Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word পরিষেক Bengali definition [পোরিশেক্‌] (বিশেষ্য) ১ অভিষিক্তকরণ; পরিসেচন; সিক্তকরণ। ২ অবগাহন; গা ধোয়া। {(তৎসম বা সংস্কৃত) পরি+সেক}
  • Bengali Word পরিষেবক Bengali definition ⇒ পরিসেবক
  • Bengali Word পরিষেবা Bengali definition ⇒ পরিসেবা
  • Bengali Word পরিষ্করণ Bengali definition [পোরিশ্‌করোন্‌] (বিশেষ্য) পরিষ্কারকরণ; পরিশোধন। {(তৎসম বা সংস্কৃত) পরি+করণ}
  • Bengali Word পরিষ্কার Bengali definition [পোরিশ্‌কার্‌] (বিশেষ্য) পরিচ্ছন্নতা; স্বচ্ছাত; নির্মলতা। □ (বিশেষণ) ১ নির্মণ; সাফ; পরিচ্ছন্ন। ২ সরল; অকপট; উদার (মনটা একেবারে পরিষ্কার)। ৩ স্পষ্ট (পরিষ্কার কথা)। ৪ বাধাবিঘ্নহীন; প্রতিবন্ধকশূন্য (রাস্তা পরিষ্কার)। ৫ শুভ্র; অমলিন (পরিষ্কার কাপড়)। ৬ স্বচ্ছ (পরিষ্কার পানি)। ৭ বিচারক্ষম (পরিষ্কার মাথা)। ৮ তীক্ষ্ণ (পরিষ্কার দৃষ্টি)। ৯ নির্মেঘ; মেঘশূন্য (পরিষ্কার আকাশ)। ১০ মলশূন্য (পেট পরিষ্কার হয়েছে)। ১১ আবর্জনাশূন্য (পরিষ্কার আঙ্গিনা)। ১২ রোগহীন; স্বাভাবিক (ফুসফুস বেশ পরিষ্কার)। পরিষ্কৃত (বিশেষণ) ১ নির্মলীকৃত; পরিশোধিত; পরিমার্জিত। ২ শুদ্ধীকৃত। {(তৎসম বা সংস্কৃত) পরি+√কৃ+অ(ঘঞ্‌)}
  • Bengali Word পরিষৎ Bengali definition ⇒ পরিষদ
  • Bengali Word পরিসংখ্যা Bengali definition [পোরিশোঙ্‌খা] (বিশেষ্য) সংখ্যা; বিশেষভাবে গণনা। পরিসংখ্যাতা (বিশেষণ) পরিসংখ্যান নেওয়া হয়েছে এমন; বিশেষভাবে গণনাকৃত। পরিসংখ্যান (বিশেষ্য) গণনা; সংখ্যাকরণ; কোনো বিষয়ের তথ্যসূচক মোটামুটি হিসাব বা সংখ্যা; statistics। পরিসংখ্যানিক (বিশেষ্য) যে গণনা করে; পরিসংখ্যাবিদ; statistician (পরিসংখ্যানিকদের মতে-বহ)। পরিসংখ্যায়ক (বিশেষ্য), (বিশেষণ) পরিসংখ্যানি বিষয়ক তথ্য সংগ্রাহক; statistician। {(তৎসম বা সংস্কৃত) পরি+সংখ্যা}
  • Bengali Word পরিসভ্য Bengali definition [পোরিশোভ্‌ভো] সভাসদ। {(তৎসম বা সংস্কৃত) পরি+সভ্য}
  • Bengali Word পরিসমাপ্তি Bengali definition [পোরিশ্‌মাপ্‌তি] (বিশেষ্য) ১ পরিপূর্ণতা; সম্পূর্ণতা। ২ অবসান। {(তৎসম বা সংস্কৃত) পরি+সমাপ্তি}
  • Bengali Word পরিসম্পদ, পরিসম্পৎ Bengali definition [পোরিশম্‌পদ্‌, পোরিশম্‌পত্‌] (বিশেষ্য) যে সম্পত্তি বা সম্পদ ঋণাদি পরিশোধে ব্যবহার করা যায়; assets। {(তৎসম বা সংস্কৃত) পরি+সম্পদ্‌}
  • Bengali Word পরিসর Bengali definition [পোরিশর্‌] (বিশেষ্য) ১ ব্যাপ্তি; বিস্তার; প্রসার। ২ প্রস্থ। ৩ অবধি। {(তৎসম বা সংস্কৃত) পরি+সর}
  • Bengali Word পরিসরম (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পোরিশরম্‌] (বিশেষ্য) পরিশ্রান্ত; ক্লান্ত (পৃথিবী ভরমিআ ছহে পরিশরম বইঞা-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) পরিশ্রম>}
  • Bengali Word পরিসাজ Bengali definition [পোরিশাজ্‌] পুস্তকাদির মুদ্রণ বাঁধাই প্রভৃতি শোভা। {(তৎসম বা সংস্কৃত) পরি+সজ্জা>}
  • Bengali Word পরিসীমা Bengali definition [পোরিশিমা] (বিশেষ্য) ১ সীমা; অবধি; ইয়ত্তা; অন্ত; শেষ (এর পরিসীমা নেই)। ২ (জ্যামিতি) সমতল ক্ষেত্রের চতুষ্পার্শ্বস্থ সীমারেখা। {(তৎসম বা সংস্কৃত) পরি+সীমা}
  • Bengali Word পরিসুস্থ Bengali definition [পোরিশুস্‌থো] (বিশেষ্য) ভালোরূপে সুস্থ; সম্পূর্ণরূপে সুস্থ (কতদিনে ডিঙ্গাধর পরিসুস্থ হইল-পূর্ববঙ্গ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) পরি+সুস্থ}
  • Bengali Word পরিসেবা, পরিষেবা Bengali definition [পোরিশেবা] (বিশেষ্য) রোগীর সেবা বা শুশ্রুষা; nursing। পরিসেবক, পরিষেবক (বিশেষ্য) রোগী শুশ্রুষাকারী; সেবক; nurse। পরিসেবিকা, পরিষেবিকা বি. (স্ত্রীলিঙ্গ) শুশ্রুষাকারিণী; সেবিকা; nurse। {(তৎসম বা সংস্কৃত) পরি+সেবা}পরিসুস্থ [পোরিশুস্‌থো] (বিশেষ্য) ভালোরূপে সুস্থ; সম্পূর্ণরূপে সুস্থ (কতদিনে ডিঙ্গাধর পরিসুস্থ হইল-পূর্ববঙ্গ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) পরি+সুস্থ}
  • Bengali Word পরিস্থিতি Bengali definition [পোরিস্‌থিতি] (বিশেষ্য) চারদিকের অবস্থা; পারিপার্শ্বিক অবস্থা; situation; circumstances। {(তৎসম বা সংস্কৃত) পরি+স্থিতি}
  • Bengali Word পরিস্ফুট Bengali definition [পোরিস্‌ফুটো] (বিশেষ্য) স্পষ্টভাবে প্রকাশিত; সুস্পষ্ট। □ (বিশেষণ) বিকশিত। {(তৎসম বা সংস্কৃত) পরি+স্ফুট}
  • Bengali Word পরিস্রাবণ, পরিস্রুতি Bengali definition [পোরিস্‌স্রাবোন্‌, পোরিস্‌শ্রুতি] (বিশেষ্য) ১ ক্ষরণ; নিঃসারণ। ২ তরল দ্রব্য; ছেঁকে শোধন: filtration। ৩ পরিমার্জনা; উৎকর্ষসাধন। পরিস্রুত (বিশেষণ) ১ নিঃসৃত; ক্ষরিত; চোয়ানো; filtered। ২ পরিমার্জিত; উৎকর্ষসাধনকৃত; লাবণ্যদানকৃত। {(তৎসম বা সংস্কৃত) পরি+স্রাবণ, স্রুতি}
  • Bengali Word পরিহরণ Bengali definition [পোরিহরোন্‌] (বিশেষ্য) পরিহার; পরিত্যাগ; বর্জন। পরিহরণীয়, পরিহর্তব্য (বিশেষণ) পরিহারযোগ্য; পরিহার্য; বর্জনীয়; ত্যাজ্য। {(তৎসম বা সংস্কৃত) পরি+হরণ}
  • Bengali Word পরিহরা Bengali definition [পোরিহরা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) পরিহার করা; ত্যাগ করা; ছেড়ে দেওয়া; বর্জন করা (পরিহার এ সখি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) পরি+হর+(বাংলা) আ}
  • Bengali Word পরিহসনীয় Bengali definition [পোরিহশোনিয়ো] (বিশেষণ) পরিহাসের যোগ্য। পরিহসনীয়া বিণ. (স্ত্রীলিঙ্গ) (পরম পরিহসনীয়া ভ্রাতৃজায়া ঠাকুরানী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পরি+হসনীয়}
  • Bengali Word পরিহসি Bengali definition (ব্রজবুলি) [পোরিহোসি] (ক্রিয়া) পরে; পরিধান করে। {(তৎসম বা সংস্কৃত) পরিহা+সি বিভক্তি}
  • Bengali Word পরিহার Bengali definition [পোরিহার্‌] (বিশেষ্য) ১ পরিত্যাগ; বর্জন। ২ অনাদর; অসম্মান; উপেক্ষা; অবজ্ঞা (কত না বুলিবোঁ তারে পরিহারবাণী-বড়ু চণ্ডীদাস)। ৩ দোষ স্খালন (সত্য বাক্য কহিবেক করি পরিহার-বৃন্দাবন দাস)। ৪ প্রার্থনা; যাচনা (গুরুর চরণে সাধু করে পরিহার-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৫ বিদায় (পরিহার মাগে ভট্ট ছেড়ে দেরে ভাই-ঘনরাম চক্রবর্তী)। ৬ পরাজয়, পরাভব; হার (মান তারে পরিহার সাধি আন আর বার-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৭ সমর্পণ (বিহি পায়ে করি পরিহার-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) পরি+√হৃ+অ(ঘঞ্‌)}
  • Bengali Word পরিহার্য Bengali definition [পরিহার্‌জো] (বিশেষণ) ১ পরিহর্তব্য; পরিত্যাজ্য; বর্জনীয়। ২ উপেক্ষীয়। {(তৎসম বা সংস্কৃত) পরি+√হৃ+য(ণ্যৎ)}
  • Bengali Word পরিহাস Bengali definition [পোরিহাশ্‌] (বিশেষ্য) ১ ঠাট্টা; তামাশা। ২ কৌতুক। পরিহাসক (বিশেষণ) পরিহাস বা ঠাট্টা তামাশা করে এমন; পরিহাসকারী। পরিহাস্য (বিশেষণ) পরিহাসযোগ্য; ঠাট্টা-তামাশার উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) পরি+√হস্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word পরিহিত Bengali definition [পোরিহিতো] (বিশেষণ) ১ পরিধান করা হয়েছে এমন। ২ সজ্জিত। পরিহিতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পরি+√ধা+ত(ক্ত)}
  • Bengali Word পরিহৃত Bengali definition [পোরিহৃতো] (বিশেষণ) পরিত্যক্ত; পরিবর্জিত। {(তৎসম বা সংস্কৃত) পরি+হৃত}
  • Bengali Word পরিয়ন্ত Bengali definition [পোরিয়ন্‌তো] (বিশেষণ) পর্যন্ত; শেষ; সমাপ্তি (ক্ষীণতনু না জানী কি ইহ পরিয়ন্ত-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) পর্যন্ত> (স্বরাগমে)পরিয়ন্ত}
  • Bengali Word পরী, পরি Bengali definition [পোরি] (বিশেষ্য) ১ পক্ষবিশিষ্টা কল্পিত সুন্দরী (খুঁজিছে দৈত্য, দানব, দেবতা, জিন, পরী, হুর পাগল প্রায়-কাজী নজরুল ইসলাম)। ২ অতিশয় সুশ্রী নারী। ডানা কাটা পরী (আলঙ্কারিক) (বিশেষ্য) নিখুঁত সুন্দরী নারী। {(ফারসি) পরি}