ক পৃষ্ঠা ৪৪
- Bengali Word কাজি ১ , কাজী English definition [কাজি] (বিশেষ্য) ১ বিচারক; মুসলমান বিচারপতি (কাযী মুফতি হৈবা কিবা উপরে বসিব-সৈয়দ আলাওল)। ২ মুসলমানদের ধর্মীয় আচার ব্যবহার ইত্যাদির ব্যবস্থাপক। ৩ যিনি মুসলমানদের বিবাহাদি রেজিস্ট্রি করেন। কাজিয়ানি, কাজিয়ালি (বিশেষ্য) কাজিগিরি; কাজির চাকরি(কাজিয়ানি করে তারা জানে বিপরীত-বিজয় গুপ্ত)। কাজি- উল কোজাত (বিশেষ্য) প্রধান বিচারক। {(আরবি) কাদী}
- Bengali Word কাজি ২ English definition [কাজি] (বিশেষ্য) কর্মী; কাজের লোক (দেশের কাজের কাজী সকরেই আমরা-মনোজ বসু)। {( বাংলা) কাজ(<(তৎসম বা সংস্কৃত শব্দ) কার্য)+ই (যে করে অর্থে)}
- Bengali Word কাজিয়া , কাইজা English definition [কাজিয়া, কাইজা] (বিশেষ্য) ১ ঝগড়া; বিবাদ (ঘরে ঘরে তার লেগেছে কাজিয়া-(কাজী নজরুল ইসলাম))। ২ দাঙ্গা; মারামারি (ঝগড়া লড়াই কাজিয়া উপস্থিত-রামরাম বসু; কাইজা; ফ্যাসাদ করেছে যা জানেই জনে জনে-(জসীমউদ্দীন))। কাজিয়া ঝগড়া-বিবাদ বিসম্বাদ (চেঁচামেচি কাজিয়া ঝগড়া করে-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি) কদীয়াহ}
- Bengali Word কাজেই , কাজে কাজেই English definition [কাজেই, কাজে কাজেই] (অব্যয়) অতএব; সুতরাং (কাজেই এখন সরে পড়ো)। {কাজ+এই, কাজ+এ, কাজেই}
- Bengali Word কাঞ্চন English definition [কান্চোন্] (বিশেষ্য) ১ স্বর্ণ; সোনা। ২ পুস্পবিশেষ বা তার গাছ (রঞ্জন কাঞ্চন আর মাধবী বকুল-সৈয়দ আলাওল)। ৩ ধন (কামিনী কাঞ্চন)। ৪ এক প্রকার ধান। □ (বিশেষণ) ১ স্বর্ণ বর্ণ; সোনার রং বিশিষ্ট (কাঞ্চন কান্তি)। ২ স্বর্ণময় (কাঞ্চন মুদ্রা)। কাঞ্চন গোলক (বিশেষ্য) স্বর্ণ মুদ্রা (তখন মহাদেব পার্বতীকে স্বীকৃত কাঞ্চন গোলাক প্রদান করিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কাঞ্চ্+অন(ল্যুট্)}
- Bengali Word কাঞ্চা English definition [কান্চা] (বিশেষণ) কচি; তরুণ; কাঁচা (কাঞ্চা বয়সে কে দিলরে তোরে আঙিয়ার শ্বেত বাস-(জসীমউদ্দীন ))। {(প্রাকৃত) কংচা> (বাংলা) কাঞ্চা>}
- Bengali Word কাঞ্চি , কাঞ্চী English definition [কান্চি] (বিশেষ্য) ১ কটিভূষণ বিশেষ; মেখলা; গোট (নয়নরঞ্জন কাঞ্চী কৃশ কটিদেশ-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কাঞ্চ্+ই(ইন্), ঈ}
- Bengali Word কাঞ্জি , কাঞ্জিক , কাঞ্জী , কাঞ্জিকা English definition [কান্জি, কান্জিক্, কান্জি, কান্জিকা] (বিশেষ্য) আমানি; কাঁজি; গাঁজানো পান্তা ভাতের পানি (ছয় মাসে কাঞ্জি করঞ্জায় মন-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী); হরিদ্রা রঞ্জিত কাঞ্জী উদর পুরিয়া ভুঞ্জি-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাঞ্জী, কাঞ্জিক> কাঞ্জিঅ> কাঞ্জি}
- Bengali Word কাট - কাটরা English definition ⇒ কাঠ
- Bengali Word কাট ১ English definition [কাট্] (বিশেষ্য) ১ কাটার ভঙ্গি; কর্তিত রূপ(জামার কাট)। ২ গড়ন (মুখের কাট)। {(ইংরেজি) cut}
- Bengali Word কাট ২ English definition ⇒ কাইট
- Bengali Word কাট ৩ English definition ⇒ কাঠ
- Bengali Word কাটকাট ১ , কাঠকাঠ English definition ⇒ কাঠ
- Bengali Word কাটকাট ২ English definition [কাট্কাট্] (বিশেষণ) ১ কর্কশ; কটু; কড়া। □ (বিশেষ্য) কটূক্তি; কড়া কথা (ধনবৃত্তি লহ আর বল কাট কাট-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাষ্ঠ>কট্ঠ>কাট, কাঠ-কাঠের মতো নীরস ও শক্ত অর্থে কটু কথা; কড়া কথা}
- Bengali Word কাটকুট English definition ⇒ কাটা
- Bengali Word কাটকুট English definition ⇒ কাটা
- Bengali Word কাটখোট্টা , কাঠখোট্টা English definition [কাট্খোট্টা, কাঠ্খোট্টা] (বিশেষণ) ১ গোঁয়ার; একগুঁয়ে। ২ রসবোধহীন; শুষ্ক বা নীরস (আরবীয় বৈজ্ঞানিক আলোচনা বিজ্ঞানের মতই কাঠখোট্টা-আকআ)। ৩ নির্দয়; দয়ামায়াহীন; পাষাণ(লড়াইটা ঠিক আমার মত পাথর-বুকো কাঠকোট্টা লোকের মনের মতন জিনিস- নই)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কাষ্ঠখট্ট> কাঠখোট্ট> কাটখোট্ট+ আ=কাটখোট্টা অর্থাৎ কাঠের খাটের মতো শক্ত ও অস্থিতিস্থাপক}
- Bengali Word কাটগোঁয়ার English definition [কাট্গোঁয়ার্] (বিশেষণ) অত্যন্ত গোঁয়ার। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাষ্ঠ>কট্ঠ> কাট+ (প্রাকৃত) গমার>গঙার>গোঁয়ার; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word কাটনা English definition [কাট্না] (বিশেষ্য) ১ তুলা থেকে সুতা তৈরি করা। ২ চরকা; তকলি। {(বাংলা) √কাট্+অনা>কাটনা}
- Bengali Word কাটব্য English definition [কাটোব্বো] (বিশেষ্য) রূঢ়তা; কটুকথা; কর্কশতা; কটুতা (কটুকাটব্য)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কটু+য}