ক পৃষ্ঠা ৩৪
- Bengali Word কস ২ , কশ , কষ English definition [কশ্] (বিশেষ্য) ফল ও গাছ থেকে নির্গত রস বিশেষ; কষায় রস; কটু বা তিক্ত রস (যে সাহিত্যে দম নেই তাতে অন্ততঃ কস থাকা আবশ্যক-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কষায়>}
- Bengali Word কসব , কশব (অপ্র.) English definition [কসব্] (বিশেষ্য) ১ বেশ্যাবৃত্তি (কুমারীর ধর্ম নষ্ট করে শেষে তাড়িয়ে দেওয়া হবে-তখন বাজারে কশব করাই তার অনন্যগতি হয়ে পড়ে -কালীপসন্ন সিংহ)। ২ ব্যবসায়। {(আরবি) কাসব্ }
- Bengali Word কসবা English definition [কস্বা] (বিশেষ্য) সমৃদ্ধ বসতি; ভদ্র পল্লি; উন্নত গ্রাম (বড় বড় সহর বড় বড় নামজাদা নগরে; কসবা জায়গায় এত নেসার ভিড় নাই- মীর মশাররফ হোসেন)। ২ ক্ষুদ্র শহর; তুর্কি আমলের ছোট প্রশাসন কেন্দ্র। {(আরবি) কস্বাহ্ }
- Bengali Word কসবি , কশবী English definition [কসবি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বেশ্যা; বারাঙ্গনা(কসবী ঘরে আইছ বান্দর-অমৃব)। কসবিপনা (বিশেষ্য) বেশ্যার ব্যবহার; বারাঙ্গনার আচরণ। {(আরবি) কাসবী }
- Bengali Word কসম , কছম ২ English definition [কসোম্, কছোম্] (বিশেষ্য) শপথ; কিরা; দিব্যি (মাশুকের বাহু ছাড়ায়ে আশিক কসম করিছে হবে শহীদ-কাজী নজরুল ইসলাম)।কসম খাওয়া (ক্রিয়া) শপথ করা; দিব্যি করা (গা ছুঁয়ে কসম খেয়ে আর- আজিমুদ্দীন)। কসম দিব্যি (বিশেষ্য) শপথ; কিরা (হরবকৎ কথার পিঠে কথা বলবে এমন কোনো কসম দিব্যি নেই-সৈয়দ মুজতবা আলী)। কসমাকসমি (বিশেষ্য ) উভয় পক্ষের শপথ করণ। {(আরবি) কসম }
- Bengali Word কসমস English definition [কস্মস্] (বিশেষ্য) ফুল বিশেষ। {(ইংরেজি) cocmos}
- Bengali Word কসর , কছর English definition [কসোর্, কছোর] (বিশেষ্য) ১ প্রাসাদ (কেল্লা কসর পাহাড় সোসর বরুজ-মীনার সমুদ্যত-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ সংক্ষেপ করা; সফরের সময়ে চারি রাকাত স্থলে দুই রাকাত নামাজ পাঠ (সফরকালে নামাজ কসর পড়তে হয়)। ৩ কমি। {(আরবি) কস্র্ }
- Bengali Word কসরত , কসলত English definition [কস্রত্, কস্লত্] (বিশেষ্য) ১ ব্যায়াম; অঙ্গ চালনার কৌশল (রামলাল কসলত করিত তাহাতে আমি পরিহাস করিতাম- প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ কায়দা; কৌশল (পীর সাহেরেব ভাত ভাঙিবার কসরত দেখার সুযোগ ইতিপূর্বে এমদাদের হয় নাই-আবুল মনসুর আহমদ)। ৩ অভ্যাস; চর্চা; অনুশীলন (বই পড়ার দরুণ বুদ্ধিরই কসরৎ হয়; আত্মার অনুশীলন হয় না-ড. কাজী মোতাহার হোসেন)। ৪ প্রয়াস; প্রতিকূল অবস্থার সহিত যুদ্ধ (এদিকে অনেক কসলতের পর কেরামতি গুড়ি গুড়ি চলতে লাগলেন-কালীপসন্ন সিংহ)। {(আরবি ) কস্রাহ্ }
- Bengali Word কসা ২ , কশা English definition [কশা] (বিশেষণ) ১ খচিত; পরিশোভিত (সোনা মুক্তা হীরা কসা বই নাই আর-বৃন্দাবন দাস)। ২ দুর্মূল্য; মহার্ঘ (বাজার কসা কি রকম-রজনীকান্ত সেন)। ৩ (বিশেষণ) আঁটসাঁট (কসা জুতোর একটু চাপ পেলেই -অবনীন্দ্রনাথ ঠাকুর)। কশা-মাজা (বিশেষ্য) দরদস্তুর; দরকষাকষি; দাম দস্তুর (অনেক কসা-মাজার পর একজনকে ভাড়া যেতে সম্মত কল্লেন-কালীপসন্ন সিংহ)। {(ফারসি) কশা }
- Bengali Word কসাই , কশাই English definition [কশাই্] (বিশেষ্য) ১ যারা গবাদি পশু হত্যা করে মাংস বিক্রয় করে; পশুবধকারী (আমি আজ হত্যাকারী কশাই -কাজী নজরুল ইসলাম)। ২ অতিশয় নির্মম ব্যক্তি (কসাই সম জবাই করে যে জাতির স্বার্থ-জগলুল হায়দার আফরিক)। ৩ ((আলঙ্কারিক)) অত্যন্ত স্বার্থপর ব্যক্তি; অন্যের দুঃখদুর্দশার প্রতি ভ্রূক্ষেপশূন্য লোক।কসাইখানা (বিশেষ্য) ১ যেখানে মাংস বিক্রয় হয়; কসাইয়ের দোকান। ২ যে স্থানে পশু জবাই হয়। ৩ ((আলঙ্কারিক)) অতি নির্মম স্থান। কসাইগিরি (বিশেষ্য) ১ কসাইয়ের ব্যবসা। ২ ((আলঙ্কারিক)) কসাইয়ের মতো ব্যবহার; নির্মমতা; হৃদয়হীন আচরণ (ছেলেমানুষির কসাইগিরি করতে যাবই বা কেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। কসাইয়ের হাতে পড়া - নিষ্ঠুর ব্যক্তির সংস্পর্শে আসা বা তার অধীন হওয়া; নির্দয় ব্যক্তির পাল্লায় পড়া। {(আরবি) কসসাব }
- Bengali Word কসাল (মধ্যযুগীয় বাংলা) English definition [কশাল্] (বিশেষণ) অনুজ্জ্বল রক্তবর্ণ (কসাল পিআল ডগরে (তগরে)-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কষ্>+( বাংলা) আল}
- Bengali Word কসাড় English definition ⇒ কশাড়
- Bengali Word কসি English definition ⇒ কশি
- Bengali Word কসীদা English definition [কোসিদা] (বিশেষ্য) কবিতা; উদ্দেশ্যমূলক প্রশয়সা-সূচক দীর্ঘ কবিতা। {(আরবি) কসীদাহ্ }
- Bengali Word কসুর , কছুর English definition [কোসুর্, কছুর্] (বিশেষ্য) ১ ক্রটি; অপরাধ; অন্যায় (ঠিক বটে, তার বহুৎ কসুর মাফ কিছুতেই নয়-মোহিতলাল মজুমদার; কোন কসুর হয়ে থাকলে মাফ চাই-হাবীবুর রহমান)। ২ ভুল (কসুর করেছিলাম মাগো শ্বশুরের কন্যে এনে-কাজী নজরুল ইসলাম)। ৩ অবহেলা (দাম বেশি হলেও তা কিনতে তিনি কসুর করবেন না-নাআ)। ৪ ন্যূনতা; কমতি; অপূর্ণতা (আপনাকে দিতে থুতে আমি কসুর করি নাই-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। কসুর নাই , কামাইও নাই-এক এক নাগাড়ে চলেছে এমন; বিরতিহীন। {(আরবি) কসুর }
- Bengali Word কসেরু English definition ⇒ কশেরু
- Bengali Word কসেল্লা English definition [কশেললা, কসেল্লা] (বিশেষ্য) কষ্ট; দুঃখ (এদেশে আসিতে তুমি পাইলে কসেল্লা-সৈয়দ হামজা)। { (আরবি) কসালাহ }
- Bengali Word কস্ততুরিকা English definition ⇒ কস্তুরী
- Bengali Word কস্তা English definition [কস্তা] (বিশেষণ) টকটকে লাল; লোহিত বর্ণ। কস্তাপাড় (বিশেষ্য) চওড়া লাল পাড়।কস্তাপেড়ে (বিশেষণ) চওড়া লালপাড়যুক্ত (কস্তাপেড়ে ধুতি পরা-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কষ্>কস+তা}
- Bengali Word কস্তাকস্তি English definition [কস্তাকোস্তি] (বিশেষ্য) ১ ধ্বস্তাধ্বস্তি; পাল্লাপাল্লি। ২ কুস্তি। {(ফারসি) কুশ্তী ; কুস্তী ;(বহুব্রীহি সমাস)}