Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word নিষ্কুল Bengali definition [নিশ্‌কুল্‌] (বিশেষণ) কুলহীন; কুলরহিত; নির্বংশ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+কুল; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিষ্কৃতি Bengali definition [নিশ্‌কৃতি] (বিশেষ্য) মুক্তি; অব্যাহিতি; নিস্তার; পরিত্রাণের উপায়। নিষ্কৃত (বিশেষণ) মুক্ত; অব্যাহতিপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√কৃ+তি(ক্তি)}
  • Bengali Word নিষ্ক্রমণ, নিষ্ক্রম Bengali definition [নিশ্‌ক্রোমোন্‌, নিশ্‌ক্রোম্‌] (বিশেষ্য) বহির্গত হওয়া; বহির্গমন; নির্গমন; নির্গত হওন (অন্যান্য ব্যক্তিদের নিষ্ক্রমণই ভদ্রতাসঙ্গত-বুদ্ধদেব বসু)। মহাভিনিষ্ক্রমণ (বিশেষ্য) গৌতম বুদ্ধের সংসার ত্যাগ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ক্রমণ, ক্রম}
  • Bengali Word নিষ্ক্রান্ত Bengali definition [নিশ্‌ক্রান্‌তো] (বিশেষণ) নির্গত; বহির্গত (গৃহ থেকে নিষ্ক্রান্ত)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ক্রান্ত}
  • Bengali Word নিষ্ক্রিয় Bengali definition [নিশ্‌ক্রিয়ো] (বিশেষণ) ১ ক্রিয়াহীন; কর্মরহিত। ২ ‍নিষ্কর্মা; অলস। নিষ্ক্রিয় প্রতিরোধ (বিশেষ্য) আক্রমণাত্মক ব্যবস্থা গ্রহণ না করে অন্যের কাজে বাধা সৃষ্টি; passive resistance। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ক্রিয়}
  • Bengali Word নিষ্ক্রয় Bengali definition [নিশ্‌ক্রয়] (বিশেষ্য) ১ বেতন; মাহিনা। ২ ভাড়া। ৩ মূল্য (তবে প্রায়শ্চিত্তের নিষ্ক্রয়স্বরুপ-রাজশেখর বসু (পরশু))। ৪ বিক্রয়। ৫ বিনিময়; বিনিময়ে দ্রব্য ক্রয়- বিক্রয়। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ক্রয়}
  • Bengali Word নিষ্ঠ Bengali definition [নিশ্‌ঠো] (বিশেষণ) ১ নিষ্ঠাযুক্ত; নিষ্ঠাশীল (একনিষ্ঠ); দৃঢ়ভাবে কোনো আদর্শে বিশ্বাসে অথবা কাজে অনন্যচিত্তে লেগে থাকে এমন। ২ একাগ্রভাবে স্থিত। ৩ স্থিতিশীল। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√স্থা+অ(ক)}
  • Bengali Word নিষ্ঠা Bengali definition [নিশ্‌ঠা] (বিশেষ্য) ১ দৃঢ় অনুরাগ; আস্থা; বিশ্বাস; শ্রদ্ধা; ভক্তি; মনোযোগ। ২ ধর্ম সম্পর্কিত আচরণে শ্রদ্ধা। ৩ দৃঢ়স্থিতি। নিষ্টাবান (বিশেষণ) ১ ধর্মীয় আচার- অনুষ্ঠানে শ্রদ্ধাশীল। ২ নিষ্ঠা আছে এমন; নিষ্ঠাযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) নি+√স্থা+অ(অঙ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word নিষ্ঠীবন, নিষ্ঠীব Bengali definition [নিশ্‌ঠিবোন্‌, নিশ্‌ঠিবো] (বিশেষ্য) থুথু; থুতু; ছেপ; মুখের পানি (জীবনে নাকার নিষ্ঠীবন-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√ষ্ঠীব্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word নিষ্ঠুর, নিঠুর (পদ্যে ব্যবহৃত) Bengali definition [নিশ্‌ঠুর্‌, নিঠুর্‌] (বিশেষ্য) নির্দয়; নির্মম। □ (বিশেষণ) ১ কঠোর; কঠিন। ২ ক্রূর; নৃশংস। নিষ্ঠুরতা (বিশেষ্য) ১ নির্দয়তা; নিমর্মতা। ২ কঠোরতা। ৩ নৃশংসতা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√স্থা+ উর(কুরচ্‌)}
  • Bengali Word নিষ্ঠ্যুত Bengali definition [নিশ্‌ঠুতো] (বিশেষণ) ১ বমি করা হয়েছে এমন; উদ্‌গীর্ণ। ২ থু থু ছুড়ে ফেলা। ৩ ছুড়ে ফেলা হয়েছে এমন; নিক্ষিপ্ত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√ষ্ঠিব্+ত(ক্ত)}
  • Bengali Word নিষ্পত্তি Bengali definition [নিশ্‌পোত্‌তি] (বিশেষ্য) ১ মীমাংসা; অবধারণ। ২ সমাপ্তি; সম্পাদন; সিদ্ধি (কার্য নিষ্পত্তি)। ৩ উৎপত্তি; জন্ম। ৪ মিটমাট (মোকদ্দমার নিষ্পত্তি)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√পদ্‌+তি(ক্তি)}
  • Bengali Word নিষ্পত্র Bengali definition [নিশ্‌পত্‌ত্রো] (বিশেষণ) পত্রহীন; পত্রশূন্য। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+পত্র; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিষ্পন্ন Bengali definition [নিশ্‌পন্‌নো] (বিশেষণ) ১ সম্পাদিত; সমাপ্ত; শেষ; সম্পন্ন। ২ সিদ্ধ (কৌশলে কোন কাজ দ্রুত নিষ্পন্ন করিতে তাহার জুড়ি নাই-শাআকা)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√পদ্‌+ত(ক্ত)}
  • Bengali Word নিষ্পাদক Bengali definition [নিশ্‌পাদোক্‌] (বিশেষণ) সম্পাদনকারী; নিষ্পত্তিকারী। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√পদ্‌+ণিচ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word নিষ্পাদন Bengali definition [নিশ্‌পাদোন্‌] (বিশেষ্য) ১ নিষ্পত্তিকরণ; সমাপন (সব কর্মের সঙ্গেই তার নিষ্পাদনের প্রক্রিয়া রয়েছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ সম্পাদন। নিষ্পাদিত (বিশেষণ) নিষ্পন্ন; নিষ্পাদন করা হয়েছে এমন। নিষ্পাদ্য, নিষ্পাদনীয় (বিশেষণ) নিষ্পাদনের উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√পদ্‌+ণিচ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word নিষ্পাপ Bengali definition [নিশ্‌পাপ্‌] (বিশেষণ) পবিত্র; পাপশূন্য; মাসুম; পূত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ++পাপ; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিষ্পিষ্ট Bengali definition [নিশ্‌পিশ্‌টো] (বিশেষণ) ১ দলিত; মথিত; বিমর্দিত। ২ চূর্ণিত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+পিষ্ট; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিষ্পেষণ, নিষ্পেষ Bengali definition [নিশ্‌পেশোন্‌, নিশ্‌পেশ্‌] (বিশেষ্য) সম্পূর্ণরূপে চূর্ণকরণ; মর্দন; সম্পূর্ণ মর্দিতকরণ; নিঃশেষে পেষণ; পিষ্টকরণ। নিষ্পিষ্ট (বিশেষণ) চূর্ণ; দলিত; অত্যন্ত পিষ্ট; মর্দিত। নিষ্পেষক (বিশেষ্য), (বিশেষণ) নিষ্পেষণ করে এমন; পিষ্টকারক; নিষ্পেষণকারী। নিষ্পেষিত (বিশেষণ) নিষ্পেষণ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+পেষণ, পেষ}
  • Bengali Word নিষ্প্রদীপ Bengali definition [নিশ্‌প্রোদিপ্‌] (বিশেষণ) ১ প্রদীপশূন্য; দীপ জ্বালানো হয়নি এমন; অন্ধকার; তমসাচ্ছন্ন। ২ যুদ্ধাবস্থায় বিমান আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য রাতে দীপ না জ্বালানোর অভ্যাস (নিষ্প্রদীপ মহড়া)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+প্রদীপ; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিষ্প্রভ Bengali definition [নিশ্‌প্রোভো] (বিশেষণ) প্রভাবশূন্য; দীপ্তিহীন। ২ তেজোহীন; নিস্তেজ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+প্রভ}
  • Bengali Word নিষ্প্রাণ Bengali definition [নিশ্‌প্রান্‌] (বিশেষণ) ১ প্রাণহীন; বিগতপ্রাণ; মৃত। ২ নির্মম; হৃদয়হীন; নির্দয়। ৩ জড়; নির্জীব; জীবনশূন্য; সজীবতাহীন। নিষ্প্রাণতা (বিশেষ্য) প্রাণহীনতা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+প্রাণ}
  • Bengali Word নিষ্প্রয়োজন Bengali definition [নিশ্‌প্রোয়জোন্] (বিশেষণ) প্রয়োজন নেই এমন; অনাবশ্যক; অপ্রয়োজনীয় (আপনারা কতগুলো নিষ্প্রয়োজন জিনিস আমার ঘাড়ে-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+প্রয়োজন; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিষ্যন্দ Bengali definition ⇒ নিস্যন্দ
  • Bengali Word নিসর্গ Bengali definition [নিশর্‌গো] (বিশেষ্য) ১ প্রকৃতি; স্বভাব; nature। ২ সৃষ্টি; সৃজন; নির্মাণ। □ (বিশেষণ) প্রাকৃতিক (নিসর্গ দেয়ালে দেখি থরে থরে ফুটে আছে-হাসান হাফিজুর রহমান)। নিসর্গজ, নৈসর্গিক (বিশেষণ) স্বাভাবিক; প্রাকৃতিক; প্রকৃতিজাত; স্বাভাবিকভাবে উৎপন্ন বা সৃষ্ট। নিসর্গবিদ, নিসর্গী (-গিন্‌) (বিশেষ্য) প্রকৃতিবিজ্ঞানী। {নিঃ+√সৃজ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word নিসাদল Bengali definition ⇒ নিশাদল
  • Bengali Word নিসান, নিসানা, নিসানী Bengali definition ⇒ নিশান২
  • Bengali Word নিসার Bengali definition [নিশার্‌] (বিশেষ্য) ১ উৎসর্গ; দান; কুরবান (আল্লাহর রাহেতে জান করিবে নিসার-সৈয়দ হামজা)। ২ বাদশাহের উপরে কোনো অশুভ দৃষ্টির প্রভাব দূর করার জন্য থালায় টাকা বা রত্ন রেখে তাঁহার মাথার চারদিকে ঘুরিয়ে সেই অর্থ দরিদ্রের মধ্যে বিতরণ (নিসার) করে দেওয়া। {(আরবি) নিছার}
  • Bengali Word নিসাস Bengali definition [নিশাশ্‌] (বিশেষ্য) নিঃশ্বাস (ছাড়িয়া নিসাস-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) নিশ্বাস>}
  • Bengali Word নিসাড় (পদ্য.), নিঃসাড় Bengali definition [নিশাড়্‌, নিশ্‌শাড়্‌] (বিশেষণ) ১ সাড়াশব্দহীন; নিঃশব্দ; নীরব; নিশুতি (এই ধ্বসে পড়া অন্ধকার নিসাড় বাড়িটার-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ সাড়াহীন; সংজ্ঞাহীন। ৩ অসাড়; জড়। {সি. নিঃস্বর>; (বাংলা) নি+সাড়া}