ক পৃষ্ঠা ৩১
- Bengali Word কলেজ , কালেজ English definition [কলেজ্, কালেজ্] (বিশেষ্য) হাইস্কুলের পরবর্তী উচ্চ শিক্ষা-কেন্দ্র; (পরি.) মহাবিদ্যালয়। কলেজীয় (বিশেষণ ) কলেজ সম্পর্কিত (অকস্মাৎ করি আবিষ্কার কলেজীয় বন্ধু এক-রখা)। {(ইংরেজি) college}
- Bengali Word কলেজা , কলেজি English definition ⇒ কলিজা
- Bengali Word কলেবর English definition [কলেবর্] (বিশেষ্য) দেহ; শরীর। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কলে+কর; অলুক্, ৭ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word কলেমা English definition ⇒ কলমা
- Bengali Word কলেরা English definition [কলেরা] (বিশেষ্য) বিসূচিকা রোগ; ওলাউঠা; ভেদবমি। {(ইংরেজি) cholera}
- Bengali Word কলোচ্ছলিত English definition [কলোচ্ছোলিতো] (বিশেষণ) মধুর শব্দে উচ্ছসিত (কলোচ্ছলিত ঝরণা-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কল+উচ্ছলিত; ৩ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word কলোনি English definition [কলোনি] (বিশেষ্য) উপনিবেশ; মহল্লা; পাড়া (কলোনির জীবন মথিত ঐকতান-আজা)। {(ইংরেজি) colony}
- Bengali Word কল্ক English definition [কল্কো] (বিশেষ্য) ১ পাপ। ২ ময়লা। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √কল্+ক;কল্ক+অ(অচ্)}
- Bengali Word কল্কা English definition ⇒ কলকা
- Bengali Word কল্কি , কল্কী English definition [কোল্কি] (বিশেষ্য) কলি যুগের শেষ অবতার। পুরাণ মতে ইনি কলি যুগের শেষে অধর্মনাশের জন্য আগমন করবেন। কল্কিপুরাণ (বিশেষ্য) হিন্দু কল্কি অবতার বিষয়ক পুরাণবিশেষ, এর অন্য নাম ‘অনুভাগবত’। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কল্ক+ই(ন্); কল্কিন্>কল্কী}
- Bengali Word কল্প English definition [কল্পো] (বিশেষ্য) ১ আটশ চৌষট্টি কোটি বৎসর। ২ হিন্দুদের পূজা বিধি সংক্রান্ত বেদাঙ্গ গ্রন্থবিশেষ। ৩ ঈষৎ ন্যূনার্থে অর্থাৎ মূলের চেয়ে কিঞ্চিত কম-এই ব্যবহৃত তদ্ধিত প্রত্যয় (পিতৃকল্প ব্যক্তি, দেবকল্প মানুষ, মৃতকল্প)। ৪ সিদ্ধান্ত; সংকল্প; অভিপ্রায় (সংবাদ না দিয়া নিশ্চিত থাকা কোনও মতে উচিত কল্প হইতেছে না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৫ প্রলয়। ৬ পক্ষ। ৭ পূজাবিধি। □ (বিশেষণ) ১ কল্পনা করে এমন। ২ রচনা করে এমন। কল্পতরু, কল্পদ্রুম ( বিশেষ্য) ১ যে স্বর্গীয় বৃক্ষের নিকট থেকে আকাঙ্ক্ষিত ফল লাভ করা যায়। ২ আকাঙ্খিত বস্তু বিতরণের মুক্ত হস্ত। কল্পবৃক্ষ (বিশেষ্য) যে বৃক্ষ প্রার্থীকে আকাঙ্ক্ষিত ফল দিতে পারে (কল্পবৃ্কষ পবিত্র ‘জৈতুন’ গাছ যথা থাকে-কাজী নজরুল ইসলাম)। কল্পলতা (বিশেষ্য) অভীষ্ট প্রদানের ক্ষমতা বিশিষ্ট লতা (সেই খানেতেই কল্পলতা যেখানে মোর দাবীদাওয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। কল্পলোক ( বিশেষ্য) কল্পনার জগৎ; মানসভূমি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক ৯প্+অ(অচ্)}
- Bengali Word কল্পতরু , কল্পদ্রুম English definition ⇒ কল্প
- Bengali Word কল্পন English definition [কল্পোন্] (বিশেষ্য) ১ পরিকল্পনা; উদ্ভাবন। ২ সিদ্ধান্ত করা; স্থিরীকরণ। ৩ অনুমান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কল্পি+অন(ল্যুট্)}
- Bengali Word কল্পনা English definition [কল্পোনা] (বিশেষ্য) ১ মানস রচনা; জাগ্রত স্বপ্ন; কবির সৃষ্টি। ২ রচনা; উদ্ভাবনা। ৩ অলীক; মনগড়া বিষয়। ৪ ধারণা; আন্দাজ; অনুমান। ৫ রচনাশক্তি; সৌন্দর্য সৃষ্টি ক্ষমতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কল্পি+অন(ল্যুট্)+আ}
- Bengali Word কল্পবৃক্ষ , কল্পলতা , কল্পলোক English definition ⇒ কল্প
- Bengali Word কল্পান্ত English definition [কল্পান্তো] (বিশেষ্য) ১ আটশ চোষট্টি কোটি বৎসর শেষ। ২ কিয়ামত; মহাপ্রলয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কল্প+অন্ত; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word কল্পারম্ভ English definition [কল্পারম্ভো] (বিশেষ্য) হিন্দুমতে পূজাবিধির আরম্ভ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কল্প+আরম্ভ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word কল্পিত English definition [কোলপিতো} (বিশেষণ) ১ কল্পনা করা হয়েছে এমন। ২ রচিত; সম্পাদিত। ৩ অনুমিত; অবাস্তব। ৪ মনগড়া; উদ্ভাবিত (তুচ্ছ এবং কল্পিত কারণে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ আরোপিত ৬। (বিশেষণ) (গণিত.) imaginary। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কল্পি+ত(ক্ত)}
- Bengali Word কল্পী English definition [কোল্পি] (বিশেষণ) কল্পক; কল্পনাকারী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কল্প্+ইন্(ইনি)}
- Bengali Word কল্প্য English definition [কোল্পো] (বিশেষণ) কল্পনার যোগ্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √কল্পি+য(যৎ)}