ্গল}
- Bengali Word কাঙ্গা English definition [কাঙ্গা] (বিশেষ্য) ১ হাড়গিলে পাখি (ভুজ ধরিয়া খায় ধোকড়িয়া কাঙ্গা-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ২ কাঁকই; বড় চিরুনি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঙ্ক(=হাড়গিলা)> কাঙ্গা; (তৎসম বা সংস্কৃত শব্দ ) কঙ্কতিকা>কঙ্কইআ>কাঁকই>কাঙগই; কাংগা}
- Bengali Word কাঙ্গি , কাঙ্গী English definition [কাঙ্গি] (বিশেষ্য) চিরুনি; কাঁকই (কাঙ্গই করিল তারা মাথার জুলুফে-ফকির গরীবুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঙ্কতিকা> কঙ্কইআ> কাঁকই> কাঙ্গই, কাঙ্গী; (তুলনীয়) (হিন্দী) কাঙ্গী}
- Bengali Word কাঙ্গুরা , কঙ্গুরা English definition [কাঙ্গুরা, কোঙ্গুরা] (বিশেষ্য) ১ প্রাসাদ শিখর; সৌধচূড়া (কোঠায় কাঙ্গুরা ঘড়ি নিশান নহবৎ-ভারতচন্দ্র রায় গুণাকর) ২ বুরুজ; দুর্গা প্রাকারে অবস্থিত যে উন্নত স্থান থেকে সৈনিকগণ যুদ্ধ করে (পাথরের জড় পাথরের গড় কঙ্গুরা পুরট শোভা -(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ৩ কার্নিশ; cornice (সুবর্ণ গড়ের জত কাঙ্গুরা অদ্ভুত-সৈয়দ আলাওল)। {(ফারসি) কুন্গুরহ্ }
- Bengali Word কাচ ১ English definition [কাচ্] (বিশেষ্য) ১ বালি ও এক প্রকার ক্ষার থেকে প্রস্তুত স্বচ্ছ ও ভঙ্গুর বস্তুবিশেষ; পরকলা; glass । ২ এক প্রকার মণি; স্ফটিকবিশেষ (মাণিক তেজি কাচে অভিলাষ-(বিদ্যাপতি))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কচ্+অ(ঘঞ্)}
- Bengali Word কাচ ২ English definition [কাচ্] (বিশেষ্য) ১ সাজ; বেশভূষা; অভিনয়ের জন্য নট-নটীর পরিচ্ছদ (ভুবনমোহন কাচে, রত্নমালা তথি নাচে-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাট> (প্রাকৃত) কজ্জ, কচ্ব> (বাংলা) কাচ অথবা, (তৎসম বা সংস্কৃত শব্দ) কক্ষ> (প্রাকৃত) কচ্ছ, কচ্ব>কাচ}
- Bengali Word কাচ ৩ (মধ্যযুগীয় বাংলা) English definition [কাচ্] (বিশেষ্য) ১ ছল; লীলাখেলা। ২ অভিনয়; ক্রীড়া-কৌতুক; নাচ-তামাসা। ৩ বাতিক; বাই (বুড়া বয়সে বেড়ে কাচ-প্রবাদ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কার্য> ( প্রাকৃত) কজ্জ> (প্রাকৃত) কচ্চ> (বাংলা) কাচ}
- Bengali Word কাচপোকা English definition ⇒ কাঁচপোকা
- Bengali Word কাচা ১ English definition [কাচা] (বিশেষ্য) ১ হিন্দু সমাজে মাতা পিতা বা গুরজনের মৃত্যুতে অশৌচকালে পরিধেয় ধুতির প্রান্ত। ২ ক্ষুদ্র বস্ত্র বা বস্ত্রখণ্ড (পরি দুজনের কাচা ভানিত আমার ভাচা সেই বেটা হবে দেশমুখ-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ৩ নতুন বস্ত্রখণ্ড (তখন সাজায়ে মাচা, কলসী কাচা, বিদায় দেবে চণ্ডীর বেশে-রামরাম বসু)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কক্ষ> (প্রাকৃত) কচ্ছ> (প্রাকৃত) কাচ+আ=কাচা}
- Bengali Word কাচা ২ English definition [কাচা] (ক্রিয়া) কাপড় ধোয়া; আছড়িয়ে ধৌত করা। □ (বিশেষ্য) ধৌতকরণ। □ (বিশেষণ) ধৌত; প্রক্ষালিত (কাচা কাপড়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কন্চ্> (বাংলা) √কাঞ্চ্+আ=কাচা, (তৎসম বা সংস্কৃত শব্দ) কাচ(ক্ষার)> (বাংলা) √কাচ্+আ}
- Bengali Word কাচানো , কাচান English definition [কাচানো] (ক্রিয়া) ধোয়ানো; অপরের দ্বারা ধৌত করানো। □ (বিশেষ্য) অপরের ধৌতকরণ। □ (বিশেষণ) অন্যের দ্বারা ধৌত। {(বাংলা) √কাচ্+আন, আনো}
- Bengali Word কাচারি English definition ⇒ কাছারি
- Bengali Word কাচুমাচু , কাছুমাছু English definition [কাঁচুমাচু, কাছুমাছু] (বিশেষণ) লজ্জা ভয় ইত্যাদির জন্য সংকুচিত; জড়-সড় (মুখ কাছুমাছু করে এবার আসল কথাটাই জানাল কামাল- আবুল ফজল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুঞ্চন>কাঁচু, (অনুকারক শব্দ, শব্দদ্বৈত) √মাচু/সঙ্কোচন}
- Bengali Word কাচ্চা বাচ্চা English definition [কাচ্চা বাচ্চা] (বিশেষ্য) কচি ছেলেমেয়ে; অল্প বয়স্ক ছেলেমেয়ে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) বৎস> (বাংলা) বাচ্চা, (অনুকারক শব্দ , শব্দদ্বৈত) কাচ্চা}
- Bengali Word কাচ্চি , কাচ্চি বিরিয়ানি English definition ( বিশেষ্য )
- Bengali Word কাছ English definition [কাছ্] (বিশেষ্য) ১ নিকট; সমীপ (তার কাছে থেকে)। ২ নদীর তীর; তট; কূল। ৩ পরিধেয় বস্ত্রের দ্বিতীয়ঞ্চল; কচ্ছ (বীর কাছ পরিধান, কোপে বীর কম্পমান-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ৪ অঙ্গাবরণ; দেহের আবরণ; পরিচ্ছদ। ৫ কোমর; কটিদেশ(কাছের কলসী-বড়ু চণ্ডীদাস)। কাছে (ক্রিয়াবিশেষণ) ১ নিকটে; সন্নিধানে (কাছে এসো)। ২ পাশে (সে যে কাছে এসে বসেছিল- রঠা)। ৩ সহিত; সঙ্গে (তার কাছে বাহাদুরি চলবে না)। ৪ তুলনায় (ওর কাছে তুমি কিছুই নাও)। ৫ বিবেচনা (আমার কাছে আপন পর সব সমান)। ৬ নাগালে (হাতের কাছে)। কাছে-কাছে (ক্রিয়াবিশেষণ) ১ সঙ্গে সঙ্গে (কাছে কাছে থাকা)। ২ সর্বদা নিকটে। ৩ খুব নিকটে; অতিশয় কাছে। কাছে পিঠে (ক্রিয়াবিশেষণ) সন্নিকটে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কক্ষ> (প্রাকৃত) কচ্ছ> (বাংলা) কাছ}
- Bengali Word কাছট , কাছটি English definition [কাছোট্, কাছোটি] (বিশেষ্য) মালকোঁচা; কৌপীন (পাতালতা খাস বেটা পরিস কাছটি-কৃত্তিবাস ওঝা)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কচ্ছটিকা> (প্রাকৃত) কচ্ছটী>কাছটি, কাছট}
- Bengali Word কাছলা English definition [কাছ্লা] (বিশেষ্য) মৃন্ময় পাত্রবিশেষ (কাছলা ভরা সাচ্চা দই পাতিল ভরা সর- মৈগী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কক্ষতল>?}