• Bengali Word কলমা , কলেমা English definition [কল্‌মা, কলেমা] (বিশেষ্য) ১ ইসলামের মূলমন্ত্র-কলেমা “তায়্যিবাঃ লা-ইলাহা ইল্লাল্লাহু মুহম্মদুর রসূলুল্লাহ” অর্থাৎ আল্লাহ ব্যতীত উপাস্য নাই, মুহম্মদ (সা.) আল্লাহর রসুল-ইসলামের এই বিশ্বাস মূলক স্বীকারোক্তি (কলেমা শাহাদতের বাণী ঠোটে কে এল ওই-কাজী নজরুল ইসলাম)। ২ বাণী; sermon (সে যেন ফাঁসলি আগে পাদরী সাহেবের কলমা শুনছে-কেদারনাথ মজুমদার)। কলমাপড়া (ক্রিয়া) ১ ইসলামের মূলমন্ত্র আবৃত্তি করা। ২ যথারীতি বিবাহ করা। কলমা পড়ানো (ক্রিয়া) যথারীতি বিবাহ দান (মোল্লা তখন কলমা পড়ায় সাক্ষী উকিল ডাকি-(জসীমউদ্‌ দীন))। কলমা শাহাদৎ (বিশেষ্য) স্বাক্ষ্যবাণী - “আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ব্যতীত উপাস্য নেই, তিনি একক ও শরিকহীন এবং সাক্ষ্য দেই যে মুহম্মদ (সা.) তাঁর রসূল।” {(আরবি) কালিমাহ }