ক পৃষ্ঠা ৩৩
- Bengali Word কশুর English definition ⇒ কসূর
- Bengali Word কশেরু , কসেরু English definition [কশেরু] (বিশেষ্য) ১ মেরুদণ্ড। ২ কেশুর। কসেরুক (বিশেষণ) ১ মেরুদণ্ডী। □ (বিশেষ্য) ১ মেরুদণ্ড। ২ কেশুর। কশেরুকা (বিশেষ্য) ১ মেরুদণ্ড। ২ মেরুদণ্ডের এক একটি অংশ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√শৃ+উ}
- Bengali Word কশ্যপ English definition [কশ্শোপ্] (বিশেষ্য) ১ মুনিবিশেষ। ২ সপ্তর্ষি মণ্ডলের অন্যতম তারকা। কশ্যপনন্দন (বিশেষ্য ) ১ কশ্যপের পুত্র। ২ গরুড়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কশ্য+√পা+অ(ক)}
- Bengali Word কষ ১ English definition [কশ্] (বিশেষ্য) ১ কষায় রস; ফল বা গাছের কটু রসবিশেষ। ২ কষায় রসের ছোট। ৩ ক্বাথ বিশেষ; উদ্ভিজ্জসার; পশুর চামড়া পাকিয়ে কার্যোপযোগী করার কষায় রস; tannin । {(তৎসম বা সংস্কৃত শব্দ) কষায়>; √কষ্+অ(ঘ)}
- Bengali Word কষ ২ English definition [কশ্] (বিশেষ্য) কৃষ্ণবর্ণ প্রস্তর বিশেষ; কষ্টিপাথর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কষ্টি>কষটি>কষই>কষ?; √কষ্+অ(ঘ)}
- Bengali Word কষণ , কষন ২ English definition [কশোন্] (বিশেষ্য) ১ বন্ধন; কাঁধাবাঁধি (নিয়মের চাপের কষণের ইতরা বিশেষ হওয়ার দরুন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ আঁটন; বাঁধন; দৃঢ় বন্ধন (কবরী ভূষণ কাঁচুলী কষণ কটির বসন খসে অমনি-ভারতচন্দ্র রায় গুণাকর)। □ (ক্রিয়া) কষানো; মাছমাংস জ্বাল দিয়ে সাঁতলানো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কষ্+অন}
- Bengali Word কষন ১ English definition [কশোন্] (বিশেষ্য) কষ্টিপাথরে ঘষে পরীক্ষা করা; স্বর্ণাদি যাচাই করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কষ্+অন}
- Bengali Word কষন ৩ English definition [কশোন্] (বিশেষ্য) চামড়ায় কষ দেওয়া; tanning। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কষ+অন}
- Bengali Word কষা ১ English definition [কশা] (বিশেষণ) ১ কষায় রসবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কষায়}
- Bengali Word কষা ২ English definition [কশা] (ক্রিয়া-বিশেষ্য) ১ কষ্টিপাথরে ঘষে সোনা যাচাই করা। ২ অঙ্ক করা; গণনা করা (আঁক কষা)। ৩ নির্ণয় করা; স্থির করা (হিসাব কষা, দর কষা)। {(ফারসি) কাশীদান }
- Bengali Word কষা ৩ English definition [কশা] (ক্রিয়া) রস মারা; সাঁতলানো। □ (ক্রিয়াবিশেষণ) ১ আঁট করে বাঁধা। □ (বিশেষণ) ১ কৃপণ। ২ বদ্ধকোষ্ঠ। ৩ রুক্ষ; কড়া (শরীর কষে যাওয়া) ৪ আক্রা। কষণ বি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কষ্+(বাংলা) আ}
- Bengali Word কষা ৪ , কষানো English definition [কশা, কশানো] (ক্রিয়াবিশেষণ) চামড়ায় কষ দেওয়া। {কষা+আনো}
- Bengali Word কষাকষি , কশাকশি English definition [কশাকোশি] (বিশেষ্য) ১ কোনো বিষয়ে দুই পক্ষের বাদানুবাদ; টানাটানি; তর্কবিতর্ক (দর কষাকষি)। ২ দুই পক্ষে অসন্তোষজনিত বিরূপভাব (মন কষাকষি)। {(ফারসি) কশাকশী }
- Bengali Word কষানি English definition [কশানি] (বিশেষ্য) ১ কষ-ধোয়া পানি। ২ পুঁজ; ঘায়ের কষ। {কষ+পানি >আনি}
- Bengali Word কষায় English definition [কশায়্] (বিশেষ্য) ১ কটু বা তিক্ত রস। ২ কষ। ৩ লালচে রং। ৪ ক্বাথ। □ (বিশেষণ) ১ কটুস্বাদ; তিক্ত (যে অল্প প্রমাণ জল থাকে তাহাও বৃক্ষের গলিত পত্র সকল অনবরত পতিতি হওয়াতে অত্যন্ত কটু ও কষায় হইয়া উঠে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ লোহিত; আরক্ত (ফাটলে ফাটলে কষায় নয়ন ভ্রূকুটি করেছে ক্রটিরে মম-সুধীন্দ্রনাথ দত্ত)।কষায়িত (বিশেষণ) রক্তিম; লাল হওয়া; রঞ্জিত (রোষ-কষায়িত লোচন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কষায়+অ(অক্)}
- Bengali Word কষি English definition ⇒ কশি
- Bengali Word কষিত English definition [কোশিতো] (বিশেষণ) ১ কষ্টি পাথরে পরীক্ষিত। ২ খাঁটি; নিখাদ (কষিত কনক কান্তি-(বিদ্যাপতি))। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √কষ্+ ত(ক্ত)}
- Bengali Word কষ্ট English definition [কশ্টো] (বিশেষ্য) ১ দুঃখ; ক্লেশ; বেদনা। ২ শ্রম; বিশেষ যত্ন; মেহনত; দুঃখসাধ্য চেষ্টা (কষ্টসাধ্য)। □ ( বিশেষণ) ক্লিষ্ট; স্বতঃস্ফূর্ত নয় এমন(কষ্টকল্পনা)। কষ্টক্লিষ্ট (বিশেষণ) যন্ত্রণা-পীড়িত; দুঃখ-তাপিত (কষ্টক্লিষ্ট প্রাণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। কষ্টেসৃষ্টে (ক্রিয়াবিশেষণ) দুঃখের মধ্য দিয়ে কোনো মতে; কটিন চেষ্টায় (কষ্টেসৃষ্টে দিন চলে যায়-সুকুমার রায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কষ্+ত(ক্ত)}
- Bengali Word কষ্টি English definition [কোশ্টি] স্বর্ণাদি যাচাই করার প্রস্তর বিশেষ; নিকষপাথর। কষ্টি পাথর (বিশেষ্য) নিকষপাথর (সে রসের কষ্টিপাথর হচ্ছে পাঠকের মন-মুহম্মদ মনসুরউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কষ্+তি(ক্তি)}
- Bengali Word কস ১ English definition ⇒ কশ