ক পৃষ্ঠা ৩২
- Bengali Word কল্মষ English definition [কল্মশ্] (বিশেষ্য) ১ কলুষ; পাপ; ময়লা। ২ নরক বিশেষ। □ (বিশেষণ) মলাবিষ্ট; আবিল; পাপিষ্ঠ; পাপাত্মা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্মন্+ √সো+ অ(ক)}
- Bengali Word কল্মাষ English definition [কল্মাশ্] (বিশেষ্য) ১ রাক্ষস। ২ কৃষ্ণবর্ণ; মিশ্রবর্ণ; বিচিত্রবর্ণ। কল্মাষপাদ (বিশেষ্য ) রাজা সৌদাস। □ (বিশেষণ) নর-রাক্ষস (কলুষ ক্লিন্ন কল্মাষপাদ রাক্ষস নরবেশে; হরিণ বরাহ নির্মূল করি মানুষ মৃগয়া শেষে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কল্+√মস্+অ(অণ্)}।
- Bengali Word কল্য English definition [কোল্লো] (বিশেষ্য) ১ আগামীকাল (আগামীকল্য); পরবর্তী দিবস। ২ গত দিবস; গতকাল (গতকল্য)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলা+ য(যৎ)}
- Bengali Word কল্যকার English definition [কোল্লোকার্] (বিশেষণ) পূর্ব বা পর দিবসের। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কল্য+কার<(তৎসম বা সংস্কৃত শব্দ) কর}
- Bengali Word কল্যবর্ত English definition [কোল্লোবর্তো] (বিশেষ্য) প্রাতরাশ; প্রাতর্ভোজন (breakfast)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কল্য+বর্ত}
- Bengali Word কল্যাণ English definition [কোল্ল্যান্/কোল্লান্] (বিশেষ্য) ১ মঙ্গল; শুভ। ২ কুশল। ৩ সমৃদ্ধি। ৪ সহায়তা; আনুকূল্য; দাক্ষিণ্য (তোমার কল্যাণে সুখের মুখ দেখেছি)। ৫ সঙ্গীতের রাগবিশেষ। কল্যাণী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ মঙ্গলময়। ২ মঙ্গলজনক; শুভদ। কল্যাণকর (বিশেষণ) মঙ্গলজনক। কল্যাণময় (বিশেষণ) মঙ্গলময়। কল্যাণময়ী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) মঙ্গলময়ী; কল্যাণী।কল্যাণাস্পদ (বিশেষণ) কল্যাণ-ভাজন বয়ঃকনিষ্ঠের প্রতি সম্বোধন বা তার উল্লেখ। কল্যাণময়ী (বিশেষণ) কল্যাণাস্পদ; শুভাশীর্বাদের পাত্র; বয়ঃকণিষ্ঠের প্রতি পত্রে সম্বোধনের পাঠ। কল্যাণীয়া (বিশেষণ) ( স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কল্য+√অন্+অ(অন্)}
- Bengali Word কল্যাণবর , কল্যাণবরেষু English definition [কোল্ল্যান্বর্, কোল্ল্যান্বরেশু] (বয়ঃকনিষ্ঠ পুরুষের কল্যাণ কামনায় তার নিকট লেখা চিঠিতে বয়োজ্যেষ্ঠের সম্বোধনের পাঠ। (ব্যাকরণগত অধিকতর শুদ্ধ পাঠ-কল্যাণীয়বর, কল্যাণীয়বরেষু)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কল্যাণীয়+ বর, বরেষু}
- Bengali Word কল্যাণীয়েষু English definition [কোল্ল্যানিয়েশু] (বিশেষ্য) বয়ঃকনিষ্ঠের নিকট লিখিত সম্বোধনের পাঠ। কল্যাণীয়াষু ( স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কল্যাণ+ ঈয়= কল্যাণীয়+৭মী বহুব}
- Bengali Word কল্লা ১ , কল্যা English definition [কল্লা, কোল্লা] (বিশেষ্য) মাথা; মুণ্ড (ওদের কল্লা দেখে আল্লা ডরায়, হল্লা শুধু হল্লা-কাজী নজরুল ইসলাম)। {( ফারসি) কল্লাহ্ }
- Bengali Word কল্লা ২ English definition [কল্লা] (বিশেষণ) ১ কলহপটু; কুঁদুলে; ঝগড়াটে। ২ চতুরা; দুষ্টা। □ (বিশেষণ) ঠাট; ঢং, চতুরালি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলহ> কল্লহ> কল্ল+আ=কল্লা; ( ফারসি) কল্লহ্-কন্ঠ; চোয়াল}
- Bengali Word কল্লিদার , কলিদার English definition [কোল্লিদার্, কোলিদার্] (বিশেষণ) কলির আকারের ছোট বস্ত্রখণ্ড দ্বারা সজ্জিত বা কারুখচিত (খদ্দরের কল্লিদার কোর্তা-আবুল মনসুর আহমদ)। {(বাংলা) কলি(কল্লি)+( ফারসি) দার=কলিদার>কল্লিদার}
- Bengali Word কল্লোল English definition [কল্লোল্] (বিশেষ্য) ১ জলস্রোতের কলকল শব্দ; মহতরঙ্গ (পঙ্কিল যত পল্বলে, আজ শোনো কল্লোল বন্যা জলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ পরম আনন্দ। ৩ শব্দ; ধ্বনি; কোলাহল (জনকল্লোল)। কল্লোলিত (বিশেষণ) কলধ্বনিতে মুখরিত; কোলাহলমুখর (নানা পাখীনাদে যেন বন কল্লোলিত-কাজী দৌলত)। কল্লোলিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ কলধ্বনিতে মুখরিত। □ (বিশেষ্য) নদী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কল্ল্+ওল(ওলট্) অথবা, কলরোপ>কল্লোল}
- Bengali Word কশ ২ , কস English definition [কশ] (বিশেষ্য) ১ ওষ্ঠাধরের দুই কোণ (ফেনা লেগে থাকে কশের কাছটাতে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ কোণ; কোণা। {(ফারসি) কাশ }
- Bengali Word কশফ English definition [কশ্ফ্] (বিশেষ্য) প্রকাশ; স্বর্গীয় প্রেরণা; প্রকাশিত সত্য। {(আরবি) কাশ্ফ্ }
- Bengali Word কশব , কশবি English definition ⇒ কসব
- Bengali Word কশা ১ , কসা (বিরল), কষা (বিরল) English definition [কশা] (বিশেষ্য) চাবুক; কোড়া। কষাঘাত (বিশেষ্য) চাবুকের আঘাত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কশ্+অ(অচ্)+ আ(টাপ্)(ছান্দস-অশ্বতাড়নী)}
- Bengali Word কশা ২ , কশানো English definition [কশা, কশানো] (ক্রিয়া) ১ চাবুকের দ্বারা আঘাত করা। ২ মারা; আঘাত করা (চড়কশানো)। □ (বিশেষ্য) আঘাত; চাবুকের আঘাত। □ (বিশেষণ) কশে এঁটে ধরে এমন; আঁটা (কশা জামা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ছান্দস ‘কশ’ ‘কশা’ (অশ্বতাড়নী)+ (বাংলা) আ, আনো=কশা, কশানো}
- Bengali Word কশাকশি English definition [কশাকোশি] (বিশেষ্য) টানাটানি (⇒কষাকষি), আঁটাআঁটি (লয়ে রশারশি, করি কশাকশি (কশাকষি), পোঁটলা পুঁটলি বাঁধি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) কশাকিশ ; ব্যতিহার (বহুব্রীহি সমাস )}
- Bengali Word কশাড় , কসাড় English definition [কশাড়্] (বিশেষ্য) তৃণবিশেষ; খড় জাতীয় কাশতৃণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কশেরু>}
- Bengali Word কশি , কষি English definition [কোশি] (বিশেষ্য) ১ সরল দেখা (একটা সোজা কসির মধ্যে প্রাণ কি অনিমেষভাবে জ্বলছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ দাঁড়ি। ৩ ফলের আঁটি (পাকা ফলের বুকের মাঝে যেমন শক্ত কষি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৪ কোমরের বাঁধন; কোমর সংলগ্ন বস্ত্রের গ্রন্থি। দাগকষি (বিশেষ্য) সরলরেখা টানার ruler বা মাপনী] {(ফারসি) কাশীদন্ কাশিশ্ }