ক পৃষ্ঠা ২৮
- Bengali Word কলঙ্ক English definition [কলোঙ্কো] (বিশেষ্য) অপবাদ; দাগ; মরিচা; মালিন্য। করঙ্ক-কালিমা (বিশেষ্য) কলঙ্কজড়িত মালিন্য বা দাগ; বিরাট অখ্যাতি; নিন্দা বা অপযশ।কলঙ্কধরা, কলঙ্কপড়া (ক্রিয়া) দাগ পড়া; কলঙ্কিত হওয়া। কলঙ্কভঞ্জন (বিশেষ্য) কলঙ্ক বা অপযশ ক্ষালন; দোষ বা অপরাধ মোচন। কলঙ্কমোচন (বিশেষ্য) কলঙ্কভঞ্জন; অপযশ ক্ষালন। কলঙ্করটানো (ক্রিয়া) দুর্নাম বা নিন্দা ছড়ানো; (কারও) অসচ্চরিত্রতা সম্বন্ধে প্রচার করা। কলঙ্ক -লাঞ্ছিত (বিশেষণ) কলঙ্কের মসীতে লিপ্ত; অপযশের মসীতে চিহ্নিত; কৃত দুষ্কর্ম বা কলঙ্কের দ্বারা অপদস্থ; বিশেষভাবে অসম্মানিত বা দুর্নামগ্রস্ত; মসী-চিহ্নিত। কুলের কলঙ্ক (বিশেষ্য) কুলাঙ্গার; কুলের পক্ষে অযোগ্য বা অসম্মানাস্পদ (ব্যক্তি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলা+অঙ্ক, অথবা, ক+ √রঙ্কি+ অ(অন্)}
- Bengali Word কলঙ্কষ English definition [কলোঙ্কশ্] (বিশেষ্য) সিংহ; পশুরাজ। কলঙ্কষা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কল+ s(খচ্)+√কষ্+অ}
- Bengali Word কলঙ্কিত English definition [কলোঙ্কিতো] (বিশেষণ) কলঙ্কযুক্ত; কলঙ্কী; অপবাদগ্রস্ত। কলঙ্কিতা (স্ত্রীলিঙ্গ) {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলঙ্ক+ইত(ইতচ্)}
- Bengali Word কলঙ্কী (-স্কিন্) English definition [কলোঙ্কি] (বিশেষণ) অপযশ-লাঞ্ছিত; কলঙ্কযুক্ত; দুর্নামগ্রস্ত; দাগী; অঙ্কিত; যার অপযশ ঘেটেছে (কাঁদে রে কলঙ্কী চাঁদ মৃগলয়ে কোলে-ভারতচন্দ্র রায় গুণাকর)। কলঙ্কিনী (স্ত্রীলিঙ্গ)। {কলঙ্ক+ইন, +ঈ(ঙীয্)}
- Bengali Word কলটেপা English definition ⇒ কল১
- Bengali Word কলতান English definition ⇒ কল২
- Bengali Word কলত্র English definition [কলোত্ত্রো] (বিশেষ্য) পত্নী; স্ত্রী (অবশিষ্ট যৎ কিঞ্চিত স্বয়ং পুত্র, কলত্র ও দুহিতার সহিত আহার করিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কল+√ত্রৈ+অ; √গড্+অত্র(অত্রন্)}
- Bengali Word কলধৌত English definition [কলোধোউতো] (বিশেষ্য) ১ সোনা; সুবর্ণ (কলেবর কান্তি কিবা কলধৌত দাম-ঘনরাম চক্রবর্তী)। ২ রৌপ্য; রজত। কলধৌত-বাহিনী (বিশেষণ) রুপালি স্রোতোবতী; রজতধারা (সেই ক্ষুদ্র পল্লীগ্রাম বেড়িয়া অদ্যাপি সেই কলধৌত-বাহিনী গঙ্গা তর কর রব করিতেছেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কল+ধৌত; ৩ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word কলন English definition [কলোন্] (বিশেষ্য) ১ গণনা। ২ আহরণ; গ্রহণ। কলিত (বিশেষণ) ১ গণিত। ২ ধৃত; গৃহীত; আহৃত। উৎকলন (বিশেষ্য ) উদ্ধার। উৎকলিত (বিশেষণ) উদ্ধৃত; আহৃত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কল্++অন্(ল্যুট্)}
- Bengali Word কলন্তর English definition [কলন্তর্] (বিশেষ্য) ১ সুদ; কুসীদ (কেহ কলন্তর লয়, বৃষে কেহ ধান্য বয়-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কলান্তর>কলন্তর}
- Bengali Word কলন্দর , কালন্দর English definition [কলন্দর্, কালন্দর্] (বিশেষ্য) ইতস্তত পরিভ্রমণকারী মুসলমান ফকির বিশেষ (ঋণ কড়ি নাহি দাও নহ কলন্দর-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী); কালন্দর হয়্যা কেহ ফিরে দিবারাতি-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(আরবি) কলন্দার }
- Bengali Word কলপ English definition [কলোপ্] (বিশেষ্য) ১ খেজাব; পাকা চুল কালো করার রং। ২ (কাপড় কাচার পর কাপড়ে প্রদত্ত) ভাতের মাড়, অ্যারারুট প্রভৃতি। {( আরবি) কলফ্ }
- Bengali Word কলপিত English definition [কলোপিতো] (বিশেষণ) কলপ দ্বারা কালো-করা; কলপ-চর্চিত (প্রলেপে লোলচর্ম কলপিত কেশ বৃদ্ধের দশা প্রাপ্ত-রাজশেখর বসু (পরশু))। {(আরবি) কল্ব্ }
- Bengali Word কলবল ২ English definition [কল্বল্] (বিশেষ্য) জলে আলোড়ন ঘটিয়ে নড়াচড়া করার দৃশ্য (সেই জলে আজি নানান রোগের জীবাণু আসিয়া করিতেছে কলবল-( জসীমউদ্দীন))। {‘কিলবিল’ শব্দের (আঞ্চলিক) রূপ; ধ্বন্যাত্মক}
- Bengali Word কলবলি English definition [কল্বোলি] (বিশেষ্য) কোলাহল; বহুলোকের অস্পষ্ট কন্ঠধ্বনি (কলবলি শুনিয়া সবার কানে লাগে তালি-ফকির গরীবুল্লাহ)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word কলবিঙ্ক English definition [কলোবিঙ্কো] (বিশেষ্য) চটক পক্ষী; চড়াই পাখি (ময়ূরই সুন্দর, কলবিঙ্ক নয়, কাক নয় এই কথা যারা বলেছে এমন মানুষই পৃথিবীতে ছেয়ে রয়েছে দেখতে পাই-অবনীন্দ্রনাথ ঠাকুর; কুরর কুক্কুট কঙ্ক, কামী কোক কলবিঙ্ক, কলরব কুলিঙ্গ কর্কট-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কল+বিঙ্ক}
- Bengali Word কলভ English definition [কলভো] (বিশেষ্য) উষ্ট্র-শাবক; ধুতুরা গাছ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কল্+অভ(অভচ্)}
- Bengali Word কলম ১ English definition [কলম্] (বিশেষ্য) ১ লেখানী; নল; পালক; খাগড়া ইত্যাদি থেকে প্রস্তুতকৃত একপ্রকার লেখনী। ২ কলমের আকৃতি বিশিষ্ট কাঁচ কাটবার যন্ত্রবিশেষ। কলমকেসুর (বিশেষ্য) লেখনীর ভুলভ্রান্তি। কলমচি (বিশেষ্য ) শ্রুত-লেখক; লিপিকর।
- Bengali Word কলম ২ English definition [কলম্] (বিশেষ্য) ছোটো শাখার একপ্রান্ত কলমের মুখের মতো কেটে গাছের ডালে বেঁধে উৎপন্ন করা চারা (আমের কলম, জামের কলম, লেবুর কলম ইত্যাদি)। কলমি (বিশেষণ) কলমজাত বা কলমের গাছে উৎপন্ন (কলমি চারা)। {(আরবি) কলম , (হিন্দী) কলম}
- Bengali Word কলম ৩ English definition [কলম্] (বিশেষ্য) হুকুম; লেখা; লিখিত বিধান; নির্দেশ (খোদার কলম যেখানে যাকে মারা সেখানেই তো তার মৃত্যু। রদ না হইবে কভু কলম আল্লার -ফকির গরীবুল্লাহ)। {(আরবি) কলম }