- Bengali Word কাঁচি ১ , কাচি , ‘ কাইচা ’ English definition [কাঁচি, কাচি, কাইচা] (বিশেষ্য) ১ দুই-ফলাবিশিষ্ট কাটার অস্ত্রবিশেষ; ছেদনী।
২ বকের গলার ন্যায় লম্বা ও সরু অস্ত্রবিশেষ; ফসল কাটার অস্ত্র (মোদের ক্ষেতে ধান কেটেছে, কালকে যারা কাঁচির খোঁচায়-(জসীমউদ্দীন))।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্তরী>; (উর্দু) কয়নচি }
- Bengali Word কাঁচি ২ English definition [কাঁচি] (বিশেষ্য) ১ কুঁচ; গুঞ্জ (কাঁচি দিয়া কৈল মান ষোল রতি দুই ধান-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))।
২ চন্দ্রহার।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কাঞ্চী>(প্রাকৃত) কংচি>; হি, কাংচী}
- Bengali Word কাঁচি ৩ English definition [কাঁচি] (বিশেষণ) নতুন; কাঁচা; সদ্য জেগে ওঠা (এবারে নদীর কাঁচি চরে চাষ দিয়া এ গ্রামের লোকেরা কিছু বোরো ধান পাইয়াছিল- রবীন্দ্রনাথ ঠাকুর)।
{কাঁচা+ই}