ক পৃষ্ঠা ২৯
- Bengali Word কলম ৪ English definition [কলম্] (বিশেষ্য) পলওয়ালা লম্বা স্ফটিক বা কাঁচ খণ্ড (এক হাজার চার শ চল্লিশটা করে কাঁচের কলম, চব্বিশ রঙের রামধনুকের মত আভা দিচ্ছে -অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) column}
- Bengali Word কলম ৫ English definition [কলম্] (বিশেষ্য) স্তম্ভ; পত্রিকার কলম (চতুর্থ কলমে দ্রষ্টব্য)। {(ইংরেজি) column}
- Bengali Word কলম ৬ English definition [কলম্] (বিশেষ্য) শালিধান; কলমা ধান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কল&+অম, (আরবি) কলম }
- Bengali Word কলমদান , কলমদানি English definition ( বিশেষ্য ) লেখনী রাখার পাত্র। কলমি, কলুমে, কলমিয়া বিণ। কলমপেশা (বিশেষ্য) ১ লিপিজীবী; মসীজীবী; লেখক (কলমপেশার নির্বাক কাজ নিয়েছি কেন?-মনোজ বসু)। ২ কেরানিগিরি; লিপিকর বৃত্তি। কলমপেষা (ক্রিয়া) কেরানিগিরি করা; অবিশ্রাম লেখনী চালনা। কলমবাজ (বিশেষণ) শক্তিধর লিখিয়ে; রচনা-শক্তিসম্পন্ন (কেমনতরো কলমবাজ হে?-মনোজ বসু)। কলমবাজি (বিশেষ্য) ১ লেখনী চালনা; লেখনীযুদ্ধ (কলমবাজিতে উদর পূর্তি করে-মনোজ বসু)। ২ লেখকের বৃত্তি বা চাতুর্য। কলমি (বিশেষণ) ১ হস্তলিখিত (কলমি পুঁথি)। ২ কলমের আকৃতিবিশিষ্ট (কলমি বা কলমকাটা নাক)। কলমি পুঁথি (বিশেষ্য) পাণ্ডুলিপি। {( আরবি) কলম , (তৎসম বা সংস্কৃত শব্দ) কলম্ব}
- Bengali Word কলমা , কলেমা English definition [কল্মা, কলেমা] (বিশেষ্য) ১ ইসলামের মূলমন্ত্র-কলেমা “তায়্যিবাঃ লা-ইলাহা ইল্লাল্লাহু মুহম্মদুর রসূলুল্লাহ” অর্থাৎ আল্লাহ ব্যতীত উপাস্য নাই, মুহম্মদ (সা.) আল্লাহর রসুল-ইসলামের এই বিশ্বাস মূলক স্বীকারোক্তি (কলেমা শাহাদতের বাণী ঠোটে কে এল ওই-কাজী নজরুল ইসলাম)। ২ বাণী; sermon (সে যেন ফাঁসলি আগে পাদরী সাহেবের কলমা শুনছে-কেদারনাথ মজুমদার)। কলমাপড়া (ক্রিয়া) ১ ইসলামের মূলমন্ত্র আবৃত্তি করা। ২ যথারীতি বিবাহ করা। কলমা পড়ানো (ক্রিয়া) যথারীতি বিবাহ দান (মোল্লা তখন কলমা পড়ায় সাক্ষী উকিল ডাকি-(জসীমউদ্ দীন))। কলমা শাহাদৎ (বিশেষ্য) স্বাক্ষ্যবাণী - “আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ব্যতীত উপাস্য নেই, তিনি একক ও শরিকহীন এবং সাক্ষ্য দেই যে মুহম্মদ (সা.) তাঁর রসূল।” {(আরবি) কালিমাহ }
- Bengali Word কলমি English definition [কোল্মি] (বিশেষ্য) শাকবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কলম্বী>কলম্বি>; কলম্মী>কলমি}
- Bengali Word কলম্ব English definition [কলম্বো] (বিশেষ্য) ১ বাণ; তীর; শর (অযুত কলম্বকুল উড়িল আকামে শনশনি-কায়া)। ২ শাকের ডাঁটা। ৩ কদম গাছ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কল্+অম্ব}
- Bengali Word কলম্বী , কলম্বিকা English definition [কলোম্বি, কলোম্বিকা] (বিশেষ্য) কলমি শাক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলম্ব+ঈ, +ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word কলশি , কলশী English definition ⇒ কঁলস
- Bengali Word কলস , কলসি , কলশি English definition [কলোশ্, কোল্শি, কোল্শি] (বিশেষ্য) ১ ঘড়া; গাগরি; জলপাত্র বিশেষ। ২ কলসাকৃতি গৃহচূড়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কল্+√শু+অ(ড)+ঈ>ই}
- Bengali Word কলহ English definition [কলোহো] (বিশেষ্য) ঝগড়া; বিবাদ; বচসা; বাক-বিতণ্ডা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কল+√হন্+অ(ড)}
- Bengali Word কলহান্তরিতা English definition [কিলোহান্তোরিতা] (বিশেষ্য) যে নায়িকা নায়কের সঙ্গে কলহ বা ঝগড়া করে দুরে থেকে অনুতাপ করে, তাকে ‘কলহান্তরিতা’ বলে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলহ+আন্তরিতা; ৩ (তৎপুরুষ সমাস); অথবা সুপ্সুপা; কলহ+অন্তর+ইত্(ইতচ্)}
- Bengali Word কলহাস্য English definition ⇒ কল২
- Bengali Word কলা ১ English definition [কলা] (বিশেষ্য) ১ চাঁদের ষোলো ভাগের একভাগ (দ্বিতীয়ার চন্দ্র যেন নিত্য বাঢ়ে কলা-সৈয়দ আলাওল)। ২ কালের পরিমাণ বিশেষ; অল্প সময়। ৩ গীতবাদ্যনৃত্যাদি চৌষট্টি বিদ্যা। ৪ শিল্প; চারুশিল্প। ৫ কৌশল; কারিগরি; নির্মাণকুশলতা; করুশিল্প। ৬ ছল-চাতুরী (পতি ভুলাবার কলা-ভারতচন্দ্র রায় গুণাকর)। কলাধর (বিশেষ্য) চন্দ্র (আকাশে করেন কেলি লয়ে কলাধরে রোহিণী-মাইকেল মধুসূদন দত্ত)। কলাবৎ, কলাবত (বিশেষণ) (বিশেষ্য) ওস্তাদ গায়ক; কালোয়াত; সঙ্গীতশিল্পে পারদর্শী (কাবুলে যে দেড়জন কলাবত আছেন তাঁরা গান শিখেছেন যুক্ত প্রদেশে-সৈয়দ মুজতবা আলী)। কলাবতী (স্ত্রীলিঙ্গ) সুকুমার শিল্পে নিপুণা; শিল্পকুশলা স্ত্রী। কলাবিদ (বিশেষণ) শিল্পজ্ঞানী; শিল্পরসজ্ঞ; শিল্পরসিক। কলাবিদ্যা (বিশেষ্য ) শিল্পবিজ্ঞান। কলাভবন (বিশেষ্য) নানাবিধ শিল্পবিদ্যার আগার বা শিক্ষাকেন্দ্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কলি+অ(অচ্)}
- Bengali Word কলা ২ English definition [কলা] (বিশেষ্য) ১ স্বনাম প্রসিদ্ধ ফল; কদলী; রম্ভা। ২ কলাগাছ; কদলীতরু। ৩ বৃদ্ধাঙ্গুষ্ঠ; অবজ্ঞাসূচক শব্দ। ৪ অকিঞ্চিৎকর কিচু (কলা করবে; আমার ক্ষতি না, কলা হবে)। কলা খাওয়া (ক্রিয়া) নিরাশ হয়ে ফাঁকিতে পড়া; অবজ্ঞাপ্রকাশক উক্তি। কলা দেখানো (ক্রিয়া) ফাঁকি দেওয়া; বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন; ঠকানো (তোমায় ভেংচুতে ভেংচুতে ও কলা দেখাতে দেখাতে তবে যাব-কালীপসন্ন সিংহ)। কলাপোড়া খাও (ক্রিয়া) ফাঁকিতে পড়ো; উৎসন্নে যাও। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কদলক>(প্রাকৃত) কঅলঅ>কলা}
- Bengali Word কলাই ১ English definition [কলাই] (বিশেষ্য) শস্যবিশেষ; মাষকলাই; মটর কলাই জাতীয় শস্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলায়>কলাই}
- Bengali Word কলাই ২ English definition [কলাই] (বিশেষ্য) ধাতুপাত্রের পালিশ; ধাতুর ঔজ্জ্বল্য সাধক প্রলেপ। কলাইকর, কলাইগর (বিশেষ্য) কলাইকারী বা কলাই ব্যবসায়ী। কলাইকরা ( ক্রিয়া) উক্ত প্রলেপ দেওয়া। {(আরবি) কল’ঈ }
- Bengali Word কলানাথ , কলানিধি English definition ( বিশেষ্য ) চন্দ্র
- Bengali Word কলানুনাদী English definition [কলানুনাদি] (বিশেষ্য) ১ চড়ুই পাখি। ২ চাতক পাখি। ৩ ভ্রমর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কল+অনুনাদী; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word কলাপ English definition [কলাপ্] (বিশেষ্য) ১ ময়ূরের পুচ্ছ (কলাপ মেলি করে সে কেলি রৌদ্রে স্নেহ সঞ্চারি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ অলঙ্কার। ৩ গুচ্ছ; সমূহ (অমনি সে বাণবিদ্ধ কেশরীর মত আন্দোলিয়া কেশর কলাপ ছুটে গেল বনান্তরে ঊর্ধ্বশ্বাসে-মোহিতলাল মজুমদার)। ৪ বিখ্যাত সংস্কৃত ব্যাকরণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলা+√আপ্+অ, অথবা কলা+√পা+অ(অণ্)}