• Bengali Word কলিজা , কলজে English definition [কোলিজা, কোল্‌জে] (বিশেষ্য) ১ যকৃৎ; liver; মেটুলি। ২ সাহস; বুকের পাটা। ৩ মর্ম; প্রাণ; অন্তর (ছেলেদের মুখে বনি-আমীনের খবর শুনে বৃদ্ধ পয়গম্বরের কলেজা ছিঁড়ে গেল-শেখ ফজলল করিম)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কালেয়>‘কলেজা’ (তুলনীয়) (হিন্দী) কলেজা}