• Bengali Word কায়দা , কাএদা English definition [কায়্‌দা] (বিশেষ্য) ১ কৌশল; পটুতা; দক্ষতা (দায়ে পড়লে কায়দা বেরোয় মস্তিষ্ক ফুঁড়ে-মনোজ বসু)। ২ উপায় (পানি ভরা গড়খাই, যাবার কায়দা নাই-সৈয়দ হামজা)। ৩ আচার ব্যবহারের রীতি বা পদ্ধতি (কায়দা মতো রোম ঠোকা)। ৪ আয়ত্তি; অসুবিধাজনক অবস্থা; অধীনতা (অত বড় কঠিন বিষয়টিকে এমন কায়দার মধ্যে এনে-কেদারনাথ মজুমদার)। ৫ আরবি বর্ণমালা ও বানান শিক্ষার প্রাথমিক পুস্তক। কায়দা পাওয়া (ক্রিয়া) আপনার অধিকারের মধ্যে পাওয়া; বাগে পাওয়া; কাউকে জব্দ করার সুযোগ লাভ করা; হাতের মুঠোয় পাওয়া। {(আরবি) কায়দাহ}
    • Bengali Word কায়দাদুরস্ত English definition [কায়্‌দাদুরস্‌ত্‌] (বিশেষ্য) নির্ভুল চালচলনযুক্ত; মার্জিত আচার-ব্যবহারসম্পন্ন (যেমন চেহারা তেমনি কথাবার্তা; তেমন কায়দা-দুরস্ত-সুকুমার রায়)। {(আরবি) কায়দাহ +(ফারসি) দরসত; ( তৎপুরুষ সমাস)}
    • Bengali Word বেকসুর, বেকায়দা, বেকার, বেকুব, বেকুবি English definition ⇒ বে২