• Bengali Word কল্প English definition [কল্‌পো] (বিশেষ্য) ১ আটশ চৌষট্টি কোটি বৎসর। ২ হিন্দুদের পূজা বিধি সংক্রান্ত বেদাঙ্গ গ্রন্থবিশেষ। ৩ ঈষৎ ন্যূনার্থে অর্থাৎ মূলের চেয়ে কিঞ্চিত কম-এই ব্যবহৃত তদ্ধিত প্রত্যয় (পিতৃকল্প ব্যক্তি, দেবকল্প মানুষ, মৃতকল্প)। ৪ সিদ্ধান্ত; সংকল্প; অভিপ্রায় (সংবাদ না দিয়া নিশ্চিত থাকা কোনও মতে উচিত কল্প হইতেছে না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৫ প্রলয়। ৬ পক্ষ। ৭ পূজাবিধি। □ (বিশেষণ) ১ কল্পনা করে এমন। ২ রচনা করে এমন। কল্পতরু, কল্পদ্রুম ( বিশেষ্য) ১ যে স্বর্গীয় বৃক্ষের নিকট থেকে আকাঙ্ক্ষিত ফল লাভ করা যায়। ২ আকাঙ্খিত বস্তু বিতরণের মুক্ত হস্ত। কল্পবৃক্ষ (বিশেষ্য) যে বৃক্ষ প্রার্থীকে আকাঙ্ক্ষিত ফল দিতে পারে (কল্পবৃ্কষ পবিত্র ‘জৈতুন’ গাছ যথা থাকে-কাজী নজরুল ইসলাম)। কল্পলতা (বিশেষ্য) অভীষ্ট প্রদানের ক্ষমতা বিশিষ্ট লতা (সেই খানেতেই কল্পলতা যেখানে মোর দাবীদাওয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। কল্পলোক ( বিশেষ্য) কল্পনার জগৎ; মানসভূমি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক ৯প্‌+অ(অচ্‌)}