- Bengali Word কাঠি ১ English definition ⇒ কাঁটি
- Bengali Word কাঠি ২ , কাটি English definition [কাঠি, কাটি] (বিশেষ্য) ১ কাঠ, বাঁশ, ধাতু ইত্যাদির লম্বা সরু টুকরা (দেশলাইয়ের কাঠি)।
২ শলাকা(ঝাঁটার কাঠি)।
কাঠিকাঠি (বিশেষণ) কাঠির মতো সরু বা কৃশ।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কষ্ঠিকা> (প্রাকৃত) কট্ঠিআ> (বাংলা) কাঠি, কাটি}
- Bengali Word কাঠিন্য English definition [কাঠিন্নো] (বিশেষ্য) ১ কঠিনতা; দৃঢ়তা; শক্তভাব।
২ কঠোরতা; নির্দয়তা।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কঠিন+য(ষ্যঞ্)}