• Bengali Word কাটখোট্টা , কাঠখোট্টা English definition [কাট্‌খোট্‌টা, কাঠ্‌খোট্‌টা] (বিশেষণ) ১ গোঁয়ার; একগুঁয়ে। ২ রসবোধহীন; শুষ্ক বা নীরস (আরবীয় বৈজ্ঞানিক আলোচনা বিজ্ঞানের মতই কাঠখোট্টা-আকআ)। ৩ নির্দয়; দয়ামায়াহীন; পাষাণ(লড়াইটা ঠিক আমার মত পাথর-বুকো কাঠকোট্টা লোকের মনের মতন জিনিস- নই)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কাষ্ঠখট্ট> কাঠখোট্ট> কাটখোট্ট+ আ=কাটখোট্টা অর্থাৎ কাঠের খাটের মতো শক্ত ও অস্থিতিস্থাপক}