- Bengali Word কাউ , কাউয়া English definition [কাউ, কাউয়া] (বিশেষ্য) কাক (শুকানো ডালেতে বসি কু বোলয় কাউ-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))।
{(তৎসম বা সংস্কৃত শব্দ ) কাক+(বাংলা) উয়া=কাকুয়া>কাউয়া, কাউ}
- Bengali Word কাউন , কাউনি English definition [কাউন্, কাউনি] (বিশেষ্য) সর্ষের আকারের এক প্রকার খাদ্যশস্য; কাকুন (ধান কাউনের লিখন লিখি করছে নিতুই পাঠ-(জসীমউদ্দীন))।
{(তৎসম বা সংস্কৃত শব্দ ) কঙ্গুনী >কগ্গুনী>কাগুনি >কাউনি, কাউন}
- Bengali Word কাউন্সিল English definition [কাউন্সিল্] (বিশেষ্য) আইনসভা; পরিষদ, (চরকা কাউন্সিল ভাঙা কিছুর দরকার হত না-রাজশেখর বসু (পরশু))।{(ইংরেজি) council}