ক পৃষ্ঠা ৪৬
- Bengali Word কাঠি ১ English definition ⇒ কাঁটি
- Bengali Word কাঠি ২ , কাটি English definition [কাঠি, কাটি] (বিশেষ্য) ১ কাঠ, বাঁশ, ধাতু ইত্যাদির লম্বা সরু টুকরা (দেশলাইয়ের কাঠি)। ২ শলাকা(ঝাঁটার কাঠি)। কাঠিকাঠি (বিশেষণ) কাঠির মতো সরু বা কৃশ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কষ্ঠিকা> (প্রাকৃত) কট্ঠিআ> (বাংলা) কাঠি, কাটি}
- Bengali Word কাঠিন্য English definition [কাঠিন্নো] (বিশেষ্য) ১ কঠিনতা; দৃঢ়তা; শক্তভাব। ২ কঠোরতা; নির্দয়তা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঠিন+য(ষ্যঞ্)}
- Bengali Word কাঠিম English definition [কাঠিম্] (বিশেষ্য) সুতা জড়িয়ে রাখার উপযোগী নাটাই বা রিল; reel। □ (বিশেষণ) নাটাইয়ে বা রিলে থাকে এমন (কাঠিম সুতা)। {কাঠি+ম}
- Bengali Word কাঠুরে , কাঠুরিয়া English definition [কাঠুরে, কাঠুরিয়া] (বিশেষ্য) কুঠার দিয়ে গাছ বা কাঠ কাটা যার পেশা; কাষ্ঠছেদক (একে একে কাটুরিয়া কাটি অবশেষে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুঠারিক>কাঠুরিঅ>কাঠুরিয়া(‘ইয়া’>এ, কাঠুরে}
- Bengali Word কাণ্ড English definition [কান্ডো] (বিশেষ্য) ১ গাছের গুঁড়ি। ২ ব্যাপার; ঘটনা (এ কি কাণ্ড চমৎকার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ পর্ব; পাব; দুই গাঁটের মাঝের অংশ(ইক্ষুকাণ্ড)। ৪ অধ্যায়; গ্রন্থের ভাগ (সপ্তকাণ্ড রামায়ন)। ৫ বিষম ব্যাপার (দেখো কী কাণ্ড করে বসে আছে)। ৬ গ্রন্থের বিষয় বিভাগ; পরিচ্ছেদ। ৭ অবসর; ফুরসত; সময়। কাণ্ড কারখানা (বিশেষ্য) ১ ব্যাপার বা ঘটনা সমূহ। ২ কার্যাবলি; কার্যপ্রণালি (তার কাণ্ড কারখানা দেখলে রাগ হয়)। কাণ্ডজ (বিশেষণ) কাণ্ড বা গুঁড়ি থেকে উৎপন্ন। কাণ্ডজ্ঞান (বিশেষ্য) সাধারণ বুদ্ধি বিবেচনা; সময় বা অবস্থানুযায়ী বিচার বিবেচনার শক্তি।কাণ্ডাকাণ্ড (বিশেষ্য) ভালোমন্দ; ন্যায়-অন্যায়। কাণ্ডাকাণ্ড বোধ (বিশেষ্য) ১ ন্যায় অন্যায় বোধ; হিতাহিত বোধ। ২ কর্তব্য অকর্তব্য জ্ঞান।{(তৎসম বা সংস্কৃত শব্দ) √কন্+ড}
- Bengali Word কাণ্ডার ১ English definition [কান্ডার্] (বিশেষ্য) ১ তাঁবু; বস্ত্রগৃহ; খিমা। ২ পর্দা (কাপড় কাণ্ডার আড়ে কানড়া রূপসী-ঘনরাম চক্রবর্তী)।{(তৎসম বা সংস্কৃত শব্দ) কাণ্ডপট> ( প্রাকৃত) * কংডঅড>কণ্ডাড়, কণ্ডার(ড=ড়=র)>}
- Bengali Word কাণ্ডার ২ English definition [কান্ডার্] (বিশেষ্য) ১ নৌকার হাল (কাণ্ডার ধরিলা দেবী সরযূর জলে-বিজয় গুপ্ত)। ২ মাঝি (কাণ্ডারের বচন করিয়া অবগতি ত্রিবেণীতে স্নান করে সাধু ধনপতি- কমু)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ণধার> (প্রাকৃত) *কণ্নঢার>কণ&ঢার, কাণ্ডার}
- Bengali Word কাণ্ডারি English definition [কান্ডারি] (বিশেষ্য) মাঝি; কর্ণধার; নাবিক (যাহারে কাণ্ডারী করি সাজাইয়া দিনু তরী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {স.কর্ণধারী>কাণঢারী>কাণ্ডারি}
- Bengali Word কাণ্ঢার English definition [কান্ঢার্] (বিশেষ্য) কাণ্ডার; নৌকার হাল (আপনেই ধরিল কাঁঢার-বড়ু চণ্ডীদাস)। কাণ্ঢারি (বিশেষ্য) মাঝি; কর্ণধার। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাণ্ড+ (বাংলা) আর>কাণ্ডার>কাণ্ঢার; (তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ণধার> (প্রাকৃত) *কণ্নঢার>কান্ঢার}
- Bengali Word কাত ১ English definition [কাত্] (বিশেষ্য) পাশ; দিক (ডান কাতে শোও)। □ (বিশেষণ) ১ একপেশে; আড়; বক্র(কাত হয়ে শোয়া)। ২ ভূলুষ্ঠিত; পর্যুদস্ত (একচড়ে কাত)। {(তুলনীয়) (হিন্দী) কইত}
- Bengali Word কাত ২ English definition [কাত্] (বিশেষ্য) কায়স্থ (মুহুরী যে আছে এক গোবর্ধন নাম … লেখাতে পাড়াতে সেই অতি বড় কাত-পূর্ববঙ্গ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কায়স্থ>কায়ত্থ>কায়েত, কাত}
- Bengali Word কাত ৩ English definition [কাত্] (ক্রিয়াবিশেষণ) কোথায়; কোন স্থানে (না কর কপট প্রভু সংসারের নাথ। বিদিত হইলা আর লুকাইবা কাত-বৃন্দাবন দাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুত্র> ( প্রাকৃত) কৎথ>}
- Bengali Word কাত ৪ English definition [কাত্] (বিশেষ্য) জমিনের টুকরা; অংশ। {(আরবি) কিতআহ }
- Bengali Word কাতর English definition [কাতোর্] (বিশেষণ) ১ বিপন্ন। ২ দুঃখে পীড়িত। ৩ অধীর; ব্যাকুল। ৪ কুণ্ঠিত। ৫ অভাবগ্রস্ত; কাঙাল (সাধু নহে ধনেতে কাতর-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। কাতরতা, কাতর্য বি। কাতরা (স্ত্রীলিঙ্গ)। কাতরকন্ঠ, কাতরস্বর (বিশেষ্য) যন্ত্রণা প্রকাশক ধ্বনি; আর্তরব। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু>কা+√তৃ+অ>; (তৎসম বা সংস্কৃত শব্দ) সুপ&সুপা}
- Bengali Word কাতরা English definition [কাত্রা] (বিশেষ্য) ফোঁটা; এক অঞ্জলি (মিশে যায় কেন সেই কাত&রা জীবনের অতলান্ত দরিয়ায়-ফররুখ আহমদ)। {(আরবি) কতরাহ}
- Bengali Word কাতরানো , কাতরান English definition [কাত্রানো] (ক্রিয়া) ১ যন্ত্রণায় কাতর হয়ে শব্দ করা; আর্তনাদ করা। ২ ছটফট করা। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। কাতরানি (বিশেষ্য) ১ যন্ত্রণাসূচক কাতর শব্দ; আর্তনাদ; গোঙানি (বুড়া মানুষের কাতরানি শুনিতে পাইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ ছটফটানি (এই ভাতের জন্যে কাতরানি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাতর+ বা.আ>√কাতরা+আনো, আন}
- Bengali Word কাতরোক্তি English definition [কাতোরোক্তি] (বিশেষ্য) শোকদুঃখ বেদনাপূর্ণ উক্তি; করুণ কথা (কাতরোক্তি যত গভীর, যতই হৃদয়বিদারক হউক না কেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কাতর+উক্তি; (কর্মধারয় সমাস)
- Bengali Word কাতর্য English definition ⇒ কাতর
- Bengali Word কাতলা , কাতল English definition [কাত্লা, কাতোল্] (বিশেষ্য) ১ বড় আকারের মাছবিশেষ। ২ ((আলঙ্কারিক)) বড়লোক। ৩ (( আলঙ্কারিক)) মস্ত দাঁও। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাতল>?}